Terms & Conditions

Print Friendly, PDF & Email

প্রিয় ব্লগার, পাঠক, মন্তব্যকারি এবং শুভাকাঙ্ক্ষী! রংপুরসোর্স ব্লগে আপনাকে স্বাগতম!


১. রংপুরসোর্স ব্লগ, রংপুরসোর্স.কমের একটি টেকনোলজি ব্লগিং প্রোজেক্ট, যা সম্পূর্ণ নিজেদের মডেরেটর এবং অর্থায়নে শুরু থেকেই চলে আসছে। এবং বাংলা ভাষায় কনটেন্ট বাড়ানো এবং বাংলায় টেকনোলজিকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে।

২. রংপুরসোর্স ব্লগ কোন উন্মুক্ত ব্লগিং প্ল্যাটফর্ম নয়। তাই, এখানে যে কেউ তার লিখা সরাসরি প্রকাশের ক্ষমতা রাখে না। যেকোনো লিখা ব্লগের প্রথম পাতায় প্রকাশ হবার আগে রিভিউয়ের জন্য সাবমিট করতে হবে। আমাদের মডেরেশন প্যানেল আপনার লিখা রিভিউ করে প্রকাশ করার উপযুক্ত মনে করলেই সেই লিখা প্রকাশ হবে।

৩. পোস্ট অবশ্যই টেকনোলজি বিষয়ক হতে হবে। কোন কোন গোষ্ঠীকে লক্ষ করে লিখা আপনার কোন পোস্ট প্রকাশ করা হবে না। আপনার এমন ধরনের লিখা রিভিউয়ের সময়ই কোন রকম এক্সকিউজ ছাড়াই লিখা সহ আপনার ব্লগ আইডি ব্লগ থেকে মুছে ফেলা হবে।

৪. ব্লগে লিখা সাবমিট করার ক্ষেত্রে টেকনোলজি বিষয়ক, গঠনমূলক এবং অন্যের কাজে আসবে এমন পোস্ট লিখুন।

৫. কোন বিষয় নিয়ে রিভিউ লিখতে চাইলে সেটা যেন সাম্প্রতিক সময়ের সফটওয়্যার, গেমস, টেকি খবর বা গ্যাজেট নিয়ে লিখা হয় সেদিকে লক্ষ রাখতে হবে। পুরাতন কোন বিষয়ের রিভিউ ব্লগে প্রকাশ করা হবে না।

৬. অন্যের নিজ ব্লগে বা সংবাদ পত্রে প্রকাশিত লিখা আপনার নিজ নামে প্রকাশের চেষ্টা করবেন না। তবে, মূল লেখক নাম এবং লিখার রেফারেন্স লিঙ্ক দিয়ে আপনি নিজের নামে লিখার প্রকাশ করতে পারবেন।

৭. আপনি কারো লিখা নিজ নামে কপি-পেস্ট করলে সেটা খুঁজে বের করা সম্ভব না। তবে মূল লেখক যদি কখনও তার লিখার রেফারেন্স দিয়ে আমাদের নিকট অভিযোগ প্রদান করে তবে, উক্ত লিখা সহ ব্লগে আপনার সদস্যপদ সাসপেন্ড অথবা লিখা প্রকাশের ক্ষমতা হারাতে পারেন। কারণ, ব্লগ ও এর পরিবেশ সুশৃঙ্খলভাবে পরিচালনা করা এবং অন্যের লিখা কপি-পেস্ট বা প্লাগরিজম বন্ধের জন্য আমরা যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

৮. ইংরেজি পোস্ট বাংলায় অনুবাদ করে লিখতে পারবেন, এটা আমরা সবসময় এপ্রিসিয়েট করি। কারণ, বাংলা ভাষায় কনটেন্ট বাড়াতে ইংরেজির সহায়তা নেয়া অবশ্যই যুক্তিযুক্ত। তবে, প্রয়োজনীয় ক্ষেত্রে মূল লিখার লিঙ্ক বাংলা লিখার উপরে বা নিচে সংযুক্ত করতে পারেন।

৯. লিখার মধ্যে প্রয়োজনীয় ক্ষেত্রে ছবি এবং লিঙ্ক সংযুক্ত করুন। লিখার বিষয়বস্তুর সাথে মিল রেখে থাম্বনাইল যুক্ত করুন, এতে করে প্রথম পাতায় আপনার পোস্টের বাম পাশে থাম্বনাইলটি দেখে যাবে এবং আপনার লিখার স্ট্যান্ডার্ড প্রকাশ পাবে।

১০. লিখার মাঝে কোন ধরনের অ্যাফিলিয়েট লিঙ্ক যা অন্যদেরকে বিরক্তির মধ্যে ফেলবে সেগুলো সংযুক্ত করা থেকে বিরত থাকুন। শুধু মাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে আপনার নিজ ব্লগে এবং অন্য যেকোনো ব্লগের লিঙ্ক রেফারেন্স হিসেবে দিতে পারেন। বিজ্ঞাপনের উদ্দেশে সরাসরি কোন লিঙ্ক প্রকাশ করার চেষ্টা করলে সেই লিঙ্ক মুছে ফেলা হবে। তবে, ব্যাকলিঙ্ক পেতে আপনার ব্লগে প্রকাশিত লিখার লিঙ্ক প্রকাশ করতে পারেন এভাবে: “লিখাটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত”!

১১. ব্লগার, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ ~ একমাত্র রংপুরসোর্স কর্তৃপক্ষ ছাড়া ব্লগকে মধ্যস্থ বা রেফারেন্স হিসেবে নিয়ে কারণ সাথে অর্থনৈতিক সম্পর্কে জড়াবেন না। একমাত্র রংপুরসোর্স কর্তৃপক্ষের নিজেদের প্রোজেক্ট, প্রোডাক্ট বা সার্ভিস ছাড়া অন্য কারো সাথে অর্থনৈতিক সম্পর্কে জড়ালে তার দায়বদ্ধতা একান্তই আপনার নিজের!!

১২. রংপুরসোর্স.কম একটি টেকনোলজিক্যাল ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং রংপুরসোর্স ব্লগ, রংপুরসোর্স.কমের একটি টেকনোলজিক্যাল প্রোজেক্ট তাই এই ব্লগের মাধ্যমে রংপুরসোর্স.কমের বিভিন্ন টেকনোলজিক্যাল ব্যবসায়িক প্রোজেক্ট, প্রোডাক্ট, সার্ভিস প্রমোট করা হবে। কোন প্রোজেক্ট, প্রোডাক্ট এবং সার্ভিস হবে সম্পূর্ণ বিনামূল্যে, আবার কোনটা ৫০ থেকে ৮০ শতাংশ মূল্যে। আপনি চাইলে সেসব প্রোজেক্ট, প্রোডাক্ট এবং সার্ভিস ক্রয় ও রিভিউ করতে এবং মতামত জানাতে পারেন আপনার বিবেচনা দিয়ে।

১৩. রংপুরসোর্স ব্লগ শুধু মাত্র টেকনোলজিক্যাল লিখার প্রকাশে ব্লগারদের উৎসাহিত করে। কারণ, বাংলা ভাষায় টেকনোলজিকে সামনের দিকে এগিয়ে নেয়াই আমাদের একমাত্র লক্ষ।

১৪. ব্লগে প্রতিটি পোস্ট এবং পোস্টে মন্তব্যের দায়বদ্ধতা একান্তই ব্লগার এবং মন্তব্যকারি নিজের।

১৫. ব্লগের কাঠামো, সার্ভিস এবং টেকনোলজিক্যাল পরিবেশ-পরিস্থিতির উপর ভিত্তি করে রংপুরসোর্স.কম প্রয়োজনে যেকোনো সময় উপরোক্ত নীতিমালা গুলো পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন এবং বিয়োজন করার সর্বময় ক্ষমতা রাখে!

 

রংপুরসোর্স ব্লগে আপনার ব্লগিং যাত্রা শুভ হোক!

শুভেচ্ছান্তে, রংপুরসোর্স ব্লগ টিম।
একটি রংপুরসোর্স টেকনোলজিক্যাল ব্লগিং প্রোজেক্ট।