ইকমার্স বিজনেসের জন্য ওয়েবসাইটঃ ওয়েবসাইট কি এবং কত ধরনের হয়?

Print Friendly, PDF & Email

ইকমার্স ব্যবসা করতে গেলে যে বিষয়গুলো জেনে কাজে নামতে হয় তার মধ্যে ডোমেইন, হোস্টিং-এর পরপরই ওয়েবসাইট সম্পর্কে জানা সবচেয়ে গুরুপ্তপূর্ন এবং বাধ্যতামূলক। কারণ, ৯০ শতাংশের বেশি
ইকমার্স ব্যবসায়ের ভিত্তিই হচ্ছে “ওয়েবসাইট”। আপনি হয়তো ইতোমধ্যেই ডোমেইন এবং হোস্টিং কিনে নিয়েছেন বা ভাবছেন কিনে ফেলবেন দ্রুতই। এখন ভাবছেন, এবার ওয়েবসাইট সম্পর্কে জানা যাক।

ডোমেইন দিয়ে আপনার উদ্যোগের নাম পরিচিত পায় এবং হোস্টিং রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি ওয়েবসাইট তৈরির ২য় ধাপ সম্পন্ন হয় এবং সেটার অনলাইনে একটা জায়গা তৈরি হয়, আর শেষেমেশ ওয়েবসাইট করার মাধ্যমে আপনার ব্যবসায়ের অনলাইন পরিচিতি, প্রচার ও প্রসার লাভ করে।

আপনি ইতোমধ্যেই আমার ডোমেইন হোস্টিং আর্টিকেলগুলোর মাধ্যমে ডোমেইন সম্পর্কে হোস্টিং নিয়ে জেনেছেন। এবার ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানা যাক।

জানার জন্য প্রস্তুত তো? আসুন আপনার প্রিয় উদ্যোগকে ইকমার্সে রূপান্তর করার স্বপ্নের তৃতীয় এবং চূড়ান্ত পদক্ষেপ “ওয়েবসাইট তৈরি” সম্পর্কে বিস্তারিত জানি।

চলুন শুধু করা যাক…

ওয়েবসাইট কি?

ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো একই জাতীয় তথ্য সমৃদ্ধ ওয়েব পেজ, যেখানে আমরা ইন্টারনেটে ব্যবহার করে ডোমেইন এবং হোস্টিং এর মাধ্যমে প্রবেশ করতে পারি। যেমনঃ wikipedia.com, amazon.com ইত্যাদি। ওয়েবসাইটের মাধ্যম ইন্টারনেটে আমরা বিভিন্ন রকম তথ্য খুঁজে পাই। আবার কখনও কেনাকাটা, ছবি দেখা, গান শুনা বা পছন্দের কোনও কিছু দেখতে ও করতে পারি।

তবে, শুধু ওয়েবসাইট তৈরি করে রাখলেই হবে না, সেটাকে সবার জন্য ইন্টারনেটে উন্মুক্ত করে দিতে হলে আপনাকে ডোমেইন এবং হোস্টিং এর সহায়তা নিতে হবে। সব ধরণের পাবলিক ওয়েবসাইট যা আমরা দেখতে পারি, সেগুলো World Wide Web (www) এর মাধ্যমে প্রকাশিত হয়। আর যেগুলো প্রাইভেট ওয়েবসাইট, সেগুলো নিজ নিজ নেটওয়ার্কের মধ্যেই দেখা যায় এবং সমাবদ্ধ থাকে। যেমনঃ কোন একটি কোম্পানির কর্মীদের তথ্য ভিত্তিক একটি ওয়েবসাইট, এটা সবসময় ঐ কোম্পানির নেটওয়ার্কের মধ্যেই দেখা যাবে, বাহিরে এটার কোন এ্যাকসেস থাকবে না।

ওয়েবসাইট কত ধরনের হয়?

যেকোনো ওয়েবসাইট একটি নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করেই ডেভেলপ করা হয়। নেটে খুঁজলে অনেক অরকম ওয়েবসাইটএর দেখা মিলবে। কিন্তু সেগুলো ভালমতো ক্লাসিফাই করলে আমরা ৫/৬ ধরণের ওয়েবসাইট দেখে থাকবো। যেমনঃ

  • নিউজ ওয়েবসাইট। যেমনঃ প্রথম আলো , কালেরকন্ঠ।
  • বিজনেস/ইকমার্স ওয়েবসাইট। যেমনঃ দারাজ, ইভ্যালি, রকমারি।
  • এডুকেশনাল ওয়েবসাইট। যেমনঃ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান বা অনলাইনে প্রশিক্ষন প্রদানকারী প্রতিষ্ঠান।
  • বিনোদনমূলক ওয়েবসাইট। যেমনঃ ইউটিউব।
  • সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। যেমনঃ ফেসবুক, টুইটার, লিঙ্কডিন।
  • এছাড়াও আরও অনেক ধরণের ওয়েবসাইট আছে। যেমনঃ স্ট্যাটিক ওয়েবসাইট, ডায়নামিক ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন। আরও বিস্তারিত জনাতে গুগল করুণ।

ওয়েবসাইট কেনও দরকার?

ওয়েবসাইট তৈরির কারণ বা প্রয়োজনীয়তা একেক জনের কাছে একেক রকম। যেমন, আপনি যদি –

ব্যবসায়ী হয়ে থাকেন, তবে অবশ্যই আপনার প্রোডাক্ট / সার্ভিসের ইনফর্মেশন আপনার ক্রেতার কাছে পৌছাতে চাইবেন সবরকম ভাবেই। তবে, বর্তমানে যেকোনো ধরণের ব্যবসায়ের জন্য ইকমার্স ওয়েবসাইট অনেক বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সেটা হতে পারে খাবারের ব্যবসায় বা জামা কাপড়ের, অথবা কোন কনসালটেন্সি ফার্মের। ব্যবসায় মানেই এখন ইকমার্সের সময়!

নিউজ এজেন্সি হয়ে থাকেন, আগেকার দিনে দেশ বিদেশের প্রতিদিনের আপডেট জানতে মানুষ পত্রিকা কিনে পড়তো। কিন্তু, এখন অনলাইন নিউজ সাইটের কারণে সেই খবরের কাগজের চাহিদা অনেক কমে গেছে। সবাই এখন ইন্টারনেট ইউজ করে। তাই নিউজ এজেন্সিগুলো প্রিন্টড পত্রিকার পাশাপাশি অনলাইনেও ই-পেপারে খবর প্রকাশ করে থাকে। এতে পাঠকও যখন ইচ্ছা, যেই দিনের ইচ্ছা নিউজ পড়তে পারে। অন্যদিকে এজেন্সিও নিউজ সাইটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে বাড়তি আয় করতে পারে।

শিক্ষা প্রতিষ্ঠান হয়ে থাকেন, বর্তমান সময়ে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া মুশকিল, যাদের ওয়েবসাইট নাই। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট শুধু তাদের ভর্তি কার্যক্রম, নোটিশ প্রকাশ, প্রতিষ্ঠানের অবকাঠামো প্রকাশ করা ছাড়াও অনলাইনে পরীক্ষা কার্যক্রম পরিচালনা, ফিস কালেকশন, এসএমএস নোটিফিকেশন, অনলাইন লাইব্রেরীসহ আরও অনেক কাজে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যবহার করা হচ্ছে।

এভাবে একেক ধরণের প্রতিষ্ঠানের জন্য একেক রকম ওয়েবসাইট প্রয়োজন। তাই, আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট করার আগে আপনার প্রোডাক্ট / সার্ভিসের ধরণের সাথে মিল রেখে তারপরই চূড়ান্ত পরিকল্পনা করবেন।

আশা করি ওয়েবসাইটের ব্যাপারে আপনাদের ধারণা এখন অনেকটাই পরিস্কার। কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.