বিশ্ব জুড়ে যখন ওয়ার্ডপ্রেসের জয়জয়কার, তখন ওয়ার্ডপ্রেসের জয়ের স্রোতকে ইস্তুমিত করতে হ্যাকাররা প্রতি মুহূর্তে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি ব্রেক করে চলছে, তাছাড়া, ওয়ার্ডপ্রেসের নিত্ত্যনতুন আপডেটের কারণেও অনেক সিকিউরিটি ইস্যু থেকে যায়। এতে করে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট করে পুংখানভাবে নিশ্চিন্তে থাকতে পারছেন না। কিন্তু, আপনি একজন সচেতন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হলে নিজে থেকে আপনার বা ক্লাইন্টের সাইটকে রাখতে পারেন সিকিউরিটিপূর্ণ ভাবে।
ভাবছেন কিভাবে?
তাহলে ডাউনলোড করে ফেলুন ফেসবুকে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড় এবং অ্যাক্টিভ কমিউনিটি গ্রুপ থেকে প্রকাশ করা বাংলা ভাষায় ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ইবুক।
বইটি কাদের জন্য?
আপনি যদি এই বইটি ডাউনলোড করে থাকেন তবে ধরে নিচ্ছি আপনি ওকজন ওয়েব ডেভেলপার এবং সাথে আপনার কিছু পিএইচপি প্রোগ্রামিং জ্ঞান আছে। কারণ, ওয়ার্ডপ্রেস ইঞ্জিন সম্পূর্ণভাবে পিএইচপি দিয়ে তৈরি।
সংক্ষিপ্ত সূচিপত্রঃ
- অধ্যায় একঃ ওয়ার্ডপ্রেস সিকিউরিটির প্রাথমিক ধারণা
- অধ্যায় দুইঃ ওয়ার্ডপ্রেস ইনষ্টলেশন সতর্কতা
- অধ্যায় তিনঃ ওয়ার্ডপ্রেস আপডেট সতর্কতা
- অধ্যায় চারঃ ওয়ার্ডপ্রেস ইউজার ম্যানেজমেন্ট
- অধ্যায় পাঁচঃ ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড সিকিউরিটি
- অধ্যায় ছয়ঃ wp-config সিকিউরিটি
- অধ্যায় সাতঃ wp-login সিকিউরিটি
- অধ্যায় আটঃ .htaccess সিকিউরিটি
- অধ্যায় নয়ঃ wp-admin সিকিউরিটি
- অধ্যায় দশঃ wp-content সিকিউরিটি
- অধ্যায় এগারোঃ থিম সিকিউরিটি
- অধ্যায় বারোঃ প্লাগিন সিকিউরিটি
- অধ্যায় তেরোঃ ওয়ার্ডপ্রেস ব্যাকআপ সচেতনতা
- অধ্যায় চোদ্দঃ SSH/Shell Access সিকিউরিটি
- অধ্যায় পনেরোঃ লিঙ্ক সিকিউরিটি
- অধ্যায় ষোলঃ robot.txt ম্যানেজমেন্ট
- অধ্যায় সতেরোঃ ওয়ার্ডপ্রেস সাইটের নিরাপত্তা চেকলিস্ট