সার্চ ইন্জিন অপটিমাইজেশনে হাতে খড়ি- পর্ব – ১৩

Print Friendly, PDF & Email

এখন আমরা দেখাব Bing এ কিভাবে ওয়েবসাইটকে সাবমিট করাতে হয়। গুগলে ওয়েবসাইটকে সাবমিট করার সময় গুগল টিম যেমন ওয়েবসাইটকে ক্রল করতে আসে তেমনি Bing এ সাবমিট করার বেলায় Bing টিমও ওয়েবসাইটকে ক্রল করতে আসে। Bing এ ওয়েবসাইটকে সাবমিট করার জন্য প্রথমে   http://www.bing.com/toolbox/submit-site-url এই ঠিকানায় প্রবেশ করতে হবে। তবে এখানে লগ ইন করার আগে অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগিন করা থাকতে হবে। সেখানে গেলে নিচের মত একটি পেজ দেখতে পাবেন-

Bing submit

এখানে উপরের ফাকা জায়গাটিতে ওয়েবসাইটের লিঙ্ক টা বসাতে হবে। তার নিচের ফাকা জায়গাটিতে ক্যাপচাটি বসিয়ে সাবমিট এ ক্লিক করতে হবে। আপনার প্রক্রিয়া যদি সফল হয় দেন এরকম একটি পেজ চলে আসবে-

Bing 22222222222222

ব্যাস, আপনার ওয়েবসাইট Bing এ সাবমিট করা হয়ে গেছে। এখন Bing কর্তৃপক্ষ আপনার ওয়েবসাইটকে ভিজিট করবে এবং ক্রল করবে। আর আপনার ওয়েবসাইট সঠিকভাবে সাবমিট হয়েছে কিনা এটা বোঝার জন্য ২/১ দিন পরে বিং এ গিয়ে আপনার ওয়েবসাইটকে URL দিয়ে সার্চ দিবেন। তখন যদি আপনার ওয়েবসাইটকে Bing এ খুজে না পান তাহলে আরো দুই একদিন অপেক্ষা করুন। যদি এরপরেও খুজে না পান তখন আবার একইভাবে সাবমিট করুন। আশা করি প্রথমবারই হয়ে যাবে।

Bing Webmaster Tools:

এখন আপনার ওয়েবসাইটকে Bing webmaster Tools  এ সাবমিট করতে হবে। এর জন্য উপরের চিত্রে যেখানে লেখা আছে-  ‘Great! Sign me up’  এর উপর ক্লিক করুন। তখন মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। এরপর এমন একটি পেজ চলে আসবে-

Bing w tool 333333333333

উপরের ফাকা জায়গায় ওয়েবসাইটের URL টা দিতে হবে। আর তার নিচের ফাকা জায়গায় Site map টা জমা দিতে হবে। এরপর ADD এ ক্লিক করতে হবে। তারপর একটা পেজ চলে আসবে যেখানে সাইট ম্যাপের XML ফাইল চলে আসবে সেটি ডাউনলোড করে আপনার ওয়েবসাইটের HTML এর দুই head এর মাঝখানে বসিয়ে দিতে হবে। দেন বিং টিম যদি ওই কোডটি আপনার ওয়েবসাইটে খুজে পায় তাহলে সাইটম্যাপ জমা হয়ে যাবে এবং ড্যাশবোর্ড এর পেজ চলে আসবে। সেখানে ওয়েবসাইটের সাইটম্যাপ শো করবে। ড্যাশবোর্ড এর বাম পাশে নিচের লেখা গুলো দেখতে পাবেন-

Configure My Site

Reports & Data

Diagnostics & Tools

Security

Widgets

Messages

Webmaster API

Bing Places for Business

Bing Solutions

এই লেখাগুলোর প্রতিটিতে ক্লিক করে আপনার ওয়েবসাইটের অবস্থান সম্পর্কে  বিভিন্ন তথ্য জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.