ব্লগারের নতুন টেমপ্লেট এডিটর ইন্টারফেস!

Print Friendly, PDF & Email

ফ্রী ব্লগিং সাইট তৈরীতে ব্লগারের জুড়ি নেই। কেনো জুড়ি নেই তা সকলেই জানেন। যারা জানেন না তাদের এক কথায় বলি, ব্লগার আপনাকে এমন সব ফ্রী সুবিধা দেয় যা অন্য কোনো ফ্রী ব্লগ সাইট দিতে কিপটেমি করে। যাই হোক,এই ব্লগার নিয়ে এল তাদের নতুন টেমপ্লেট এডিটর ইন্টারফেস। পূর্বের থেকে আকর্ষনীয় তো বটেই সাথে আরও বেশী ইউজার ফ্রেন্ডলী।চলুন দেখে নেওয়া যায় কি থাকছে এই নতুন ইন্টারফেসে।

পূর্বের ইন্টারফেসঃ

নতুন ইন্টারফেসঃ

লাইন নম্বরঃ

ব্লগস্পটে যারা টেমপ্লেট পূর্বে এডিটিং করেছেন তারা জানেন যে, টেমপ্লেটে কোনো কোড ভুল লিখে save করতে গেলে error report show করে এভাবেঃ“Error parsing XML line 782,column 25: The element type “p” must be terminated by matching end-tag</p>”

এখানে XML line 782 মানে কোডের এত নং লাইনে আপনি ভূল করেছে।পূর্বের ইন্টারফেসে আপনি এই লাইন গুনে গুনে নিচে নামতে হত।আপনার কষ্টের কথা চিন্তা করে ব্লগার এবার লাইন নম্বর যুক্ত করে দিয়েছে!

টেমপ্লেট প্রিভিউঃ

পূর্বের সনাতন ব্লগার টেমপ্লেট ইন্টারফেসে কোনো এডিটিং এর কাজ করে তার প্রিভিউ দেখার জন্য আপনাকে ব্রাউজারে অন্য ট্যাব ওপেন করে সাইটে ভিজিট করে দেখতে হত।আহা! কি কষ্ট। এই দুঃখের পরিত্রাণ দিতে ব্লগার নিয়ে এল ”Inline Template Preview” মানে আপনি এখন কোড এডিটিং এর কাজ শেষে ‘Preview Template’ এ ক্লিক করলে অন্য ট্যাব ওপেন হবে না।ঐ কোডিং এর মাঝেই আপনি টেমপ্লেট প্রিভিউ দেখতে পারবেন। বলেন মাশাল্লাহ!

Widget code Editing:

ওয়ার্ডপ্রেসে আমরা প্লাগিন এড করি আর ব্লগারে এড করি নতুন নতুন widget! এই widget এর কোড টেমপ্লেট এডিটর থেকে এডিট করতে পারবেন আরও সহজে। Jump to widget ব্যবহার করে।আপনার সাইটে যত widget ব্যবহার করা হবে তার সব লিস্ট এখানে আছে।ক্লিক মারলেই widget code এ জাম্প হবে।

আরও কিছু বাটনঃ

  • Format Template: এটি আপনার টেমপ্লেট কে বিন্যস্ত করতে সহায়তা করবে।
  • Revert changes: কোনো এডিট করার পর যদি তা মুছে ফেলতে চান তবে এই বাটনটিতে গুতা মারবেন।মনে রাখবেন এই বাটনটি শুধু সেই সব এডিটই মুছে ফেলবে যা আপনি সংরক্ষন করেননি।
  • Revert widget templates to default: এটি আপনার টেমপ্লেটকে Default Settings এ রুপান্তর করবে।
  • Search & Replace: পূর্বে কোনো কোড সার্চ করতে হলে আমরা Ctrl+F চাপ দিলে ব্রাউজারের নিচে Find আসত।কিন্তু এখন ব্লগার নিয়ে এল নিজস্ব ইনলাইন সার্চ অপশন।সাথে নতুনযুক্ত হয়েছে Replace অপশন।টেমপ্লেট এডিটরে গিয়ে Ctrl+F চাপুন।Inline Search চলে আসবে।

Replace option এর জন্য Ctrl+Shift+F অথবা Ctrl+Shift+R চাপুন।

মিসিং:

সব তো বললাম,বলেন এইবার কোন ফাংশনটি বেমালুম লাপাত্তা। 😀 গোপনসূত্রে পাওয়া খবর Expand Widget Templates এই অপশনটি নিখোঁজ। বর্তমান নতুন ইন্টারফেসে এই ফাংশনের দরকার নেই বলে ব্লগার কর্তৃপক্ষ একে গুম করে ফেলেছে।

অবশেষে,সবাইকে ধন্যবাদ।কষ্ট করিয়া ব্লগ পড়ার জন্য।

পূর্ব প্রকাশিতঃ দুরন্ত তৌফিক

15 thoughts on “ব্লগারের নতুন টেমপ্লেট এডিটর ইন্টারফেস!

  1. অনেকদিন ব্লগারে ব্লগিং করেছি। সময়ের অভাবে হয়ে উঠে না আর! তবে এমনই ইন্টারফেস আমার কাম্য ছিল অনেক আগে থেকেই।

    ধন্যযোগ খবরটি শেয়ার এবং রংপুরসোর্স ব্লগে লিখতে আরম্ভ করার জন্য। সবসময় লিখবেন আশা করি!

    ভাল থাকুন ভাইয়া! 🙂

  2. অনেক মূল্যবান পোস্ট। দুইটা প্রশ্ন ছিল ভাই।

    সার্চ অপশন টা কাজ করাতে হয় কিভাবে ?
    আর, টেম্পলেট এডিটর টা এতো বড় করলেন কিভাবে ?

    1. সাধারণত Ctrl+F চাপলে পূর্বে ব্রাউজারের নিচে ‘ফাইন্ড’ অপশন আসত।কিন্তু এখন ইনলাইন সার্চ অপশনযুক্ত হয়েছে টেমপ্লেট এডিটরে।আপনি ইনলাইন সার্চের জন্য টেমপ্লেট এডিটরে মাউস পয়েন্টারটা নিয়ে একটা গুতা মারেন।তারপর Ctrl+F চাপলেই ইনলাইন সার্চ চলে আসবে।
      ২য় প্রশ্নটা বুঝতে পারলাম না। টেমপ্লেট এডিটর তো এমনিতেই এখন বড়।আমি তো জাস্ট স্ক্রিনশট দিয়েছি। 😀

      1. আমার টেম্পলেট এডিটর আসছে ৩ ইঞ্চি এর মতো। আপনার দেয়া স্ক্রিন শট অনুয়ায়ী এতো বড় না! এই টা নিয়ে কোড এডিটিং এ প্রবলেম ফেস করছি।

        1. স্ক্রিনশট দিলে ভালো হত। ৩ ইঞ্চি দেখানোর কোনো সমাধান দিলে পারলাম না,বরং একটা সমস্যার কথা জানিয়ে দিতে পারি 😛 অনেকের ব্লগস্পট সাইটে নাকি Edit HTML এ ক্লিক করলে নাকি লোডিং হচ্ছে তো হচ্ছেই।এডিটর আশার কোনো নামই নেই 😀
          সেই তুলনায় ৩ ইঞ্চি বহুত ভালা….।। 😛
          যাই হোক মূল কথা হল,হয়তো নতুন ইন্টারফেস বলে অনেকের সাইটে উদ্ভদ সব সমস্যা হচ্ছে।এগুলো খুব দ্রুতই আশা করি ব্লগার সমাধান করে ফেলবে। 🙂

          1. “সেই তুলনায় ৩ ইঞ্চি বহুত ভালা….।।”
            হুম, এইটা অবশ্য ঠিক। 😛

            “হয়তো নতুন ইন্টারফেস বলে অনেকের সাইটে উদ্ভদ সব সমস্যা হচ্ছে।এগুলো খুব দ্রুতই আশা করি ব্লগার সমাধান করে ফেলবে।””
            সেইরকম ই মনে হচ্ছে! ওইটা হলেই ভালো হয়। 🙂

  3. খুব ভাল লাগলো পোস্ট টা তৌফিক ভাই কে অনেক অনেক ধর্ন্যবাদ এরকম একটি পোস্ট দেয়ার জন্য 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.