How to decorate a business facebook page

বিজনেসের জন্য ফেসবুক পেজ সাজাতে করনীয় সমূহ

আমাদের মধ্যে শতকরা ৯৫ জনের বিজনেস সম্পুর্নরূপে ফেসবুক পেজ নির্ভর। এর মধ্যে অনেকেই আছেন যাদের তারা ফেসবুক পেজ সাজানো বলতে কি কি সাজানো বা সেটআপ করাতে বুঝায় তা বুঝে উঠতে পাচ্ছেন না। আমার অভিজ্ঞতা থেকে সেগুলো লিস্ট আকারে শেয়ার করলাম।

ফেসবুক পেজ সাজাতে অনেক কাজ করা লাগে। যেমনঃ

✅স্টেপঃ ১

১। পেজের জন্য লোগো,
২। পেজের কভার ব্যানার / ভিডিও
৩। সার্ভিস / শপ সেকশনে ইনফো দিতে হবে
৪। এ্যাবাউট পেজে কনটেন্ট/ইনফো দিতে হবে + কভার ফটো অ্যাড করতে হবে
৫। মেসেঞ্জার সেটআপ
৬। হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন
৭। অটো ম্যাসেজ রেস্পন্ডার সেটআপ করুণ
৮। পেজের সাথে সামজস্যা রেখে শুরুর দিকে প্রতিদিন ৩-৫টা করে পোস্ট দিতে হবে
৯। আপনার ফ্রেন্ডলিস্টের সবাইকে পেজে ইনভাইট করুণ
১০। পেজ থেকে ব্র্যান্ড নামে গ্রুপ তৈরি করে পেজের সবাইকে ইনভাইট করুণ এবং পোস্ট পেজের প্রোফাইল থেকে পোস্ট দিতে হবে।

✅স্টেপঃ ২

১। ফেসবুক পেজ বুস্ট করা লাগবে
২। প্রয়োজনে পোস্ট বুস্টিং
৩। ফেসবুকে লাইভে এসে কথা বলুন
৪। প্রোডাক্টের রিভিউ লিখুন
৫। অফার দিন + প্রোডাক্ট নিয়ে মতামত দেয়ানেয়া করুণ

✅স্টেপঃ ৩ঃ

১। ডোমেইন কিনুন
২। হোস্টিং কিনুন
৩। বাজেটে সমস্যা হলে বেসিক একটা সাইট ডেভেলপমেন্ট করে রাখুন, নয়তো প্রফেশনাল কাউকে দিয়ে ইকমার্স সাইট করে ফেলুন।
৪। পেজ থেকেই ওয়েবসাইট প্রমোট করুণ।

আশা করি আপনার বুঝতে সহজ হবে এবার।
~ ধন্যবাদ।

One thought on “বিজনেসের জন্য ফেসবুক পেজ সাজাতে করনীয় সমূহ

  1. Dear Sir, The steps you have shown here is really right on track. People used to avoid these and end up getting failed with their page traffic and rank. If someone follow this I think he/she will be able to create a great business page in facebook. I have written one article on facebook boost where I mentioned how a person can boost his page successfully.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.