Cloudflare-DNS

ওয়েবসাইটে যে কারনে ক্লাউডফ্লেয়ার ফ্রী ডিএনএস সার্ভিস ব্যবহার করা উচিৎ

ক্লাউডফ্লেয়ার আসলে কি?

ক্লাউডফ্লেয়ার একটা কোম্পানি। তবে, আমরা যেটা ব্যবহার করি সেটা হলো ক্লাউডফ্লেয়ারের ডিএনএস সার্ভিস। ক্লাউডফ্লেয়ারের নিজস্ব নেমসার্ভার ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের ডিএনএস ম্যানেজমেন্ট করতে পারবেন।

ফ্রী ক্লাউডফ্লেয়ার দিয়ে কাজ হবে?

ক্লাউডফ্লেয়ারের যে ফ্রী ডিএনএস সার্ভিস রয়েছে সেটিও যথেষ্ট ভালো সার্ভিস প্রোভাইড করে। মোটামুটি ছোট ওয়েবসাইটগুলোর জন্য যে ফিচার দরকার হয়, সেগুলো ফ্রীতেই ক্লাউডফ্লেয়ার দিয়ে থাকে। এর মধ্যে আছে ডিএনএস ম্যানেজমেন্ট, ফ্রী এসএসএল (SSL), ডিডস প্রটেকশন, ক্যাশিং সার্ভিস ও পেইজ রুলস।

ক্লাউডফ্লেয়ার কি সাইট সুরক্ষিত রাখে?

ক্লাউডফ্লেয়ারের নেইমসার্ভার ব্যবহার করে যদি Proxied অবস্থায় আপনি আপনার হোস্টিং সার্ভারের আইপি A record হিসেবে এড করেন তাহলে আপনার ওয়েবসাইটের আইপিটি কেউ দেখতে পারবেনা। অর্থাৎ আপনি কোন সার্ভারে হোস্টিং করছেন এবং আপনার সাইটের আইপি সুরক্ষিত থাকবে।

ডিএনএস ম্যানেজমেন্ট

ক্লাউডফ্লেয়ার ডিনএনএস ম্যানেজমেন্ট সার্ভিস খুবই গুছানো, সহজেই A record, MX record, TXT record সহ যাবতীয় প্রয়োজনীয় সবকিছুই এড করতে পারবেন।

ফ্রী এসএসএল (SSL)

ক্লাইডফ্লেয়ার আপনার ওয়েবসাইটের জন্য ফ্রীতে SSL Certificate প্রোভাইড করবে। যেটা আপনার ওয়েবসাইটের ইউজারদের অনাকাঙ্ক্ষিত SSL ইরর দেখানো বন্ধ করবে। এছাড়াও ওয়েবসাইট সিকিউরিটির জন্য SSL খুবই জরুরি।

ডিডস প্রটেকশন ও ফায়ারওয়াল

আপনার ওয়েবসাইটের ট্র্যাফিক ক্লাউডফ্লেয়ার হয়ে আপনার সার্ভার পর্যন্ত যাবে। যার কারণে ক্লাউডফ্লেয়ার আপনার সার্ভারে ডিডস অ্যাটাক হলে সেটা নিজের উপরে নিয়ে নেবে এবং আপনার সার্ভারের ক্ষতি হবেনা। এছাড়াও অন্যান্য অনেক অ্যাটাক থেকে রক্ষা করে ক্লাউডফ্লেয়ার। আবার বিভিন্ন স্প্যাম বট থেকেও ওয়েবসাইটকে বাঁচিয়ে রাখে, এমনকি যেসব বট ইমেইল কালেক্ট করে সেগুলো থেকেও বাঁচায় ক্লাউডফ্লেয়ার।

ক্যাশিং সার্ভার

আপনার ওয়েবসাইটকে আরো দ্রুতগতির করে তুলতে পারে ক্লাউডফ্লেয়ার। কিছু স্ট্যাটিক ফাইল ক্লাউডফ্লেয়ার ক্যাশিং করে রাখবে, যার ফলে আপনার ওয়েবসাইট খুবই দ্রুত লোডিং হবে। দীর্ঘমেয়াদী ক্যাশিং করা থাকলে ওয়েবসাইটে ইউজার ভিজিট করলে খুবই দ্রুত ওয়েবসাইটের কন্টেন্ট সে দেখতে পারবে।

পেইজ রুলস

ক্লাউডফ্লেয়ার পেইজ রুলস ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট থেকে রিডাইরেকশন সেট করতে পারবেন, আইপি বা বিভিন্ন দেশ বা কান্ট্রি ব্লক করে রাখতে পারবেন; যাতে সেখান থেকে আপনার ওয়েবসাইট ভিজিট করা না যায়।

ইমেইল ফরওয়ার্ডিং

আপনার হোস্টিং সার্ভারে যদি ওয়েব মেইল সার্ভার না থাকে বা ব্যবহার করতে না চান বা যদি ওয়েব মেইল ব্যবহার না করে আপনার ডোমেইনের নামে ইমেইল তৈরি করে আপনার অন্য কোনো ইমেইল প্রোভাইডার যেমন: গুগল, ইয়াহু, হটমেইল, আউটলুক ইত্যাদিতে ফরওয়ার্ড করে দিতে চান তবে তা ক্লাউডফ্লেয়ারের মাধ্যমে করতে পারবেন।

স্ট্যাটিক সাইট হোস্ট

মজার ব্যাপার হলো, আপনার যদি কোনো হোস্টিং নাও থাকে তাহলে আপনি ক্লাউডফ্লেয়ার ফ্রী টিয়ারের মাধ্যমেই গিটহাব, গিটল্যাব থেকে কিংবা সরাসরি ফাইল আপ্লোডের মাধ্যমে স্ট্যাটিক সাইট জেনারেট বা তৈরি করতে পারবেন। যেটির সাথে আপনি আপনার কাস্টম ডোমেইনও কানেক্ট করতে পারবেন।

ক্লাউডফ্লেয়ারের বিভিন্ন কাজের ব্যাপারে বিস্তারিত লেখা দরকার বলে মনে হয়, তবে এই পোস্টে শুধুমাত্র ব্যাসিক ধারণা উল্লেখ করলাম। অন্য কোনো পোস্টে বিস্তারিত লিখব। সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.