সার্চ ইন্জিন অপটিমাইজেশনে হাতে খড়ি- পর্ব- ১৪

Print Friendly, PDF & Email

আগের পর্ব গুলোর আলোচনার মধ্য দিয়ে মুলত অনপেইজ অপটিমাইজেশন এর আলোচনা শেষ হয়েছে। অনপেইজ অপটিমাইজেশন মুলত অল্প কিছু ধাপে সীমাবদ্ধ। আর এই কাজ গুলো একবার  করলেই হয়ে যায়। কিন্তু অফপেইজ অপটিমাইজেশনের কোন শেষ নেই। এটা যত বেশী করা যায় ওয়েবসাইটের জন্য ততই লাভজনক। এরপর আমরা অফপেইজ অপটিমাইজেশন সম্পর্কে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করবো। তবে তার আগে অনপেজ কিংবা অফপেজ অপটিমাইজেশনের বাইরেও SEO রিলেটেড কিছু ব্যাপার আছে যেগুলোর বিষয়ে ধারনা থাকা দরকার। এখন আমরা জানবো এমন গুরুত্বপূর্ণ  কিছু বিষয় সম্পর্কে।

Alexa.Com:

Alexa মুলত একটি ওয়েবসাইটের নাম। এর মাধ্যমে বিশ্বের যেকোন দেশের ওয়েবসাইট, তার অবস্থান, ট্রাফিক বা ভিজিটর ইত্যাদি বিষয় সম্পরকে ক্লিয়ার ধারনা পাওয়া যায়। শুধু তাই নয় বর্তমান সময়ে পৃথিবীতে কোন ওয়েবসাইটগুলো শীর্ষস্থানে রয়েছে পর্যায়ক্রমে তাদের অবস্থানও জানা যায়। কোন কোন দেশে কোন ওয়েবসাইটগুলো নিয়ে বেশী চর্চা করা হয় সেটাও জানতে পারবেন এই Alexa’র মাধ্যমে। এর মাধ্যমে আপনি নিজের ওয়েবসাইট সম্পর্কে যেমন ধারনা নিতে পারবেন তেমনি জানতে পারবেন অন্যের ওয়েবসাইট সম্পর্কেও, যে আপনার ওয়েবসাইটটা কোন অবস্থানে রয়েছে। আর এজন্যই Alexa এর ব্যবহার সম্পর্কে পুরোপুরি ধারনা অর্জন করতে হবে। তো এটা জানার জন্য প্রথমে www. Alexa.com এ যেতে হবে। সেখানে নিচের মত একটি পেজ চলে আসবে-

Alexa 111111111

এখানে Enter a side এর স্থলে আপনার ওয়েবসাইটের URL টা বসিয়ে GO তে ক্লিক করবেন। এরপর আপনার ওয়েবসাইটের গ্লোবাল রাঙ্ক, ভিজিটর ইত্যাদির অবস্থান সম্পর্কিত পেজ চলে আসবে। যেমন আমরা যদি www.somokal.com এর URL টা দেই তাহলে এরকম একটি রেজাল্ট পেজ চলে আসবে-

Alexa0002

 

এরকম করে যেকোন ওয়েবসাইট সম্পর্কে ধারনা নিতে পারবেন। এছারা আপনি যদি বিশ্বের টপ রাঙ্কের সাইট গুলো সম্পর্কে জানতে চান তবে উপরের দিকে লেখা আছে Browse Top Sites এর উপর ক্লিক করলে দেখতে পাবেন-

Alexa33333333333333PNG

 

এখানে বিশ্বের সেরা ৫০০ টি ওয়েবসাইটের অবস্থান পর্যায়ক্রমে দেওয়া আছে। আবার আপনি যদি কান্ট্রিওয়াইজ জানতে চান তবে গ্লবালের নিচে By Country লেখা আছে তার উপর ক্লিক করলে কান্ট্রি লিস্ট চলে আসবে। সেখানে যদি বাংলাদেশ সম্পর্কে জানতে চান তবে তার উপর ক্লিক করলে এমন একটি রেজাল্ট দেখতে পাবেন-

Alexa 444444444

 

এখানে দেখা যাচ্ছে বাংলাদেশে যে সকল ওয়েবসাইট টপে রয়েছে সিরিয়াল অনুযায়ী তাদের নাম রয়েছে। এভাবে কান্ট্রিওয়াইজ ছারাও যেকোন ক্যাটাগরির ওয়েবসাইট সম্পর্কেও ধারনা নিতে পারবেন। By Country’ র  নিচে যেখানে By Category লেখা রয়েছে তার উপর ক্লিক করলে বিভিন্ন ক্যাটাগরির লিস্ট চলে আসবে। সেখানের যেই ক্যাটাগরি আপনার জানার ইচ্ছা সেটার অবস্থান সম্পর্কে জেনে নিতে পারেন। আশা করি Alexa এর ব্যবহার সম্পর্কে স্পষ্ট ধারনা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.