Live Video Tutorials by RangpurSource

ভিডিও টিউটোরিয়ালঃ রংপুরসোর্সের এডভান্স ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের লাইভ ডিভিডি!

Print Friendly, PDF & Email

বর্তমান ফ্রীলান্স মার্কেটপ্লেস থেকে শুরু করে সবখানেই এখন ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলছে। যেকোনো বিজনেস, সেটা ছোট কিংবা বড়, অফিসিয়ালি শুরুর আগে একটি ওয়েবসাইট করিয়ে নিচ্ছে, কারণ ভোক্তার হাতের নাগালে যেকোনো তথ্য যত সহজে এবং দ্রুত পৌঁছে দেয়া যাবে, বিজনেসের পরিধি বাড়তে থাকবে তত দ্রুত।

এবার ভাবুন, সারা বিশ্বে প্রতিনিয়ত কতগুলো নতুন বিজনেস শুরু হচ্ছে? আসলে এটি হিসাব রাখা দুষ্কর! এমনকি একই বিজনেসের জন্য একাধিক ওয়েবসাইটও থাকে বড় বড় বিজনেস ফার্মগুলোর। ওয়েবসাইটের ধরণ অনুযায়ী একেকটি ওয়েবসাইট তৈরির জন্য খরচ হচ্ছে ৫০০ থেকে ১০০০ ডলারের বেশি। এভাবে বিজনেসের পরিধি বাড়ছে, সাথে বাড়ছে ওয়েবসাইট তৈরির প্রবণতা। ফলে, প্রয়োজনীয়তা বাড়ছে দক্ষ ওয়েব ডেভেলপারদের।

ওয়েবসাইট তৈরি যেমন খুব সহজ নয়, আবার অসম্ভব ব্যাপারও হয়। তবে, একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, এটা অবশ্যই জানতে হবে যদি আপনি নিজেকে মান সম্পন্ন ও দক্ষ ডেভেলপার হিসেবে প্রকাশ করতে ইচ্ছুক হয়ে থাকেন। তাই, শুরুটা হতে হবে সঠিক নির্দেশনা মাফিক। তবেই আপনি নিজেকে দক্ষ ওয়েব ডেভেলপার করে গড়ে তুলতে পারবেন।

তবে সমস্যা দুটি – অনেকে পর্যাপ্ত অর্থ ব্যয় করার মত সামর্থ্য রাখে না, আবার অনেকে দূরে দিয়ে, সেখানে দীর্ঘদিন ধরে অবস্থান করে ট্রেইনিংয়ে অংশগ্রহণ করার মত ধৈর্যও রাখে না, আবার অনেকেই ম্যান সম্পন্ন প্রশিক্ষণের অভাবে ভোগেন। এমন কয়েকজন ভুক্তভুগির অনুরোধের প্রেক্ষিতে, আমরা রংপুরসোর্সের অফিসিয়াল ব্যাচের লাইভ ক্লাসগুলো ভিডিও আকারে রেকর্ডিং করি এবং সবার জন্য প্যাকেজ আকারে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।

 

সর্বমোট ৭৫টা ক্লাস এবং ৮০ ঘণ্টার বেশি এই প্যাকেজে যা যা পাচ্ছেনঃ

Serial No.Chapter NameClassesDuration
১।এইচটিএমএল সিএসএস১৪টি৭.৭৫ ঘণ্টা
২।সিঙ্গেল এবং মাল্টিপেজ পিএসডি টু এইচটিএমএল(‘র’-কোডিং) উইথ জেকুয়েরি প্লাগিন১০টি১৪.৪৫ ঘণ্টা
৩।সিঙ্গেল এবং মাল্টিপেজ পিএসডি টু এইচটিএমএল(বুটস্ট্রাপ) উইথ জেকুয়েরি প্লাগিন১৫টি১৮.৬৮ ঘণ্টা
৪।ওয়ার্ডপ্রেস ব্যাসিক, প্যারেন্ট এবং চাইল্ড থিম ডেভেলপমেন্ট, প্লাগিন ডেভেলপমেন্ট২৮টা৩৩.১২ ঘণ্টা
৫।রেসপন্সিভ ডিজাইন (লেস ফ্রেমওয়ার্ক)৩টি২.৬৪ ঘণ্টা
৬।রেসপন্সিভ ডিজাইন (বুটস্ট্রাপ)২টি২.১০ ঘণ্টা
৭।ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট সিকিউরিটি৩টি২.৪৮ ঘণ্টা
৭৫টি৮১ ঘণ্টা

এছাড়াও অনপেজ এসইও নিয়েও ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে।

 

এই প্যাকেজ টিউটোরিয়ালের বৈশিষ্ট্যঃ

১। আমাদের প্রতিটি ক্লাসের নির্দিষ্ট বিষয়ের ওপর একাধিক উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে।
২। লাইভ ক্লাস হওয়ায় এখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন রয়েছে, যা থেকে আপনি আরও কিছু জানতে পারবেন।
৩। ক্লাসের রিসোর্সের বাহিরেও প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা অতিরিক্ত রিসোর্স দেখিয়ে দিয়েছি, যা থেকে আপনার দক্ষতা উন্নয়ন করতে আরও বেশি সহজ হবে।
৪। লাইভ সাপোর্টের জন্য আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/rangpursource উম্মুক্ত রাখা হয়েছে, আপনার যেকোনো সমস্যা সরাসরি আমাদের নিকট জানাতে পারবেন।
৫। বিভিন্ন ওয়েবসাইটের অফলাইন ভার্সন ডিভিডিতে দেয়া হয়েছে, যেমনঃ ওয়ার্ডপ্রেস, বুটস্ট্রাপ, ডব্লিউথ্রি স্কুল। যাতে করে ইন্টারনেট কানেকশন না থাকলেও আপনার অনুশীলনে কোনও প্রকার সমস্যা না হয়।

সম্পূর্ণ কোর্সটি দেখতে এবং কোর্সের সকল এক্সসারসাইজ ও ম্যাটেরিয়ালস পেতে আপনাকে অবশ্যই ডিভিডি অর্ডার করতে হবে।

কোর্সটি অর্ডার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.