ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “ফীভার” টিউটোরিয়াল – প্রথম পর্ব!

Print Friendly, PDF & Email

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফীভার নিয়ে আমার প্রথম টিউটোরিয়াল । ইন্টারনেটে আয় কথাটা আজ আমাদের তরুন প্রজন্মের মুখে মুখে ঘুরছে । আবার অনেকেরই ধারনা ইন্টারনেটে আয় সম্ভব না । আসলে ইন্টারনেটে আয় করা সম্ভব কিন্তু তার জন্য যতটুকু শ্রম দিতে হয় তা বাস্তব জীবনের থেকে কোনো অংশে কম নয় । অনলাইন আয় বিষয়ে আমার জ্ঞান খুবই কম । কিন্তু আমার যতটুকু জ্ঞান আছে তা যদি সবার মাঝে ছড়িয়ে দিতে পারি তবেই আমি খুশি ।

আজকে আমার খুবই পরিচিত এবং জনপ্রিয় একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দিতে চাই । সাইটটি হল www.fiverr.com । সাইটটির ইন্টারফেস নিচের মত…

এই সাইটটির বৈশিষ্ট হচ্ছে এখানে আপনি বিনামূল্যে আপনার পন্যের বিজ্ঞাপন দিতে পারবেন । এই বিজ্ঞাপন গুলোকে বলা হবে গিগ । প্রতিটি গিগের মূল্য 5$ । আপনার গিগটি যদি কারো পছন্দ হয় তাহলে তিনি 5$ দিয়ে আপনার গিগটি অর্ডার করতে পারবেন। এই সাইটের সব কাজই হয় 5$ দিয়ে। এই সাইটের প্রতিদিন প্রায় ৪০,০০০ এর মত ভিজিটর রয়েছে কাজেই ভালো গিগ দিলে অর্ডার পেতে আশা করি খুব একটা দেরি হবে না। আমি বলতে গেলে প্রতিদিন ই অর্ডার পাই। ধৈর্য ধরে কাজ করে গেলে আশা করি আপনিও পাবেন ।

ফীভারে যোগ দিন :

প্রথমে এখানে ক্লিক করে সাইটে প্রবেশ করুন । ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা পুরন করুন। এবার আপনার ইমেইল একাউন্টে একটি এক্টিভিশন লিংক পাঠানো হবে । লিংকে ক্লিক করে আপনার একাউন্টটি ভেরিফাই করে নিন ।

প্রোফাইল সাজানো :

এটি একটি গুরুত্বপূর্ণ কাজ কেননা হাজার হাজার সেলারের মাঝে বায়ার আপনাকে মূল্যায়ন করবে আপনার প্রোফাইল দেখে। ফীভারে লগইন করে Profile মেন্যু থেকে Settings এ ক্লিক করুন ।

নিচের ছবির মত পেজ পাবেন ।

Full Name এর জায়গায় আপনার নাম লিখুন। Email বক্সে ইমেইলটি লিখুন । Something about you এর বক্সে আপনার সম্পরকে কিছু কথা লিখুন। একটি ইউনিক প্রোফাইল পিকচার নির্বাচন করুন । সব শেষে Save এ ক্লিক করে সেভ করুন। বাস! আপনার ফীভারে প্রোফাইল সাজানো সম্পন। 🙂

আজ এই পর্যন্তই । আগামী টিউটোরিয়ালে আলোচনা করবো কিভাবে গিগ পোষ্ট করবেন এবং কিভাবে খুব কম সময়ে অর্ডার পাবেন । অনলাইন আয় বিষয়ক এটাই আমার প্রথম টিউটোরিয়াল তাই ভুল ভ্রান্তির জন্য ক্ষমাপ্রার্থী । সাথে থাকার জন্য ধন্যবাদ ।

15 thoughts on “ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “ফীভার” টিউটোরিয়াল – প্রথম পর্ব!

  1. ভাইজান তাড়াতাড়ি পোষ্ট করেন অর্থ সংকটে আছি।আর খোঁজ দেয়ার জন্য ধন্যবাদ।

  2. tokon mobile die enter korechilam site tai kintu akon Mozilla die kano jane dhokche na faverr a

  3. সবকিছু ঠিক ই আছে । ফীভার লোড হতে অন্য সাইটের থেকে একটু বেশিই সময় নেয় । ব্রাউজারের ক্যাচ , কুকি ডিলিট করে আবার চেষ্টা করুন । ইন্টারনেট কানেকশন অত্যাধিক স্লো হলেও সম্যসা হতে পারে !

    1. কাজ জানলে অবশ্যই পারার কথা , সেটা যে মার্কেটপ্লেসই হোক । তবে সবার আগে কাজটা জানতে হবে 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.