প্রিয় রংপুরবাসী!
রংপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিন ব্যাপী প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন ওয়ার্কশপ। আপনাদের সবাইকে আমন্ত্রণ।
কাদের জন্য এই ওয়ার্কশপ?
নবীন এবং যারা ব্যসিক এইচটিএমএল, সিএসএস জানেন কিন্তু কিভাবে একটি স্ট্যান্ডার্ড ওয়েবসাইট লেআউট তৈরি এবং তা বিভিন্ন ডিভাইসের জন্য রেস্পন্সিভ ফিচারযুক্ত করতে হয়, জানেন না তাদের জন্য এই ওয়ার্কশপ। ওয়ার্কশপে এগুলো হাতে কলমে শেখানো হবে।
কেনও এই ওয়ার্কশপ?
ওয়েবসাইট ডিজাইন বর্তমান যুগের একটি ডিমান্ডফুল প্রফেশন। বর্তমানে, শুধুমাত্র ফ্রীলান্স মার্কেটপ্লেস সাইটগুলোর দিতে নজর দিলে দেখা যায় সেখানে হাজারো প্রোজেক্ট যা শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে পোস্ট হয়ে থাকে। আপনার যদি এক্সপার্ট এবং প্রোফেসনাল মানের কাজ জানা থাকে তাহলে আপনি সেই কাজগুলো বিড করে নিয়ে শুরু করতে পারবেন।
কিন্তু, রংপুরে বর্তমানে ওয়েব ডিজাইন শেখার জন্য ভালো মানের প্রতিষ্ঠান নাই। অন্য শহরে দেখা মিললেও তাদের কোর্স-ফি এবং নিজ শহর কিংবা নাগালের মধ্যে না থাকার কারণে আমরা সেই কাজগুলো শিখতে ইচ্ছা থাকলেও যেতে পারি না। এছাড়া, দীর্ঘ সময় ধরে শেখার মানুষিকটা থাকে না। তাই, মাত্র দু দিন মেয়াদের এই ওয়ার্কশপটি আপনার জন্যই!
দু-দিন ব্যাপী ওয়ার্কশপ-এর সূচীঃ
প্রথম দিনঃ
————-
১) পরিচিতি পর্ব,
২) ওয়েব ব্যসিকঃ
– কিভাবে কাজ করে,
– আইপি,
– ডোমেইন,
– হোস্টিং সার্ভার,
৩) HTML5, CSS3, JS বেসিক,
৪) জেএস এর লাইব্রেরি/ফ্রেমওয়ার্ক, লাইব্রেরী ব্যবহারের সুবিধা,
৫) এ্যাডভান্স HTML5, CSS3,
৬) প্রাক্টিক্যাল – পিএসডি টু ওয়েবসাইট ডিজাইন সেশন:
– সিএসএস রিসেট:
– Eric Meyer Reset,
– Normalize,
– বয়লার প্লেট,
– ফটোশপ এক্সটেনশন ফর ওয়েব ডিজাইনার,
– ইমেজ অপটিমাইজেশন,
– মেজারিং,
– Modernizr।
৭) প্রশ্ন-উত্তর পর্ব।
দ্বিতীয় দিনঃ
————–
১) আগের দিনের ক্লাসের রিভিউ,
২) ওয়েব এ্যাক্সিসিবিলিটি টেকনিক,
৩) রেস্পন্সিভ ডিজাইন ব্যসিকঃ
– কি, কেনও,
– টুলস,
– সিএসএস ফ্রেমওয়ার্ক,
– রেস্পন্সিভ সিএসএস ফ্রেমওয়ার্ক:
– বুটস্ট্রাপ,
– ফাউন্ডেশন।
– গ্রিড সিস্টেম,
– রেসপনসিভের মেজামেন্ট টেকনিক।
৪) প্রাক্টিক্যাল – রেস্পন্সিভ ওয়েবসাইট ডিজাইন সেশন:
– রেস্পন্সিভ স্টাইলসিট,
– রেস্পন্সিভ স্টাইলসিট এবং মেইন স্টাইলসিটের মধ্যে পার্থক্য ও সম্পর্ক,
– রেস্পন্সিভ কোড ফর ট্যাবলেট ডিভাইস,
– রেস্পন্সিভ কোড ফর ন্যারো স্ক্রিন মোবাইল,
– রেস্পন্সিভ কোড ফর ওয়াইড স্ক্রিন মোবাইল,
৫) প্রশ্ন-উত্তর পর্ব।