ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “ফীভার” টিউটোরিয়াল – শেষ পর্ব !

Print Friendly, PDF & Email

গত পর্বে আলোচনা করা হয়েছিল কিভাবে অর্ডার ডেলিভারি করবেন আজকে আলোচনা করা হবে পেমেন্ট উত্তোলনের ব্যাপারে । ফীভার থেকে পেমেন্ট উত্তোলনের একটাই উপায় তা হল পেপাল । শুধুমাত্র এই একটা কারনেই অনেকে এখানে কাজ করতে চান না কিন্তু বর্তমানে এটি তেমন কোনো সম্যসা নয় । দেশে অনেক ফ্রীল্যান্সার আছেন যারা নিয়মিত পেপাল এর মাধ্যমে টাকা লেনদেন করছেন । ভেরিফাইড পেপালের জন্য এই পোষ্টটি দেখতে পারেন ।

বায়ার আপনার কাজকে কমপ্লিট হিসেবে মার্ক করার পরে আপনাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে । ১৪ দিন পরে আপনার ব্যালেন্স উইথড্রাও করার জন্য Available হবে । চলুন দেখে আসি কিভাবে পেমেন্ট উত্তোলন করবেন ।

প্রথমে ফীভার একাউন্টে লগইন করে Sells>Revenue তে ক্লিক করুন ।

আপনার যদি উইথড্রও করার মত ব্যালেন্স থাকে তাহলে এরকম দেখতে পাবেন । “Withdraw your Earning” এ ক্লিক করুন ।

পরবর্তী পেজে আপনার পেপাল ইমেলটি প্রবেশ করাতে হবে । সবকিছু ঠিকভাবে পুরন করে সাবমিট করুন ।

আপনার পেপাল ইমেলে একটি একটিভশন লিংক পাঠানো হবে !

এবার আপনার ইমেল চেক করে একটিভিশন লিংকটিতে ক্লিক করুন ।

সবকিছু ঠিক থাকলে এরকম কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন ।

এবার আপনার পেপাল একাউন্ট চেক করে দেখুন পেমেন্ট জমা হয়ে গেছে । ট্রানজিকশন কমপ্লিট হতে সর্বোচ্চ এক মিনিট সময় লাগতে পারে। ট্রানজিকশন কমপ্লিট হবার পরে আপনার ব্যালেন্স Already Withdrawn ক্যটাগরিতে দেখতে পাবেন ।

ব্যাস হয়ে গেল আপনার পেমেন্ট উত্তোলন ।

পেমেন্টের প্রমান দেখুন নিচে…

সাথে থাকার জন্য ধন্যবাদ । হ্যাপি ফ্রীল্যান্সিং!!! 😀

8 thoughts on “ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “ফীভার” টিউটোরিয়াল – শেষ পর্ব !

    1. হে হে হে , শুধু পার্টি না , আরও অনেক কিছুই দিমু 😉

    1. লিংক আপডেট করা হয়েছে । ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.