সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে হাতে খড়ি- পর্ব – ১১

এখন আমরা জানবো Creating sitemap সম্পর্কে। sitemap হল কোন ওয়েবসাইটের ম্যাপ বা মানচিত্রের মত একট বিষয়। কোন দেশের মানচিত্র দেখলেই যেমন সেই দেশের বিভাগ, জেলা বা উপজেলা সম্পর্কে একটা বেসিক ধারনা পাওয়া যায় ঠিক তেমনি কোন ওয়েবসাইটের সাই্ট ম্যাপ দেখেই সেই ওয়েবসাইট সম্পরকে ধারনা লাভ করা যায়। আপনি যখন গুগলের কাছে আপনার সাইটের সাইট ম্যাপ জমা দিবেন তখন গুগল আপনার সাইট ম্যাপ দেখেই আপনার সাইটের কি-ওয়ার্ড কি, কন্টেন্ট কি ধরনের, ভিজিটর কেমন আসে ইত্যাদি বিষয়ে অর্থাৎ পুরো ওয়েবসাইটের ব্যাপারে একটা বেসিক ধারনা পেয়ে যাবে। তো বুঝতেই পারছেন sitemap এর গুরুত্ত কতখানি। তো চলুন দেখে নেই কিভাবে আপনার ওয়েবসাইটের সাইটম্যাপ গুগলে সাবমিট করাবেন। এর জন্য www.xml-sitemaps.com এই ঠিকানায় যেতে হবে। সেখানে প্রবেশ করার পর যে পেজ চলে আসবে তার নিচের দিকে বাম পাশে এরকম লেখা দেখতে পাবেন-

Sitemap 2 PNG

উপরের পেজে Starting URL এর নিচে ফাকা ঘরটিতে ওয়েবসাইটের link টা দিতে হবে। এর নিচে None এর ডান পাশে গোল বৃত্তে দেখানো জায়গাটিতে ক্লিক করলে Always, Hourly, Weekly, monthly অপশনগুলো দেখা যাবে। এদের মধ্যে Always এর উপর সিলেক্ট করাটাই বেটার হবে। এর ফলে আপনার ওয়েবসাইটের সব আপডেট গুলো আপনাআপনি গুগলের সাইটে জমা হবে। এরপর নিচের আর কোন অপশনে ক্লিক না করে সবার নিচে গোল চিহ্নিত বৃত্তে যেখানে Start লেখা রয়েছে তার উপর ক্লিক করতে হবে। এরপর যদি ‘Your sitemap is Ready!’ লেখা দেখেন তাহলে বুঝবেন আপনার সাইট সাবমিট করা হয় গেছে।

এরপর পেজে Download the sitemap here যেখানে লেখা আছে সেখানে here এর উপর ক্লিক করলেই Download এর অপশন চলে আসবে। এরপর তা সেভ ফাইলে ক্লিক করে Download করতে হবে। এখন এটি ফাইলজিলা দিয়ে ওপেন করে আপনার ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে। এরপরে সাকসেসফুল লেখা দেখলে বুঝবেন আপনার কাজ হয়ে গেছে। আর হ্যাঁ Blogspot দিয়ে তৈরি ওয়েবসাইটের ক্ষেত্রে শধু Download করলেই চলবে। Download করার পর ওয়েবসাইটের লিঙ্কের সাথে শুধু /sitemap.xml লেখাটা যোগ করলেই চলবে। যেমন- http://rangpursource.com/sitemap.xml ঠিক এরকম করে। আর এটা লিখে সার্চ দিলে যদি Download এর অপশন চলে আসে তাহলে বুঝবেন আপনার সাইটম্যাপ সাবমিট সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এখন এটাকে Google Webmaster Tools এ সাবমিট করতে হবে। এর জন্য পুনরায় Google Webmaster Tools এর ঠিকানায় যেতে হবে। সেখানে হোম পেজে গেলে এরকম একটি লেখা দেখতে পাবেন-

Submit sitemap

এখানে ডানপাশে Add a Sitemap এর উপর ক্লিক করলে একটা পেজ চলে আসবে যেখানে আপনার ওয়েবসাইটের নামের পাশে একটি ফাকা বক্স দেখতে পাবেন-

Submit sitemap 3

এখানে মানে ওয়েবসাইটের পাশে ওই ফাকা জায়গাটিতে শুধু sitemap.xml কথাটা লিখে দিলেই হবে। এরপর Sitemap Submitted লেখাটি চলে আসবে। আর তার নিচে Refresh লেখার উপর ক্লিক করলেই দেখবেন আপনার সাইট ম্যাপ জমা হয়ে গেছে। আর এভাবেই গুগলে সাইটম্যাপ সাবমিট করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.