আমরা প্রতিনিয়তই নানান কাজে ইয়াহু ইমেইল ইউজ করি। অনেকের মেইল রিসিভ করি আবার অনেকেই মেইল পাঠাই। ধরুন, আপনি ৫০ জন ব্যক্তির সাথে প্রায়ই ইমেইল এ যোগাযোগ রাখেন কাজে অথবা ব্যক্তিগত প্রয়োজনে। প্রবলেম হল, এই ৫০ জনের মেইল আপনার জানা থাকতে হবে যখনি আপনি যে কাউকেই মেইল করেন না কেন! আচ্ছা মেনে নিলাম দেশের মধ্যে যে কাউকেই আপনি ফোন করে তার মেইল ঠিকানা জেনে নিতে পারবেন। কিন্তু সে যদি বিদেশে থাকে? অথবা সে আপনার বিদেশের ক্লাইন্ট হয়? ব্যাপারটি অনেক বিরক্তির বটে, তাই না?
কিন্তু ইয়াহু মেইলের ছোট একটি অপশন ব্যবহার করে আপনি এই কাজটিকে সহজেই করে ফেলতে পারবেন। শুধু প্রথমবার মেইল করার সময় আপনাকে মেইল অ্যাড্রেস চেয়ে নিতে হবে। এরপর প্রবলেম সল্ভড!
চলুন পদ্ধতিটি দেখিঃ
আপনার ইয়াহু ইমেইল আইডিতে লগইন করুন। লগইন হবার পর স্ক্রিনের উপরে থেকে Options > Mail Options এ ক্লিক করুন…
নিচের মত পেজ আসলে Options পেজের বাম দিকের জেনারেল সেটিংস সিলেক্ট থাকা অবস্থায় ডান পাশের নিচের দিকে থেকে Sending Messages অপশন থেকে Automatically Ad new recipients to contact অপশনে চেক মার্ক করুন। এবার পেজের উপরে থেকে Save করুন।
ব্যাস! আপনার কাজ শেষ! এরপর থেকে যতজন নতুন রিসিপিয়েন্টকেই মেইল করুন না কেন, তাদের অ্যাড্রেস অটো সেভ হবে আপনার মেইল কন্টাক্ট লিস্টে! 🙂
আশা করি যারা এই বিষয়টি জানেন না তাদের কাজে আসবে!
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। 🙂
ধন্যবাদ! শাওন ভাইয়া…আগে বিষয়টি জানা ছিল না, এখন জানলাম।
কাজের পোস্ট! 🙂
🙂
ধন্যবাদ! শাওন ভাইয়া…আগে বিষয়টি জানা ছিল না, এখন জানলাম।.
Reply