ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালঃ পাঠক মন্তব্য পরিচালনা!

This entry is part 4 of 14 in the series ওয়ার্ডপ্রেস

ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত পর্বে আলোচনা করেছিলাম ওয়ার্ডপ্রেসের সাইটে পেজ তৈরী এবং সেটাকে পাবলিশ/প্রকাশ করার পদ্ধতি নিয়ে। আজকের আলোচনার বিষয় ওয়ার্ডপ্রেস সাইটে পাঠকদের মন্তব্য পরিচালনা করবার নিয়ম নিয়ে। মানে, আপনি ওয়ার্ডপ্রেস সাইটের প্রকাশিত পোষ্ট/লিখা গুলোতে কেউ মন্তব্য/প্রতিক্রিয়া প্রকাশ করলে সেগুলোকে কিভাবে পরিচালনা করবেন সেগুলো নিয়ে চিত্র ভিত্তিক বিস্তারিত আলোচনা। নিচের ওয়ার্ডপ্রেসের Comments (মন্তব্য) সেকশনের ছবিটি দেখুন…

মন্তব্য সেকশন

মন্তব্য/পাঠক প্রতিক্রিয়া ওয়ার্ডপ্রেস ব্লগের/সাইটের অনেক গুরুপ্তপুর্ন একটি অংশ। সহজ এবং ইউজার ফ্রেন্ডলি মন্তব্য প্যানেলের জন্য ওয়ার্ডপ্রেসের জড়ি মেলা ভার। ব্লগিং প্লাটফর্ম হিসেবে আপনি ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা হবার পিছনে মন্তব্য প্যানেলের অবদান অনস্বীকার্য। আপনি ব্লগ/সাইটের এডমিন হিসেবে মন্তব্য পরিচালনা করতে পারেন অথবা আপনি আপনার সাইটে Editor নিয়োগ দিয়েই পরিচালনা করাতে পারেন।

চলুন দেখি কিভাবে মন্তব্য পরিচালনা করবেন…

১. ওয়ার্ডপ্রেসে Comments (মন্তব্য) সেকশনে ক্লিক করার সাথে সাথেই আপনি মন্তব্য প্যানেলের পেজে চলে আসবেন। নিচের চিত্রটি দেখুন… বাই ডিফল্ট সেখানে ১টি মন্তব্য পাবেন সেটাও স্বয়ংক্রিয় ভাবে করে রাখা। মানে, আপনি যতবার-ই নতুন সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করেন না কেন। এই স্বয়ংক্রিয় মন্তব্যটি পাবেন-ই।

স্বয়ংক্রিয় মন্তব্য

২. মনে করুন আপনার সাইটে কেউ মন্তব্য করেছেন। এবং আপনার সাইটে মন্তব্য মডেরেশন চালু আছে। টাহলে দেখুন বেপারটি কেমন দাঁড়ায়…

ক) যখন মন্তব্য মডেরেশন সিস্টেম চালু থাকেঃ ড্যাশবোর্ড Settings থেকে Discussion তারপর নিচের ইমেজের মতো মডেরেশন সেটিং এ চেক মার্ক করে দিতে হয় যদি পাঠক মন্তব্য সরাসরি প্রকাশ করতে না চান। নিচের চিত্রটি লক্ষ করুন…

মন্তব্য মডেরেশন সিস্টেম

খ) মডেরেশন সিস্টেম চালু থাকলে পাঠক মন্তব্য যেভাবে জমা হয় Comments প্যালেনে। নিচের ইমেজ-টি দেখুন…

মডেরেশন চালু অবস্থায় মন্তব্য

৩. আপনি যদি মন্তব্যটি প্রকাশ করতে ইচ্ছুক হন তবে সেটিকে এপ্প্রুভ করে দিবেন নিচের মতো…

মন্তব্য এ্যপ্প্রুভ করা

৪. মন্তব্য এপ্রুভ করার পর নিচের মত হবে…

মন্তব্য এ্যপ্প্রুভ এর পর

৫. ধরুন, আপনার সাইটে কোন লিখায় কেউ কেউ বাজে মন্তব্য করেছে যা আপনি মুছে দিছেন অথবা ভুলে ভাল মন্তব্য মুছে দিছেন। নিচের মতো…

মন্তব্য ট্রেস করা

৬. এখন আপনি আপনার মুছে যাওয়া মন্তব্যগুলো পাবেন Trash এ। ভাল মন্তব্য বা আপনি চাইছেন এমন কোন মন্তব্য পুনরায় ফিরে পেতে Trash থেকে উক্ত মন্তব্যে Restore ক্লিক করুন। নিচের মতো…

মুছে ফেলা মন্তব্য ফিরিয়ে আনা

তাহলে আবারো আপনি আপনার মন্তব্য প্যানেলে উক্ত রিষ্টোরকৃত মন্তব্যটি পেয়ে যাবেন।

কিছু কথাঃ

আপনি যদি কোন কমিউনিটি/পাবলিক ব্লগ পরিচালনা করেন যেখানে অনেকেই লিখবে তাহলে মন্তব্য মডেরেশন না রাখাটাই ভাল। কারণ কমিউনিটি ব্লগ গুলোতে প্রতিনিয়তি মন্তব্য আসতে পাঠকদের থেকে। তাই, শুধুমাত্র কমিউনিটি ব্লগের ক্ষেত্রে এই পদ্ধতি তেমন ভাল ফলাফল বয়ে আনবে না। আপনার আপনি যদি Editor রেখে প্রতিটি মন্তব্য মডেরেশন করায় নেন সেটা একান্ত আপনার ইচ্ছার উপরের নির্ভর করবে। আর ব্যক্তিগত ব্লগের ক্ষেত্রে বেশির ভাগ ব্লগাররা মন্তব্য মডেরেশন রাখেন যাতে করে কোন বাজে মন্তব্যের দ্বারা বিব্রত হতে না হয়।

ওয়ার্ডপ্রেস মন্তব্য প্যানেল টিউটোরিয়াল এখানেই শেষ! দেখা হবে সামনের পোস্টিং এ! 🙂

সেই প্রত্যাশায় সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন! 🙂

Series Navigation<< ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালঃ থিম ও প্লাগিং কি?ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালঃ পেজ তৈরী এবং আপডেট করা! >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.