জিজ্ঞাসা?

Print Friendly, PDF & Email

প্রশিক্ষক ব্লগ জিজ্ঞাসা পাতায় সবাইকে স্বাগতম!

এই পেজে আপনি আপনার সকল জিজ্ঞাসা বা প্রশ্ন উপস্থাপন করতে পারেন। হতে পারে আমার থেকে আপনাদের যেকোন চাওয়া-পাওয়া, সহযোগীতা সেটা হতে পারে রংপুরসোর্স সম্পর্কে। হতে পারে কোন প্রযুক্তিগত জিজ্ঞাসা! এক কথায় এই পেজটি সবার জন্য উম্মুক্ত। একটি কথা: আপনাদের সব কথার জবার যে আমি জানি বা দিতে পারবো বা সাথে সাথে দিতে পারবো সেটা ধারনা করা ভুল হবে। তাৎক্ষণিক সমাধান না পারলেও হয়তো অনেকেই আপনার সমস্যা সমাধান দিতে আসবে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। তবে এখানে যে বিষয় গুলো আলোচনায় আনবেন না-

১. রাজনৈতিক কথা বার্তা।

২. ধর্মীঁয় উস্কনীমুলক কথাবার্তা।

৩. এক অন্যকে হয়রানী বা উস্কানীমূলক আলোচনা।

এছাড়াও আরো অনেক বিষয় যেগুলো প্রকাশ্যে অন্যের ক্ষতিসাধন কবরে। সেগুলো এখানে আলোচনায় না আনার জন্য বিশেষভাবে অনোরোধ জানানো যাচ্ছে। যারা এই কথাগুলো অমান্য করে উগ্র আচারণ করবেন, তাদের কথাগুলো সাথে সাথে মুছে ফেলা হবে।

ধন্যযোগ!

আপনার জিজ্ঞাসাগুলো নিচের মন্তব্য আকারে প্রকাশ করুন।

106 thoughts on “জিজ্ঞাসা?

  1. assalamu alaikum, vai webdesign a Dreamweaver software দিয়া কাজ করলে হবে নাকি? নাকি client অন্য ভাবে (ফ্রেলান্চিং/অদেস্ক) without using software condition দিতে পারে?

    1. আপনি কাজ শিখেছেন কি দিয়ে? ড্রিমওয়েভার নাকি নোটপ্যাড++ দিয়ে? যেটা দিয়েই শিখেন না কেন, বায়ার যেভাবে চাইবেন সেভাবেই করতে হবে। 🙂

  2. প্রিয় শাওন দা আমি শুধু মাত্র CSS এবং HTML দিয়ে থিম তৈরি করতে পারি । এই স্কিল দিয়ে কি ওডেসক এ কাজ করা সম্ভব ? তবে আমি এখন পিএইচপি শেখা শুরু করে দিয়েছি ।আর কী কী শিখলে ওয়েব ডিজাইন এ সুবিধা হবে ।আমাদের পশ্চিমবঙ্গে সেই রকম কোনও সুবিধা নাই যে যেখানে ওয়েব ডিজাইন ও SEO শেখানো হয় ।তবে আমি যতো টুকু শিখেছি আপনাদের বিভিন্ন বাংলা ব্লগ থেকে ।
    freelancer .com এর সোশ্যাল নেট ওয়রকিং জব গুলি সহজ লাগে কিন্তু বুঝতে পারিনা কি করে পারটিকুলার কোনও দেশের লাইক বা ফলও জোগাড় করব কি ভাবে- “only 1000 US OR UK facebook like need for my fanpage” ।
    অনেক বেশি লিখে ফেললাম ।আমার প্রশ্নের কোনও শেষ নেই তাই আর বেশি লিখলাম না ।
    সর্বোপরি আপনি কেমন আছেন তা জানাবেন ।

    1. শুধু এইচটিএমএল এবং সিএসএস দিয়ে শুবিধে করতে পারবেন না। বেটার, হয় পিএইচপি এর কিছু জ্ঞান নিয়ে ওয়ার্ডপ্রেস থীম ডিজাইন শিখতে পারলে কাজের জুড়ি মিলবেন। 🙂

      আসলে কোথাও ভাল মতন শিখার কোন প্রতিষ্ঠান নেই। আমি রংপুরে থাকি। এই শহরের অবস্থাও একই রকম। তাই নিজ উদ্যোগে প্রতিষ্ঠান(https://www.facebook.com/RangpurSource) ওপেন করেন ফেললাম। যাতে বর্তমান যুগের সাথে আসতে আসতে তাল মিলাতে পারি।

      যেকোনো ফ্রীলান্সিং সাইটেই সোস্যাল নেটোয়ার্কের কাজগুলো সহজ মনে হলেও সহজ নয়। কারণ কারণ এসব লাইক এর কাজ জারা করায় তাদের মোটামুটি একটা টীম থাকতে হয়। তা না হলে এই কাজগুলো আকচুয়াল টাইমের মধ্যে ডেলিভার কথা পসিবল হবে না। আমি নিজেও একসময় এই কাজ করতাম(২ বছর আগে)। বায়ার ওয়ার্ল্ড ওয়াইড ফ্যানও চাইতে পারে আমার পারটিকুলার কোনও দেশের লাইকও চাইতে পারে।

      আমি ভাল আছি দাদা আপনাদের দোয়ায়। আর হ্যাঁ, যত খুশি প্রশ্ন করতে পারেন। সময় পেলেই উত্তর দিবো! 🙂

  3. assalamualaikum, vai amar question silo 1 pc dia akadik frelancer.com or odesk.com er account use korle kon problem hobe naki? jemon microworkers a ek pc dia akadik account use korle account banned koira dai, airokom frelanching or odesk a kon law ase naki?

  4. How i add my portfolio in my freelancer account? pls advise me where i teach skilfully on on-line income. I also have experience in photo shop, illustrator, coral draw softwear. I want to be a web designer. pls help me how i develop.

    1. এই http://www.blog.rangpursource.com/article-id/384 পোস্টটি পড়ুন, এখানে একটি পিডিএফ বুক আছে, সেখানে সব কিছু ডিটেইল আলোচনা করা হয়েছে। ওয়েব ডিজাইন শিখতে চাইলে আমার সাথে ০১৯২১৪১৮৫১৮ এ যোগাযোগ করতে পারেন অফিসিয়ালী। বিস্তারিত পাবেন এইখানেঃ https://www.facebook.com/rangpursourceএবং https://www.facebook.com/groups/rangpursource/members/ এইখানে।

  5. Assalamualycum. I read your freelancer tutorial guide deeply. I joined in freelancer three month ago. my profile is 45% complete. but problem, how i add my portfolio.I have experience in graphic design that means- photoshop, illustrator. I also joined a private company three years ago in the designation of designer & running here. I develop my future position in freelancer. I also stay in dhaka in saver at now & my home district in dinajpur. I want to teach in online income properly. Pls advise me & help me how I develop………..

  6. bhi আমি ডাটা এন্ট্রি work chi আমাকে কি হেল্প করতে পারেন . তবে আমি নতুন তো ti ইনভেস্ট /রেজি করতে পারবনা .

  7. ১* ওয়েব ডেভলেতমেন্ট শিখতে হলে আমার প্রথম থেকে কি শিখতে হবে ? তারপরে কি শিখব ? এবং তারপর কি ? কমপ্লিট শিখতে কতদিন সময় লাগবে ?
    ২* লেখাপড়া কতটুক প্রয়োজন ?
    ৩* যদি কোন প্রতিষ্টানে হাতে কলমে শিখতে চাই তাহলে কোথায় যেতে হবে ? কত টাকা লাগবে ? আমি গাজীপুর চৌরাস্তায় থাকি ।
    ৪* আপনি কি ব্যক্তিগত ভাবে আমাকে কোন সাহায্য করতে পারবেন ?
    *৫* অনেকগুলি প্রশ্ন করে ফেললাম । আপনার মূল্যবান সময় থেকে আমাকে একটু সময় দিবেন প্লীজ ভাইয়া ।

    1. ধন্যযোগ জিজ্ঞাসা করার জন্যঃ

      ১। ওয়েব ডেভেলপমেন্ট সিখতে হবে আপনাকে প্রথমেই এইচটিএমএল এবং সিএসএস সিখতে হবে। এবং এ দুটি দিয়ে ওয়েব সাইট এর লেআউট তৈরি করা জানতে হবে।
      ২। আপনার একাডেমিক পড়াশুনা নাকি টেকনোলজিকাল পড়াশুনা?
      ৩। নিজে শিখা ভাল, তবে সেটা সময় সাপেক্ষ এবং অনেক ধৈযের ব্যাপার। কোন প্রতিস্থান থেকে সিখতে চাইলে আর আপনি যেহেতু ধাকায় থাকেন তাহলে ডেভসটিমের সাথে কন্টাক্ট করে পারেন এই নাম্বারে ০১৯১২ ১৮৯ ২২৭ (আল-আমিন করিব)। আমার নাম বলিয়েন তাহলে ভাল হবে। 🙂
      ৩। আপনি রংপুরে থাকলে সহায়তা করতে পারতাম। আর আমার থেকে সহায়তা পেতে এই ব্লগে বিভিন্ন লিখা প্রকাশ করি সেগুল ফলো করলেই হবে। সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
      ৪। অনেক প্রশ্ন করবেন, তাতে আপনার ছলে আমারো অনেক কিছু জানা হলেও হয়ে যেতে পারে। তাহলে আমার উত্তর দিতে প্রব্লেম থাকতে পাড়ে কী??? 😀 😛

      ভাল থাকবেন!!!

  8. ভাই আমার স্বপ্ন হলো একজন দক্ষ ফ্রীলান্সার হওয়া বাট এর জন্য আমি ভালো কোনো সাপোর্ট সাপোর্ট পাছি না ………….
    যে সকল প্রতিষ্ঠান কোর্স করায় তাদের ফী খুব বেশি যা আমার পক্ষে দেয়া সম্ভব না ……….তাই আমি একা একা শিকতে চাই …….
    আমার প্রশ্ন একা একা শেকার জন্য কোন কোন কৌশল ফলো করতে হবে ????
    আমি SEO , ওয়েব রিসার্চ ,ওয়েব ডেভেলপিং এর প্রতি আগ্রহী এন্ড ……………
    আমার microworker এ জব করার এক্সপেরিয়েন্স আছে ………….
    odesk এ জব জব করার খুব ইচ্ছে বাট ……………………..দিল্লি বহূ দূর ???????????????

    ভাই এমতাবস্থায় আমাকে যদি কেউ সুন্দর ভাবে দিকনির্দেসনা দিতেন !!!!!!!!!!!!!!!!!

    1. কয়েক দিক নিয়ে চিন্তা না করে যেকোনো একদিক নিয়ে কাজ শিখুন। দক্ষতা ছাড়া ফ্রীলান্সিং অসম্ভব! বর্তমান এবং ভবিষ্যতেও ট্রেন্ড আছে এমন কাজ যেমনঃ ওয়েব, গ্রাফিক্স, প্রোগ্রামিং, এসব শিখুন। আমরা রংপুরসোর্স থেকে কিছু প্রোফেসনাল কোর্স অফার করছি, http://www.blog.rangpursource.com/trainings লিঙ্কে দেখুন।

  9. ভাই আমার স্বপ্ন হলো একজন দক্ষ ফ্রীলান্সার হওয়া বাট এর জন্য আমি ভালো কোনো সাপোর্ট সাপোর্ট পাছি না………….
    যে সকল প্রতিষ্ঠান কোর্স করায় তাদের ফী খুব বেশি যা আমার পক্ষে দেয়া সম্ভব না……….তাই আমি একা একা শিকতে চাই…….
    আমার প্রশ্ন একা একা শেকার জন্য কোন কোন কৌশল ফলো করতে হবে?
    আমি SEO , ওয়েব রিসার্চ ,ওয়েব ডেভেলপিং এর প্রতি আগ্রহী এন্ড……………
    আমার microworker এ জব করার এক্সপেরিয়েন্স আছে………….
    odesk এ জব জব করার খুব ইচ্ছে বাট……………………..দিল্লি বহূ দূর?

    ভাই এমতাবস্থায় আমাকে যদি কেউ সুন্দর ভাবে দিকনির্দেসনা দিতেন!

  10. bhai webdesinging ar bibinno kaj korar jonno ki balo configaration ar computer proyojon.amar computer ar procesor celaron(r)3.20 GIGAHARZZ.ram 2GB
    ai confugaration a ki hova
    please ans me

  11. Vai ami apnader C# programming er video tutorial niye kichu programming shikhechi but ami ei tutorialti amar jonno fullfill korchi na. Vai amake form page print korar jonno kichu code pls reply te diben. Vai ami rangpur er CO bazar elakay thaki. Tai amra jehetu aki elakar tai apnar kache ei bapare sahajjo asha kori. ar ami C# er advanced programming apnar samnei shikhte chai not internet samna-samni tai amake er jonno ki korte hobe pls bolben.
    Ar he apni valo thakben

  12. vaiya,
    web design’er jonno ki ki dvd&book songroho korle, kajer jonno sohayok hobe…
    lekhoker name, paptisthan r mullo ta janile dile valo hobe…
    allah apanke valo rakhun,ai kamona kori…

    1. নেটে সার্চ দেন অনেক বই পাবেন। পার্সোনালি আমি কাউকেই রিকমেন্ড করতে পারলাম না বলে দুঃখিত। তবে আমাদের ভিডিও টিউটোরিয়াল কালেক্ট করে দেখতে পারেন। আপনি একদম নতুন হলে, ব্যাসিক ওয়েবসাইট ডিজাইনটা অনেক শিখতে পারবেন।

      ডিভিডি লিঙ্কঃ http://www.blog.rangpursource.com/article-id/2688 নতুন আরও ভিডিও টিউটোরিয়াল আসছে! 🙂

      সাথে থাকুন! 🙂

  13. ভাই আমার স্বপ্ন হলো একজন দক্ষ ফ্রীলান্সার হওয়া বাট এর জন্য আমি ভালো কোনো সাপোর্ট সাপোর্ট পাছি না………….
    যে সকল প্রতিষ্ঠান কোর্স করায় তাদের ফী খুব বেশি যা আমার পক্ষে দেয়া সম্ভব না……….তাই আমি একা একা শিকতে চাই…….
    আমার প্রশ্ন একা একা শেকার জন্য কোন কোন কৌশল ফলো করতে হবে?
    আমি SEO , ওয়েব রিসার্চ ,ওয়েব ডেভেলপিং এর প্রতি আগ্রহী এন্ড……………
    আমার microworker এ জব করার এক্সপেরিয়েন্স আছে………….
    odesk এ জব জব করার খুব ইচ্ছে বাট……………………..দিল্লি বহূ দূর?

    ভাই এমতাবস্থায় আমাকে যদি কেউ সুন্দর ভাবে দিকনির্দেসনা দিতেন!

  14. আমি কি আপনার সাথে কথা বলতে পারি? কারণ আমি আপনার ভিডিও টি উটোরিয়ালগুলো সিডি আকাশে কিনতে চাই আমার ই-মেইল -smhelal08@gmail.com আপনার মতামত আমাকে ই-মেইল করুন

  15. ভাই ডায়নামিক ওয়েব ডিজাইন টিউতোরিয়াল কি বাজারে পাওয়া যায় আথবা আপনারা কি বানাবেন?প্লিজ একটু শেয়ার করবেন।

    1. ডাইন্যামিক ওয়েব ডেভেলপমেন্টের জন্য বাজারে ভালো মানের টিউটরিয়ালের অভাব আছে। তবে, একেবারেই খারাপ টাও নয়, খুব বেশি একটা জানি না আমি কোথায় ওর কাদের তৈরি সেগুলো তাই শেয়ার করতে পারলাম না।

      আর হ্যাঁ, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা ডাইন্যামিক ওয়েব ডেভেলপমেন্টের উপর ভিডিও টিউটোরিয়াল রেকর্ডিং শুরু করবো! খুব শীঘ্রই পাবেন আশা করছি।

      ভালো থাকুন! 🙂

  16. আরিফ ভাই বিটিএলসি এর নেট নিয়ে কিছু কথা বলার ছিল আপনার ফেসবুক আইডী লিংক কি দেয়া যাবে?

  17. ভাইয়া, আপনার লেখা ফিল্যান্সার এর টিউটেরিয়াল গাইড এর মতো ওডেক্স এর কোন বই আছে কি থাকলে একটু কালেক্

  18. সরি এতো লেটে আন্স দেয়ার জন্য! আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারেঃ ০১৯২১৪১৮৫১৮!

  19. Dear Shaon vai,ami janina valo kono protisthan a web design kotota hat a kolom a shikhay.Ami apner DVD tutorial gulo r apner rercommend kora resource practice korsi,apni sobkisu anek easy r practically dakhiyesen tai bujhte kono problem nai.kintu apnar akta comment a apni bolesen nije shikha anek time er baper,ami din rat practice korsi apni tutorial gulo te jamon ta bolesen.Amar proshno holo protisthan a na gea avabe professional skill arjon korte ki ki kora lagbe?Amader Satkhira te webdesign shikar kono protisthan nai.

    1. থাঙ্কস জয় ভাইয়া! 🙂

      আসলে কোন প্রতিষ্ঠান হাতে কলমে শেখায় আমি জানি না। যতটুকু বুঝি তারা শুধু সারফেসটা হাতে কলমে শেখায়! বাকীগুলো টাচ দিয়ে যায়।

      নিজের শিখে এক্সপার্ট হলে হলে কত সময় লাগবে তা বলা মুশকিল, খুব ভালো হতো যদি আপনি আপনার কোন কাজের স্যাম্পল আমাকে দেখাতেন। কারণ, আপনার কাজ দেখা ছাড়া মুল্যায়ন করা সম্ভব না।

      নিজে প্রোফেসনাল স্কিল গড়তে চাইলে নিচের স্টেপগুলো ফলো করুণঃ

      ১) ব্যাসিক এইচটিএমএল সিএসএস কোডিং,
      ২) লেআউট ডিজাইন ( ফ্লুইড, ফিক্সড, ফ্লেক্সিবল ),
      ৩) পিএসডি টু এইচটিএমএল,
      ৪) রেস্পন্সিভ ডিজাইন,
      ৫) কমপক্ষে একটি সিএসএস ফ্রেমওয়ার্ক, যেমনঃ বুটস্ট্রাপ অথবা ফাউন্ডেশন।
      ৬) ফন্ট-ওসাম।

      এরপর ওয়ার্ডপ্রেস বা অন্য যেকোনো সিএমএস, পিএইচপি, মাইএসকিউএল, জেএস ইত্যাদি শেখেন। 🙂

      আপনাদের সাতক্ষীরায় আমার যাবার ইচ্ছা অনেক দিনের। আমার বন্ধু ওখানে জব করে। চলে আসবো সুন। দেখা হতে পারে। 🙂

      আমাকে এফবি-তে অ্যাড করে রাখতে পারেন, তাহলে আপডেট পাবেনঃ https://www.facebook.com/shaon89

      ভালো থাকুন।

      ধন্যযোগ আপনার মন্তব্যের জন্য! 🙂

  20. ভাইয়া,আমি তাহলে স্টেপ ১) ব্যাসিক এইচটিএমএল সিএসএস কোডিং, শেষ করে আপনাকে কাজ দেখাব

      1. Vaiya,ami apnake amar first kaj ta dakhabo.so send korbo kivabe janaben.ami apnar tutorial dvd hat a paoar aj 2 week holo, er age kisui jantam na. Anek utsaho nea koresi ei koydin a ja practice korte peresi ta dea,sudhu apni dekhben sei anonde.

  21. আমি সানোয়ার, notepad++ এ যখন HTML কোডিং করছি তখন এর ফলাফল browser এ show করছে কিন্তু CSS এর ফলাফল show করছে না। ভাই দয়া করে একটা সমাধান দিন।

  22. Thanks vaiya,ami apnar protita step sundor vabe follow korsi .apnar bola next step holo layout design,kintu apner dvd te next psd to html tutorial ase.tai layout design er upor kisu advice deben please.

  23. আমি rongpursource.com এর psd 2 html course এর ভিডিও tutorial গুলো ইন্টারনেট থেকে নামিয়ে শিখা শুরু করেছি। কিন্তু psd file না থাকায় একটু সমস্যা হচ্ছে। আপনি course এর psd file টির লিঙ্ক দিয়ে একটু সাহায্য করুন। ধন্যবাদ

    1. যেকোনো পিএসডি নেট থেকে ডাউনলোড করে কাজ করুন। আমাদের দেখানো পিএসডি টু এইচটিএমএল টিউটোরিয়াল গুলো শুদু ফলোআপ করুন! তাহলেইতো হয়।

  24. প্রিয় শাওন ভাইয়া,ডিফল্ট কোনো html পেইজ/ফাইল কে index.html নাম এ কেন save করতে হয়?

    1. কারণ, index.html টি ডোমেইন ব্রাউজ করার সময় প্রথম পেজ হিসেবে লোড হয়। যদি কোন ওয়েবসাইটে index.html অথবা index নামের কোন ফাইল না থাকলে তবে ঐ ওয়েবসাইটের সম্পূর্ণ ডাইরেক্টরিটি পাবলিকলি দেখা যাবে। আরও বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুনঃ http://webdesign.about.com/od/beginningtutorials/f/index_html.htm

  25. Dear Shawn vai, Ame onek try koresi, freelance kaj korer jonno any tast Graphics design , Data Entry, Marketing but actually I dont know how to do this I also tried different pages of free lacing but no result can u please help me about this I can do a freelace and work.please vaiektu help koren , I already send a request to ur FB , my fb name: Engr Abdulla AL Kafi

  26. Hello ,
    Vai, Ami halka wordpress jani abong theme devolope jani. Akon ami google adsense account a income korty chai.
    Kintu kono visitor pai na Daily 3-4ta matro. 7mas holayo 1.16usd balance matro ki korlay ami googel adsense thaky
    earn korty parbo. Amar sit name http://www.healthtipsforeall.com
    ami from Thakurgaon
    plese help
    reg
    Birendranath.

  27. Hi bro! Kemon achen? Apnar PSD to HTML convert tutorial dekhe ekta template banalam http://www.sazzadportfolio.tk ,kintu amar overlaping korano niea ektu somossa hocche. Kindly amar demo site ta visit korle dekhte paben ki korun obosta 🙁 . iphone image ta ke positioning,padding diea konovabei right side a CUP image er niche nite parchi na. ami image ti navigation div er pore place korechi. Er ki kono somadhan ache? kindly janaben. Thank you

  28. Vai amar bari rongpur,thaki Dhakay,vai ami fiverr a notun kaj suru korsi tai apnar kase poramarso chassi jodi diten khub valo lagbe vai fiverre besi besi order kivabe pawa jay…..jodi kono triks thake plzzzz.

  29. vai apnar advance web design ar tutorial er ki khobor. kobe pabo ata. plez……..plez……. aktu janan. ar ha jodi akhono compleate na hoy please aktu taratari compleate korben asa korci.apnar moto valo tutorial ar keu banate pare nai. Thanks

  30. shaon vai, I’m learning web design , in urwebsite design tutorial CD ।My question is to be a web prophesanal designera HTML / CSS without the need is there any training? Oh brother,I’m a beginning-level graphics desiner.I do not have to run in the order of HTML coding in google-crom

  31. আসসালামু আলাইকুম,শাওন ভাই আমি আপনার ওয়েব ডিজাইন টিউটোরিয়াল দেখে ওয়েব ডিজাইন শিখছি।আমার প্রশ্ন একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হওয়ার জন্য এইচটিএমএল/সিএসএস ছাড়া আর কোন ত্রেইনিং এর দরকার আছে কি ?আমার পিসি তে এইচটিএমএল এর কোডিং কে ক্রম দিয়ে রান করাতে পারছিনা কেন ?

  32. freelancer ar amar ekta account asa ja 54% complite koraselan feb/2015 ta. 30 din por notun kora upgrade korta bolsa. amike freeta upgrade korta parbo. jodi opai thaka plz email korban. kritogo thakbo. ami sobsomoy boli apnar freelancer pdf guid porai sai 3 years aga decession nese ja freelancer hobo.

  33. আমি ,ফেসবুক দিয়ে ঢুকেফিরিলেনসার০কম -e একাউনট করি ।আমার পাসওরডে @ থাকায় ফিরিলেনসার০কম এটা একসেপট করে না ।পাসওরড এখন বদলানো যাচছে না ।ইমেল ভেরিফিকেশন চাইলে তো বিপদ !আমি চাই একটা সঠিক একাউনট ।এ ছাড়া বিড করতে সাহস পাচছি না ।কোন সমাধান কি আছে ?দয়াকরে জানাবেন?

  34. Microworkers.com-এ yahoo answer -এর
    কাজ করতে গেলে যে লিংকটি
    দেয়া হয় key phrase খোজার জন্য
    সেই লিংগুলিতে গেলে কাজ
    করেনা। যেমন- http://209.236.68.39/
    click/wrL1sHA4kofbe0e8abWmF0LZo…..malformed URL likha ase..plz Janaben Kivabe link ta search dibo…apnar Yahoo answer job pore kaj korte agroho asce,level 2 o korci..

  35. via ami Ekjon Web devoloper hote chai …ami HTML,CSS sikhci,,ama ke r ki ki sikhte hobe???????? pls ans me via….

  36. ভাই আমি html,css, এবং bootstrap ব্যাবহার করে psd থেকে একটি পেইজ তৈরী করেছি। পেইজটা মোবাইল ডিভাইস এ রেস্পন্সিব ঠীক আছে কিন্তু ল্যাপটপ ও ডেস্কটপ এ সমস্যা হচ্ছে। অর্থাত bootstrap এর 1170px ছাড়াও ডান দিকে অনেকখানি ফাকা যায়গা থেকে যাচ্ছে কিন্তু কেন থাকছে তা বুঝতে পারছি না।

    আপনাকে অনেক ধন্যবাদ। এমন একটি প্লাটফর্ম গঠন করার জন্য। আশা করি উক্ত সমস্যা সমাধানে আপনার সহায়তা পাবো।

      1. ভাই ওডেস্ক থেকে কী DBBL এর মোবাইল ব্যাংকিং য়ের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়। যদি যায় তাহলে কিভাবে।

    1. না কোন সমস্যা হবেনা। আপনি চাইলে আমাদের এই কোর্সে – http://premium.rangpursource.com/course/advance-web-design-with-html5-css3-bootstrap-and-ui-kit/ থেকে শিখে নিতে পারেন কিভাবে বুটস্ট্রাপ দিয়ে পিএসডি টু এইচটিএমএল করা যায়। 🙂

  37. Bhai, “বাংলাদেশ থেকে একটি পেপাল Account তৈরী, Verify করার নিয়ম এবং পেপাল এর ডলার মাস্টার কার্ড এর মাধ্যমে উত্তোলন করার সর্বউত্তম উপায়” er latest link kindly janaben? Thanks

  38. ভাই google plus এর badge কিভাবে আম্র html template এ যুক্ত করার বিষয়ে কোন দিক নির্দেশনা দিলে খুবই উপকৃত হতাম।
    আমি এই লিঙ্ক https://developers.google.com/+/web/badge/ থেকে চেষ্টা করেছি কিন্তু ব্রাউজার এ কিছি show করে না। কিন্তু inspect করলে দেখায় যে কাজ হচ্ছে (div,iframe,class, id ইত্যাদি page refresh করলে যুক্ত হচ্ছে) এর কারন?

  39. ভাই google plus এর badge কিভাবে আম্র html template এ যুক্ত করার বিষয়ে কোন দিক নির্দেশনা দিলে খুবই উপকৃত হতাম।
    আমি এই লিঙ্ক https://developers.google.com/+/web/badge/ থেকে চেষ্টা করেছি কিন্তু ব্রাউজার এ কিছি show করে না। কিন্তু inspect করলে দেখায় যে কাজ হচ্ছে (div,iframe,class, id ইত্যাদি page refresh করলে যুক্ত হচ্ছে) এর কারন কি ?

  40. আপনাদের কি গ্রাফিক্স ডিজাইন এর উপর কোন টিউটেরিয়াল প্যাকেজ আছে?

  41. ভাই আমি কোনভাবে html এর মধ্যে css এর কাজ করতে পারছিনা কি করব?

  42. সি # এর টোটাল ভিডিও টিউটোরিয়াল টি কিভাবে পেতে পারি। অনলাইনে ক্রয় করার লিংকটি পেলে আমি সংগ্রহ করতে পারতাম।

     

  43. Dear Shaown Bhai,

    Hope you are doing great! Let me thank you for your wonderful initiatives and practical tutorials. Let me come to the point, I have been working in development sector for more than 4 years. I have a quite good communication skill in both Bengali and English. I am really interested to establish myself as a freelancer, preferably in the writing/blogging. But, I have no clear direction to become a successful writer/blogger/marketer. Do you have any specific tutorial or guidelines for the wannabe bloggers? Please help me out…I really want to establish myself as a professional writer/blogger.

    Thank, pablo amos.

  44. .com domain register korte chai..price koto & payment method ki??

    lower budget er moddhe ekta hosting kinte chai..price??

    & next a problem ba help er proyojon hole ki help paoya jabe??

    plz janaben

    1. আপনি যে ডোমেইনটি কিনতে চান, সেটি এখানে – https://www.rangpursource.com/clients/domainchecker.php থেকে চেক করে দেখুন ফ্রি আছে কিনা। ফ্রি থাকলে অর্ডার করতে পারেন। নরমালি আমাদের ডোমেইন ফি ১০০০ টাকা / বছর। বিকাশ / রকেট / ব্যাংকে পে করতে পারবেন। কত জিবি হোস্টিং নিবেন সেটার উপর আমরা দাম ধরতে ট্রাই করবো। আমাদের হোস্টিং প্যাকেজ এবং নরমাল প্রাইজ পাবেন এখানে – https://www.rangpursource.com/shared-hosting/ । আর ডোমেইন / হোস্টিং এর যেকোনো সমস্যার সল্যুশন / সাপোর্ট আমরাই দিবো। আমাদের কল করতে পারেন – ০১৭৪১৯৯৯৬৪১, ০১৯৩৫১১১২১৯ অথবা স্কাইপে অ্যাড করতে পারেন – rangpursource আইডি-তে।

  45. Ow its a nice post. Thanks for sharing this type of Freelancing tips.
    I already bookmarking your site. You can also visit my <a target=”_blank” href=”http://www.blog.careersourcebd.com/
    “> <b>Freelancing Blog</b> </a> for get some more information about <a href=”http://www.blog.careersourcebd.com/
    “> <b>Freelancing Tutorial</b> </a>.

  46. google play console developer account খুলতে চাই। আমার ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছেনা। আপনারা কি কোন ভাবে হেল্প করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.