proshikkhok.com
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে (SEO) হাতেখড়ি – পর্ব – ৮
আজকের পর্বে আমরা আলোচনা করবো এসইও’র আরেকটি গুরুত্তপুর্ন বিষয় নিয়ে। সেটি হল Long Tail Keyword।এর বাংলা অর্থ হল লম্বা লেজ কি-ওয়ার্ড। কি-ওয়ার্ডের আগে পরে ছোট কোন ওয়ার্ড জুড়ে দেবার কারনে সার্চ ইন্জিনে রেসাল্ট পরিবর্তন হয়ে যায়। আর এই পরিবর্তনের সুবিধাটা কাজে লাগিয়ে আমরা নিজের ওয়েবসাইটকে সার্চ রেসাল্টের ভাল পেজ রাঙ্কিংয়ে নিয়ে আসতে পারি। তো এটাই মুলত Long Tail Keyword বাবহারের উদ্দেশ্য।
Manir Masud