ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালঃ সফটাক্লাউস দিয়ে ওয়ার্ডপ্রেস সেটআপ!

This entry is part 12 of 14 in the series ওয়ার্ডপ্রেস
Print Friendly, PDF & Email

ব্লগিং সিএমএস হিসেবে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা এখন তুঙ্গে সেটা বলার অনেক্ষা রাখে না। চাইলেই আপনিও এইচটিএমএল, সিএসএস শিখে নিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। তবে, ভাল করতে হলে আপনাকে অবশ্যই পিএইচপি এবং মাইএসকিউএল-ও জানতে হবে। এখন কথা হল, আপনি দুই ভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। ১. লোকাল কম্পিউটারে, মানে আপনার পিসিকেই ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করার মাধ্যমে, এবং ২. রিমোর্ট/ওয়েব সার্ভারে, মানে ইন্টার্নেট লাইনের এর ব্যবহার করে। রিমোর্ট সার্ভারে আবার দু’ভাবে সেটাআপ করতে পারবেন, ক) সরাসরি স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যালেন থেকে, খ) ম্যানুয়ালি ডাটাবেজ তৈরী করে।

গত পর্বে দেখিয়েছি কিভাবে লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়ে। আর তাই, ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক পর্বের আজকে আপনাদের দেখবো কিভাবে আপনি রিমোর্ট/ওয়েব সার্ভারে, মানে ইন্টারনেট লাইনের এর ব্যবহার করে সরাসরি স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যালেন থেকে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন…

১. আপনার হোস্টিং সি-প্যানেল এ ব্রাউজ করুন। আপনার সি-প্যানেল ঠিকানা হবে cpanel.yourdomain.com। yourdomain.com এর জায়গার আপনার ডোমেইন এর নাম লিখুন। আবার নিচের মতো পেজ আসবে(ফ্রী হোস্টিং হলে লগিন পেজের চেহার অন্যরকম হইতে পারে)। সেখানে আপনার ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন এ ক্লিক করুন।

সি-প্যানেল লগিং পেজ

২. এবার আপনি আপনার হোস্টিং এর কন্ট্রোল প্যানেলে প্রবেশ করেছেন। সেখানে থেকে মাউস নিচের দিকে স্ক্রল করে সফটওয়্যার এবং সার্ভিস(Software/Services) নামের সেকশন থেকে Softaculous এর লিঙ্কে ক্লিক করুন নিচের চিত্রের মতো…

Softaculous লিঙ্কে প্রবেশ

৩. উপরের Softaculous লিঙ্কে ক্লিক করলে আপনি নিচের মতো Softaculous এর ডিরেক্টরী পেজ পাবেন… এই ডিরেক্টরী থেকে আপনি সকল প্রকার পিএইচপি স্ক্রিপ্ট পাবেন ইন্সটল করবার জন্য। যেমনঃ ওয়ার্ডপ্রেস, জুমলা, পিএইচপিবিবি ইত্যাদি।

৪. ওয়ার্ডপ্রেস আইকনের উপরে মাউস হোভার করে Install বাটনে ক্লিক করুন। নিচের চিত্রের মতো করে…

ওয়ার্ডপ্রেসে আইকনে ক্লিক

৫. এবার ওয়ার্ডপ্রেস ইন্সটালেশন এর পাজ পাবেন সেখানে আপনাকে কিছু ইনফর্মেশন দিতে হবে। নিচের চিত্রের মতো…

ওয়ার্ডপ্রেস ইন্সটালেশন পেজ

Choose Protocol: এখানে আপনি যদি সিকিউর প্রটোকল কিনে থাকেন আপনার সাইটের জন্য তাহলে https:// অথবা

https://www আর যদি সাধারন প্রটোকল এর সাইট হয়ে থাকে তাহলে http:// অথবা http://www. ।

Choose Domain: এখানে থেকে আপনি আপনার ডোমেইন নির্বাচন করুন।

In Directory: আপনি যদি আপনার মূল ডোমেইন বাদে তবে মূল ডোমেইনের অন্যকোন ডিরেক্টোরীতে/ফোল্ডার এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে ইচ্ছুক হন তবে In Directory সেটি লিখে দিন।যেমন,আমি লিখেছিঃ test।এই অবস্থায় আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটল হয়া সাইটের ঠিকানা হবেঃ yourdomain.com/test ।

Database Name: এখানে আপনার ওয়ার্ডপ্রেসে জন্য কাঙ্ক্ষিত ডাটাবেসের নাম দিন। এই ডাটাবেসেই আপনার ইউজাররা রেজিস্ট্রেশন করলে তাদের তথ্য গিয়ে জমা হয়ে।

Table Prefix: এখানে কোন পরিবর্তনের প্রয়োজন নাই।

Site Name: এখানে আপনার সাইটের নাম দিন। যেমনঃ Blog.RangpurSource.Com (পরবর্তিতে পরিবর্তন করতে পাবেন)

Site Description: এখানে আপনার সাইটের বর্ননা দিন। যেমনঃ প্রযুক্তি এখন হাতের মুঠোয়…. (পরবর্তিতে পরিবর্তন করতে পাবেন)

Admin Username: আপনার ইচ্ছামত ইউজার নেম দিন। যেমনঃ admin

Admin Password: আপনার ইচ্ছামত পাসওয়ার্ড দিন। যেমনঃ 123456 (পরবর্তিতে পরিবর্তন করতে পাবেন)

Admin Email: আপনার ইচ্ছামত ইমেইল ঠিকানা দিন। তবে অবশ্যই ভ্যালিড হতে হবে। কারন পরবর্তিতে আপনি অনেক কিছু পরিবর্তণ করতে এই ইমেইল্টি প্রয়োজন হতে পারে। (পরবর্তিতে পরিবর্তন করতে পাবেন)

Language: English.

এবার Install বাটনে ক্লিক করুন।

৬. নিচের মতো ইন্সটালেশন প্রোগ্রেস পেজ দেখতে পারবেন…

ওয়ার্ডপ্রেস ইন্সটালেশন প্রোগ্রেস

৭. সব কিছু ঠিকঠাক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি নিচের মতো ওয়ার্ডপ্রেস সফল ইন্সটালেশন বার্তা পাবেন। সাথে আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটল হওয়া ডিরেক্টরী ঠিকানা এবং ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল ঠিকানা পাবেন নিচের মতো…

ওয়ার্ডপ্রেস ইন্সটালেশন প্রোগ্রেস সফল

৮. সাথে আপনি এডমিন ইমেইল হিসেবে যে ইমেইলটি ব্যবহার করেছেন সেখানে আপনার ওয়ার্ডপ্রেস ইউজার নাম, লগিন পাসওয়ার্ড,এডমিন প্যানেল ঠিকানা সহ একটি মেইল পাবেন নিচের মতো…

ওয়ার্ডপ্রেস ইউজার লগিন তথ্য ইমেইলে পাবেন

৯. এবার আপনার সাইটটির ইউআরএল ব্রাউজ করুন। নিচের ইমেজের মতো দেখতে পারবেন…

আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ডিফল্ট হোম পেজ

আজ এই পর্যন্ত!
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন! 🙂

Series Navigation<< ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালঃ লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস সেটআপ!ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালঃ ওয়ার্ডপ্রেসের ইতিহাস! >>

5 thoughts on “ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালঃ সফটাক্লাউস দিয়ে ওয়ার্ডপ্রেস সেটআপ!

  1. চমৎকার পোস্ট।
    আচ্ছা, পোস্ট ফুল উইডথ করে কীভাবে?
    মানে কোন পোস্টে কলাম থাকবে মাত্র একটা। যেমন আপনার ব্লগ-পোস্টে কলাম ২টা।
    জানালে উপকৃত হতাম। ধন্যবাদ :mrgreen:

  2. আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমার হোস্টিং এর কন্ট্রোল প্যানেলে এর সফটওয়্যার এবং সার্ভিস(Software/Services) নামের সেকশন এ Softaculous এর লিঙ্কে টি নাই। চিত্রটি দিতে পারলে ভাল হত। সফটওয়্যার এবং সার্ভিস এর pv site build ও Softaculous এ দুটি আইকন নাই বাট বাকি সবগুলো ঠিক আছে। এ দুটি আইকনের পরিবর্তে যা আছে তা হল optimize website ও Fantastico De Luxe । please help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.