.tk domain

ফ্রি .tk ডোমেইন – রেজিস্ট্রেশান এবং সেটআপ পদ্ধতি (মেগা পোস্ট)!

Print Friendly, PDF & Email

প্রথমেই ডোমেইন কি এবং কেনও সেটা বুঝতে চেষ্ঠা করি –

সহজ ভাষায় ডোমেইন হল ওয়েবসাইটের নাম। যেমন, ধরুন – আমার প্রতিষ্ঠানের ওয়েবসাইট http://www.rangpursource.com, অথবা গুগলের ওয়েবসাইট https://www.google.com/, এগুলোই হলো ডোমেইন। ডোমেইনের কোন অংশকে কি বলে এইচটিএমএল ইউআরএল লেসনে দেখিয়েছিলাম । দেখে নিতে পারেন সেখানে থেকে।

কিন্তু, ডোমেইন বলতে যেহেতু আমরা কোন নামকে ইন্ডিকেট করি বা বুঝি তাই নাম হচ্ছে rangpursource অংশটুকু এবং http://www.rangpursource.com হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। তাহলে ডোমেইন কোনটি? হ্যাঁ, ডোমেইন হচ্ছে .com। এটাকে আমরা ডোমেইন এক্সটেনশনও বলতে পারি। সচারচর ডোমেইন বলতে আমরা এই এক্সটেনশনকেই বুঝে এবং বলে থাকি।

ডোমেইন মূলত ২ ধরণের হয়। যেমন –

১) ফ্রী ডোমেইন –

এইগুলো কোনটি লাইফ টাইমের জন্য ফ্রী, আবার কোনটি কিছু কন্ডিশনের ওপর ভিত্তি করে ফ্রী। প্রথমত ১ বছরের জন্য রেজিস্ট্রেশান করতে হয় এবং পরবর্তী বছর রিনিউ করে আবারও ১ বছর চলাতে হয়। এভাবে আপনি যতদিন কন্টিনিউ করবেন ততদিন। ইন্টারনেটে সার্চ করতে অনেক ফ্রী ডোমেইন সার্ভিস পাওয়া যাবে, তার মধ্যে সবচেয়ে পপুলার একটি ডোমেইন এক্সটেনশন হল .tk. সাইটটির ঠিকানা http://www.dot.tk/. এই ডোমেইন এক্সটেনশন সর্বনিম্ন ১ মাসের জন্যও রেজিস্ট্রেশান করা যায়।

২) পেইড বা প্রিমিয়াম ডোমেইন –

এগুলোর জন্য আপনাকে প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমান টাকা পে করতেই হবে। আপনি চাইলে শুরুতে ১ বছরের জন্য রেজিস্ট্রেশান করে পরবর্তী বছর গুলোতে রিনিউ করে চালাতে পারবেন, নয়তো শুরুর বছরেই একাধিক বছরের জন্য রেজিস্ট্রেশান করে নিতে পারেন। এতে প্রতিবছর রিনিউ করার চিন্তা মাথায় রাখতে হবে না। সারা বিশ্বে অনেক পেইড ডোমেইন সেলার কোম্পানি আছে। শুধুমাত্র গুগল করলেই পাবেন। আমি নিজেও ডোমেইন সেল করি। চাইলে আমার থেকেই ডোমেইন কিনতে পারেন এই লিঙ্কে গিয়ে –  https://www.rangpursource.com/clients/domainchecker.php?currency=2

যাইহোক, যেহেতু আমরা এখনও শিখার মাঝে আছি এবং শিখছি, তাই আমরা ফ্রী ডোমেইন নিয়েই কাজ করবো। এজন্য আমি আপনাদের http://www.dot.tk/ ডোমেইন কিভাবে রেজিস্ট্রেশান করতে হয় তা সচিত্র দেখাবো।

ডোমেইন রেজিস্ট্রেশান –

যেহেতু আমরা এখনও শিক্ষানবিশ অবস্থায় আছি। তাই আমরা ফ্রী ডোমেইন দিয়ে কাজ চালিয়ে যাবো। আর ফ্রী ডোমেইনের মধ্যে পপুলার হচ্ছে .tk। যে সাইট থেকে .tk ডোমেইন রেজিস্ট্রেশান করবো সেটির ঠিকানা http://www.dot.tk/

তো চলুন ডোমেইন রেজিস্ট্রেশান শুরু করা যাক –

প্রথমেই http://www.dot.tk/ অ্যাড্রেসে ভিসিট করি। নিচের মত পেজ পাবো। সেখানের Register Domain ট্যাবটি সিলেক্ট থাকা অবস্থায় Get a Free .Tk Domain Name এর ফিল্ডে আপনার কাংখিত ডোমেইনের নামটি লিখে দিন। যেমনঃ আমি লিখেছি website4ebook, আপনি আপনার পছন্দমত নাম দিয়ে Go তে ক্লিক করুণ –

.tk domain

আপনার কাংখিত নামটি এ্যাভেইলএ্যাবল থাকলে নিচের মত পেজ পাবেন, অন্যথান এরর দেখাবে –

এরর দেখেলে সেখানে থেকে আপনাকে আবারও নামটি পরিবর্তন করে দিতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, আপনি যে নামটি চাইছেন সেটি এ্যাভেইলএ্যাবল থাকবেই এটা ভেবে থাকা সম্পূর্ণ ভুল। কারণ, ফ্রী হোক অথবা পেইড, প্রতিদিন হাজারো ডোমেইন রেজিস্ট্রেশান হচ্ছে। তাই, আপনার দেয়া নামটি এ্যাভেইলএ্যাবল নাম থাকলে হাইফেন (-) বা পছন্দের কোন সংখ্যা লাগিয়ে নামটি রেজিস্ট্রেশান করতে পারেন।

.tk domain

আমার দেয়া নামটি এ্যাভেইলএ্যাবল দেখাচ্ছে, কিভাবে বুঝবেন? হ্যাঁ, ইমেজটিকে খেয়াল করুণ –

Your are registering the following domain name…

WEBSITE4EBOOK.TK

এমন মেসেজ মানেই আপনার ডোমেইনটি এখনও অন্য কেউ রেজিস্টার করেনি। এবারে Use your new domain সেকশনের Forward the domain to ফিল্ডে একটা ডোমেইনের নাম দিন। এটার কোন কাজ নাই, আমি শুধুমাত্র এই পেজের প্রসেসটা শেষ করতে নামটি ব্যবহার করছি। এটি পরবর্তীতে কোন কাজে আসবে না আমি যেভাবে ডোমেইনটিকে মেনেজ করবো।

Registration length এ 12 months সিলেক্ট করে দিন, তারপর নিচের ক্যাপচা কোডটি ইমেজটির নিচের ফিল্ডে টাইপ করে দিয়ে Sign Up বাটনে ক্লিক করতে হবে। এতে করে একই পেজের নিচের দিকে নতুন অপশন চলে আসবে –

65

এখানে থেকে Share your new domain! চেকবক্সটি চেক থাকবে, সেটিকে আনচেক করে দিন। এবং নিচের email address লিখা এ্যাংকর লিঙ্কে ক্লিক করুণম তাহলে নিচের মত ইমেইল ফিল্ড আসবে। ইমেইল অ্যাড্রেস দিয়ে Next করুণ –

66

এবারে নিচের মত নাম এবং পাসওয়ার্ড দেয়ার ফিল্ড আসবে। সেখানে আপনার নাম এবং dot.tk ডোমেইন কন্ট্রোল প্যানেলে প্রবেশের পাসওয়ার্ড দিয়ে Creat Account এ ক্লিক করুণ –

67

ডোমেইনটি সঠিকভাবে রেজিস্ট্রেশান হয়ে গেলে নিচের মত কনফার্মেশন পেজ পাবেন –

68

আপনি যে ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশান করলেন সেই ইমেইল অ্যাকাউন্ট লগইন করুণ। সেখানে dot.tk থেকে একটি registration confirmation ইমেইল আসবে confirm কোড সহ। সেটা ওপেন করে কনফার্ম কোড এবং কনফার্ম কোড দেয়ার লিংক পাবেন। লিঙ্কে ক্লিক করুণ –

69

এবারে, নিচের মত পেজটি ওপেন হলে confirm কোডটি লিখে দিয়ে CONFIRM ক্লিক করুণ –

70

এরপর লগইন সেকশন পাবেন নিচের মত। ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুণ –

71

লগইন হলে নিচের মত Client Area পেজ পাবেন –

72

এই পেজের DOMAINS মেন্যু থেকে আমি ডোমেইনের সকল সেটিংসগুলো কনফিগার করবো। DOMAINS মেন্যু থেকে My Domains এ ক্লিক করলে সব রেজিস্টার্ড ডোমেইনগুলোর লিস্ট দেখা যাবে। তবে, আমাদের ডোমেইনের জন্য প্রয়োজনীয় সেটিংসগুলো ডোমেইন এবং হোস্টিং সেটিংস লেসনে দেখবো।

আপাতত ডোমেইন রেজিস্ট্রেশান লেসন এই পর্যন্তই!

3 thoughts on “ফ্রি .tk ডোমেইন – রেজিস্ট্রেশান এবং সেটআপ পদ্ধতি (মেগা পোস্ট)!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.