আপনি কি কোন ফেসবুক পেজ এডমিন?

Print Friendly, PDF & Email

আমার পোস্টিং প্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভাল আছেন। ব্যক্তিগত ব্যস্ততা আর আমার আইটি ফার্ম এর স্টার্টআপ নিয়ে অনেক ব্যস্ত থাকার কারণে আপাতত লিখালিখি থেকে অনেক দূরে চলে গেছি। কিন্তু তার পরেও হাতের কাছে লিখা মত কিছু পেলে কাজ ছেরে লিখতে বসি। সেই ধারাবাহিকতায় আজকে লিখবো ফেসবুক থেকে খনিকক্ষন আগে খুঁজে পাওয়া নতুন একটি ফিচার নিয়ে। আসলে সামাজিক যোগাযোগের সাইট হিসেবে ফেসবুক এখন গুগলপ্লাস এর সাথে তাল মিলতে গিয়ে অনেক সেবাই নতুন ভাবে নিয়ে আস্তে হচ্ছে ফেসবুক গ্রাহকদের জন্য। সেই সুত্র ধরেই নিত নতুন ফিচারের আবিষ্কার। চলুন মূল কথায় যাই…

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একাধিক ফেসবুক ফান পেজ চালান। এমনও দেখা যায় একই পেজের জন্য কয়েকজন এডমিনও আছেন। আচ্ছা ধরুন, আপনি পেজ এর ক্রিয়াটর আর অন্যদেরকে আপনি ইনভাইট করেছেন এডমিন হিসেবে। কখনও যদি এমনটা হয় আপনার সাথে তাঁদের থেকে ২/১ জনের সাথে পেজ নিয়ে কোন কারণে দ্বন্দ্ব লেগেছে! তাহলে? নিশ্চয় সে যদি ইচ্ছা করে আপনার পেজের এমন ক্ষতি করে ফেলতে পারে যা আমাকে বুঝায় দিতে হবে না।

আপনার যারা পেজ চালান তাঁরা ভাল করেই জানেন, পেজ এর জন্য আপনি যাকে নিয়োগ করলেন সে উক্ত পেজ এর সর্বময় ক্ষমতার অধিকারি হবে। রাইট? 😉 তাহলে বুঝুন কারো সাথে দ্বন্দ্ব লাগবে কিন্তু আপনার সখের পেজ … 😛

আরে রাখেন এত চিন্তা!!! 😀 ফেসবুকের ফান এর নতুন ফিচারে যুক্ত হয়ে পেজ একাধিক এডমিন রোলস(Roles) যা আগে ছিল না। মনে রাখবেন একাধিক এডমিন রোলস(Roles)। এখন আপনি চাইলেই যেকাউকে এডমিন করতে পারবেন এবং সাথে যাকে খুশি পেজ এর পুরো দায়িত্ব(Manage), কাউকে Content Creator (Content প্রস্তুতকারক), কাউকে মডেরেটর(Moderator), বিজ্ঞাপন তৈরিকারক (Advertiser), Insights Analyst(অর্ন্তদৃষ্টি বিশ্লেষক) হিসেবে আলাদা আলাদা করে ক্ষমতা দিতে পারেন। এতে একেক জনের জন্য আলাদা আলাদা পার্ট এক্সেস এর সুযোগ থাকবে। আপনি যদি মনে করেন আপনিই শুধু রুট এডমিন হিসেবে পুরো দায়িত্ব(Manage) থাকবেন সেটাও করতে পারেন আর বাকিদের প্রয়োজন হলে সেভাবে দায়িত্ব ভাগ করে দিবেন। এতে করে কেউ ক্ষমতার অপব্যবহার করতে পারবে না চাইলেও! 😉

এডমিন রোলস(Roles) গুলো নিয়ে আলাদা করে বিস্তারিত লিখলাম না। কারণ বেপার গুলো আপনারা দেখলেই বুঝবেন। তাই অতিরিক্ত লিখা পড়ে সময় নষ্ট করার কোন মানেই হয় না। আপনি এডমিন রোলস(Roles) গুলো দেখতে এবং ব্যবহার করতে চাইলে নিচের স্টেপগুলো অনুসরন করুণ…

১. আপনার পেজ এর ডানপাশে থেকে Admin Panel বাটনে ক্লিক করুন…

২. আবার Edit এ ক্লিক করুণ…

৩. Edit এ ক্লিক করলে নিচের মত এডিট সেটিংস পেজ আসবে। সেখানে থেকে Admin Roles সাইড মেন্যু সিলেক্ট করুণ। নিচের মত পেজ পাবেন…

৪. আবার আপনি যাকে যেভাবে দায়িত্ব দিতে চান সেভাবে তার রোল নির্ধারন করে দিন নিচের ছবির মত। আপনি চাইলে আগে থেকে অ্যাড করা এডমিনদেরও রোল পরিবর্তন করে দিতে পারেন অথবা নতুন করে কাউকে অ্যাড করলে তাকেও রোল নির্ধারন করে দিয়ে অ্যাড করে নিতে পারেন আপনার পেজ এডমিন প্যানেলে।

৫. সবশেষে সেভ করুণ! আর কিছু বলার আছে কি??? 😉

আজ এই পর্যন্তই!
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

নিজেকে গড়ে তুলুন প্রযুক্তি যোদ্ধা হিসেবে! 🙂

9 thoughts on “আপনি কি কোন ফেসবুক পেজ এডমিন?

  1. কোন পেজ যদি কাউকে গিফট করতে চাই, তাহলে তাকে কি রোল দিব ?
    এবার বোধয় বাঙ্গালির পেজ বেঁচা কেনায় সমস্যা হবে ।

  2. আমি ইন্টারনেট-এর তেমন কিছুই বুঝিনা, শুধু সময় কাটাই বিভিন্ন বাংলা ব্লগ পড়ে। বেশ কিছু প্রিয় বাংলা ব্লগের মধ্যে এই ব্লগটিও ভালো লাগে। প্রিয় ব্লগারদের মধ্যে আরিফুল ইসলাম শাওন একজন। মাসুদুর রশীদ আমার খুব প্রিয় একজন স্টুডেন্ট এবং বেশ নামকরা একজন ব্লগার এই দেশে। ভালো লাগে তাহের চৌধুরী সুমন কে- যে কিনা মাসুদের বন্ধু, খুব ভালো একজন ছেলে। শাওন, তোমার সফলতা কামনা করি।

    1. অনেক ধন্যযোগ স্যার। নিজেকে অন্য কারো প্রিয় ব্লগার শুনতে অনেক সুখ অনুভব হয়! 🙂 আর হ্যাঁ, মাসুদ ভাই, সুমন ভাই আমার বড় ভাইয়ের মতন। ওনার অনেক ভাল মনের মানুষ। আর ভাল মানুষরা সব সময়ের জন্যই সফল যেকোনো ভাবেই।

      ভাল থাকুন নিরন্তর স্যার। 🙂

  3. প্রায় মাস দুই হলো ফেসবুক ব্যবহার বাদ দিয়েছি। এক সময় ফেসবুক এর তুখোড় ছিলাম। যাই হোক ভালো টিপস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.