ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালঃ প্লাগিংস ইন্সটল ও পরিচালনা!

This entry is part 1 of 14 in the series ওয়ার্ডপ্রেস
Print Friendly, PDF & Email

ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত ২ পর্ব আগে সংক্ষেপে আলোচনা করেছিলাম ওয়ার্ডপ্রেস প্লাগিংস নিয়ে। আজকের আলোচনার বিষয় ওয়ার্ডপ্রেস প্লাগিংস ইন্সটল এবং পরিচালনা করার পদ্ধতি নিয়ে।

মূল আলোচনা শুরু করার পূর্বে আবারো বলছি ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ২ ভাবে প্লাগিংস ইন্সটল করতে পারবেন- ১. সরাসরি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড (Pluging) থেকে এবং ২. এফটিপি সফটওয়্যার দিয়ে ওয়ার্ডপ্রেস প্লাগিংস ডিরেক্ট্ররিতে আপলোড করে।

চলুন ইন্সটল করার পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করা যাক…

১. আপনার ওয়ার্ডপ্রেস সাইটের লগিন করে করে ড্যাশবোর্ডে আসুন। Plugings সেকশন থেকে Add New ক্লিক করুন। নিচের চিত্র দেখুন…

প্লাগিংস সেকশন থেকে নতুন প্লাগিং যুক্ত করা

২. Add New ক্লিক করার পর নিচের প্লাগিংস আপলোডের পেজটি আসবে… Upload এ ক্লিক করুন। নোটঃ আপনি চাইলে এখানে থেকে আপনার সাইটের জন্য প্লাগিংস সার্চ করে বের করে নিতে পারেন ট্যাগ অনুযায়ী।

Upload ক্লিক করুণ

৩. প্লাগিংস আপলোডের জন্য Browse (ব্রাউজ) করুন…

Browse (ব্রাউজ) করুন

৪. Browse (ব্রাউজ) ক্লিক করার পরে নিচের মতো File Upload বক্স পাবেন। সেখানে থেকে আপনার প্রয়োজনীয় প্লাগিংটি সিলেক্ট করুন…আমি এখানে mobilepress 1.1.5 নামের প্লাগিংটি সিলেক্ট করে Open করলাম। mobilepress প্লাগিংটি সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে আপনার সাইটকে মোবাইল থেকে পরিস্কার ভাবে দেখার জন্য ইন্সটল করে নিতে হয়। কারণ বর্তমান ইন্টারনেট বিশ্ব কোন অংশে পিছিয়ে নেই। মোবাইল থেকেও হাজার হাজার ভিসিটর বিভিন্ন সাইট ভিসিট করে প্রতিনিয়তি।

প্লাগিং সিলেক্ট করে Open করুণ

৫. ওপেন হবার পড়ে প্লাগিংটি আপনার ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে ইন্সটল করার জন্য Install Now বাটনে ক্লিক করুন…

Install Now বাটনে ক্লিক

এখানে একটি বিষয় খেয়াল করুন… ওয়ার্ডপ্রেস থীম এবং প্লাগিং ইন্সটালেশন পদ্ধতি ২/১ জায়গায় ছাড়া একই রকম। 🙂

৬. ইন্সটল শেষে প্লাগিংটি Activate(এক্টিভেট) করুন…

Activate(এক্টিভেট) করুন

৭. প্লাগিংটি এক্টিভেটের সাথে সাথে আপনাকে All Plugings পেজে সয়ংক্রিয়ভাবে নিয়ে যাবে… সেখানে থেকে আপনি আপনার সাইটে আরও অনন্যা যে প্লাগিংস গুলো আছে সেগুলো দেখতে পারবেন। যাহোক, আমি mobilepress নামের যে প্লাগিংটি ইন্সটল করেছি সেটি আলাদা ভাবে কাস্টমাইজ করে নিতে পারবো ড্যাশবোর্ডের Settings এর নিচে MobilePress সেটিং থেকে। তবে পানি যদি কোডিং এ দক্ষ না হন তবে এখানে হাত দিতে যাবেন না। কারন, বাই ডিফল্ট যেভাবে আছে সেটা দিয়েই কাজ চালানো সম্ভব। প্লাগিংটি এক্টিভেট হলে মোবাইল দিয়ে আপনার সাইটটি ব্রাউজ করে দেখুন।

প্লাগিংটি এক্টিভেটেড

৮. এবার কোন কারনে যদি আপনি প্লাগিংটি ডিএক্টিভেট(নিষ্ক্রিয়) করে রাখতে চান। সেটা যেকোনো প্লাগিং-ই হতে পারে। তাহলে শুধু মাত্র আপনার প্লাগিং এর নামের নিচের থেকে Deactivate ক্লিক করুন। নিচের ইমেজটি দেখুন…

প্লাগিং Deactivated

৯. ডিএক্টিভেট(নিষ্ক্রিয়) প্লাগিং এক্টিভেট(সক্রিয়) করতে হলে একই ভাবে শুধু মাত্র আপনার প্লাগিং এর নামের নিচের থেকে Activate ক্লিক করুন। নিচের ইমেজটি দেখুন…

প্লাগিংস Activated

ওয়ার্ডপ্রেস প্লাগিং ইন্সটল এবং পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা এখানেই শেষ!

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন! 🙂

Series Navigationওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালঃ থিম ইন্সটল ও পরিচালনা! >>

5 thoughts on “ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালঃ প্লাগিংস ইন্সটল ও পরিচালনা!

    1. হ্যাঁ, আপনার মেইল পেয়েছি। আপনার প্রবলেমটি অনেকেরি হয়ে থাকে। এটা বিভিন্ন থিম সেটিংস এর কারনে “বিভাগ” বা “ক্যাটেগরি” বাই ডিফল্ট উইজেট এরিয়াতে পাওয়া যায় না। থিম সেটিংস অনুযায়ী দেখুন “টার্মস, বিভাগ,Category, Drop Down List” নামে থাকতে পারে। আর আপনার এটাচমেন্টএর ইমেজ widget-1 অনুযায়ী “Menus: ক্যাটেগরি” নামে একটি ক্যাটাগরি উইজেট দেখতে পাচ্ছি। ভাল করে দেখেন। 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.