যেভাবে ওয়ার্ডপ্রেসের Can’t select database প্রবলেমের সমধান করবেন
সম্প্রতি ওএস রিইন্সটল করার কারণে নতুন করে সব অ্যাপ্লিকেশনগুলো সেটআপ এবং কনফিগ করতে হচ্ছে। বরাবরের মত সব অ্যাপ্লিকেশন ঠিকঠাক থাকলেও WAMP সার্ভার নিয়ে বিপাকে পড়েছিলাম ৩ দিন। কোনভাবেই সমাধান পাচ্ছিলাম না, গুগল করে, ইউটিউব দেখেও সল্যুশন পাইনি। সমস্যাটি হচ্ছে, Apache, PHP, MySQL সব সার্ভিসগুলো ঠিকঠাকভাবে রানিং থাকা সত্ত্বেও ওয়ার্ডপ্রেস ইন্সটল দিতে গেলেই এরর দিচ্ছে Can’t select […]