YouTube.com থেকে আয় ও তার খুঁটিনাটি!

Print Friendly, PDF & Email

আবারো পুরানা প্যচাল, আয় করুন স্বাবলম্বি হন, দেশটাকে সামান্য হলেও বেকার সমস্যার হাত থেকে বাঁচান। আর আমরা আপনাকে দেখাব অনলাইনে আয় আর শত পথ বেছে নেবার দায়িত্ব আপনার, স্বাবলম্বি হবার দায়িত্ব আপনার, কারন এটা আমরা কখনই আশা করি না যে আপনি আয় করবেন আর সেখান থেকে আমদের কিছু অংশ আমাদেরকে দিবেন, বরং সামান্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমদের এ এই ক্ষুদ্র প্রচেষ্টা।

যাই হোক এবার প্যচাল বাদ দিয়ে আমি আজকে আপনাদের দেখাব Youtube.com কিভাবে আয় সম্ভব, কত আয়, কিভাবে, কাজ কোথায় পাবেন

odataentry.com

YouTube.com এর পরিচয় ?


এটা আমার থেকে আপনি খুব ভাল করেই জানেন কারন কমপিউটারে সব চেয়ে সহজ কাজ মুভি, সিনেমা দেখা, এবং সবার কাছেই প্রিয় আর ঠিক এই সুযোগটাই youtube কাজে লাগানো হয় বিভিন্ন হাসি, রম্য, একশন, আনিমেশন, টিউটোরিয়াল, মুভি অংশ বিশেষ প্রচার করে তাদের নিজ নিজ ব্যবসায়িক প্লাটফরম গুলোর যেমন ওয়েবসাইট, মার্কেটপ্লেস, শপিং সাইট গুলোর প্রচারনা খুব সুন্দর ভাবে উপস্থাপন করে

এটা কে ভিডিও মার্কেটিং বলে, অনেকেই লেখা পড়তে বিরক্তি বোধ করেন তাই ভিডিও বেশি পছন্দ করেন বা বাস্তব প্রমান দেখতে অনেকেই চান, আর ভিডিও এর মাধ্যমে খুব সহজেই যেকোন জিনিস উপস্থাপন করা যায় সেটা হোক কোন মুভি বা টিঊটোরিয়াল, রিভিঊ

YouTube.com কে কিভাবে ব্যবহার করেন ?


হ্যাঁ, আপনি হয়তো মুভি দেখেই শেষ করতে পারেন না সারা বেলা ভিডিও দেখে, কিন্তু অনেকেই আরো ভিন্ন ভাবে ব্যবহার করছেন নিজ নিজ প্রয়োজনেঃ

টিউটোরিয়াল বিক্রি করেঃ

অনলাইন বিষয়ক যেকোন বিষয় আপনার জানা আছে নিশ্চয়ই সেটা হোক একাউন্ট তৈরী করা বা প্রফেশনাল সফটোয়ার ব্যবহার বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল, এর অংশ বিশেষ প্রচার করেতে পারেন Youtube.com এবং পুর্নাংগ অংশ শুধুমাত্র বিক্রি করার জন্যে সকলে জানাতে পারেন

কোন প্রডাক্ট এর রিভিঊ প্রকাশ করেঃ

আপনার নিজের যদি কোন অনলাইন শপিং সাইটে থাকে বা জনপ্রিয় শপিং সাইটে আপনি যদি কিছু বিক্রির করে থাকেন তাহলে সেই কাজেও আপনি আপনার প্রডাক্ট এর রিভিউ প্রকাশ করে ক্রেতাদের নজর বা দৃষ্টি আকর্ষন করতে পারেন

যেমন প্রডাক্ট টির গুনাগুন, ব্যবহার বিধি, দরদাম, কাস্টমার আলোচনা ইত্যাদি

গুগল এডসেন্স ব্যবহার করেঃ

আপনার ভিডিও যদি ইউনিক হয়ে থাকে এবং বেশ ভাল সংখ্যক ভিউ পেয়ে থাকেন তাহলে সে ভিডিও গুলোর জন্যে এডসেন্স এর জন্যে আবেদন করে এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারেন।

এছাড়া…

ভিডিওতে কমেন্ট করেঃ ফ্রীল্যান্স মার্কেট প্লেস গুলোতে ভিডিওতে কমেন্ট করার জন্যে অনেক কাজ পাওয়া যায়, যেখানে ভিডিও সম্পর্কিত কমেন্ট করতে হয়…

লাইক করেঃ ভিডিও গুলো ভিসিটর দের কাছে পছন্দনীয় প্রচার করতে লাইক করা হয়, তাই যে ভিডিওতে যত বেশি লাইক থাকে সাধারন ব্যবহার কারী সেটি কে ভাল বলে ধারনা করে…

চ্যানেলে সাবস্ক্রাইব করেঃ চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে যেকোন ভিডিও আপডেট করলে সাথে সাথে সাবস্ক্রাইবকারীদের কাছে পৌছে যায়, এবং ভিডিওর প্রদর্শন বেড়ে যায়, এই কাজে বায়ার এর দেওয়া চ্যানেল গুলোতে সাবস্ক্রাইব করতে হয়।

ভিডিও গুলো প্রিয়তে যোগ করেঃ এই কাজে ভিডিও গুলো আপনার প্রিয় হিসেবে রাখতে হয়।

কত আয় হয় ?


আর এই কাজ গুলো প্রতি হাজারে হিসেব হয়, এবং প্রতি হাজার লাইক, কমেন্ট, প্রদর্শন এর জন্যে ১০০০-৩০০০ টাকা বা তার বেশিও পাওয়া যায়, এছাড়া লং টার্ম কাজ করতে হলে বায়ার এর সাথে আলোচনা সাপেক্ষে হয়

কত সময় ব্যায় হয় ?


সাধারণত প্রতি কমেন্ট এ ১০ থেকে ২০ টি শব্দ এর মধ্যে করতে হয়, এবং প্রতি লাইক করতে ২০ সেকেন্ড এর কম সময় লাগে

কাজ কোথায় পাবেন ?


ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে প্রচুর পরিমানে কাজ পাওয়া যায় শুধুমাত্র কমেন্ট, লাইক, প্রিয়, এবং প্রদর্শন এর জন্যে, এক কথায় ফ্রীল্যান্স মার্কেটে প্লেস গুলতে চলে যান। আর একটূ কষ্ট করে খুজতে থাকুন oDesk.com, freelancer.com, elance.com এ।

আমাদের আগের পোষ্ট গুলতে চোখ বুলাতে ক্লিক করুন এই লিঙ্কেঃ প্রোফাইল পাতায়


সৌজন্যে:

oDataEntry  Team

ফেবু লিঙ্কঃ https://www.facebook.com/oDataEntry

3 thoughts on “YouTube.com থেকে আয় ও তার খুঁটিনাটি!

  1. “আয় করুন স্বাবলম্বি হন, দেশটাকে সামান্য হলেও বেকার সমস্যার হাত থেকে বাঁচান। আর আমরা আপনাকে দেখাব অনলাইনে আয় আর শত পথ বেছে নেবার দায়িত্ব আপনার, স্বাবলম্বি হবার দায়িত্ব আপনার, কারন এটা আমরা কখনই আশা করি না যে আপনি আয় করবেন আর সেখান থেকে আমদের কিছু অংশ আমাদেরকে দিবেন, বরং সামান্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমদের এ এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

    ~ গ্রেট কোটেশন ম্যান!!!! 🙂

  2. অনেক উপকারী সাইট। সেই সাথে শাওন ভাই আপনাকেও অনেক ধন্যবাদ অনেক ধরনের উপকারী তথ্য পাবলিশ করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.