পোস্ট টাইটেল দেখে কি অবাক হচ্ছেন? হলেই ভাল না হলে আরো ভাল! মুল আলোচনায় আসি! আমারা ওয়ার্ডপ্রেস(ফ্রী+সেলফ) ব্লগে সাধারনত কোন পোস্ট লিখে সাথে সাথেই পাবলিশ করে দেই। এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু কিছু সময় থাকে যখন আপনি অনেক ব্যস্ত খাকেন হয়তো তখন লিখার সময় পাবেন না বা এমন কিছু সময় আপনি হয়তো আপনার ব্লগ পোস্টির মাধ্যমে অন্যকে উইশ করতে চাইবেন। কিন্তু কিভাবে সেই সময়টিকে ধরবেন? আপনার যদি মনে না থাকে? চিন্তার কোন কারন নেই, আমি দেখাচ্ছি কিভাবে টাইম শিডিউল করে আপনার পছন্দের সময়মত পোষ্ট পাবলিশ করবেন…
১. আপনার কাঙ্খিত পোস্টি লিখুন। প্রয়োজনে ড্রাফট এ সেভ করে নিন। এবার পোস্ট টাইটেলের পাশের বাংলা সাইট হলে “প্রকাশ” ইংরেজী হলে “Publish” থেকে Publish on: এর বাংলা সাইট হলে “সম্পাদনা” ইংরেজী হলে “Edit” এ ক্লিক করুন।
২. তারপর আপনার প্রয়োজনমত তারিখ, সাল, সময় নির্বাচন করে দিয়ে বাংলা সাইট হলে “সঠিক” ইংরেজী হলে “Ok” এ ক্লিক করুন।
৩. এবার দেখুন আপনার দেয়ামত সময় প্রদশর্ন করছে।
৪. তারপর বাংলা সাইট হলে “সময়সূচী” ইংরেজী হলে “Times” এ ক্লিক করুন।
৫. এবার পোস্টি ড্রাফট অবস্থা থেকে আপনার দেয়া তারিখ ও সময়মত শিডিউলড মুড এ চলে যাবে এবং পোস্ট টাইটেলের উপরে নিচের মত বার্তা দেখাবে।
৬. এবার আপনার ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের পোস্ট এডিটর এ যান। দেখেন আপনার সদ্য করা সিডিউড পোস্টের বর্তমান স্টাটাস “শিডিউলকৃত”। 🙂
সবাই ভাল, থাকুন সুস্থ থাকুন।
khob valo 95% valo.
i thing it very good for new freelancer . very helpful. go fast,
repon
repon93@gmail.com