ফেসবুক ফান পেজে নতুন সংযুক্তি, ছোট তবে কাজেরও বটে!

Print Friendly, PDF & Email

প্রিয় পাঠক, কেমন আছেন সবাই? সবাই ভাল আছেন এই কামনায় আজকের পোস্ট লিখা শুরু করলাম। কিছুদিন আগেও ফেসবুক ফান পেজের একটি সংযুক্তি নিয়ে লিখছিলাম। সেটা মূলত পেজ এর এডমিনদের কাজের জন্যই ফেসবুক প্রকাশ করেছিল। আজ যে ফিচারটি নিয়ে লিখছি সেটাও এর ব্যতিক্রম নয়। তো চলুন শুরু করি…

একটা ব্যাপার সব ফেসবুক পেজ এডমিনরাই খেয়াল করে থাকবেন এবং জানেন যে, আপনি আপনার পেজ এ ২ ভাবে মন্তব্য করতে পারেন। ১। Page Admin হিসেবে (Comment as “পেজ এর নাম”), ২। Facebook Profile নাম দিয়ে (Comment as “আপনার প্রোফাইল নাম”)।

মানে, আমার ফেসবুক নাম Ariful Islam Shaon এর আমার ফান পেজ এর নাম RangpurSource(রংপুরসোর্স)। আমি যদি Comment as “পেজ এর নাম” এ কমেন্ট করি তবে আমার কমেন্ট আসবে নিচের ছবির মতো…

আমি যদি Comment as “নিজের প্রোফাইল এর নাম” এ কমেন্ট করি তবে আমার কমেন্ট আসবে নিচের ছবির মতো…

এ ২ ভাবে কমেন্ট করার জন্য আপনাকে বার বার আপনার ফান পেজ থেকে প্রোফাইল কমেন্ট সেটিংসে গিয়ে পরিবর্তন করে নিতে হতো। যদিও এই ফিচার চালুর পর এর সেটিং পরিবর্তনের অপশন নেই। তার পরেও আমি বলব একটি বিরক্তিকরই ছিল। 😉

এই বিরক্তিকে দূরীভূত করতে ফেসবুকে চালু করেছে VOICE ফিচার! এই ভয়েস কিন্তু আপনার ভয়েস না! 😀 এটা ফান পেজ প্রোফাইল সেটিং এর নতুন ফিচার যা আপনাকে এখন থেকে পেজ এর হোমে থেকেই প্রোফাইল পরিবর্তনের অপশন দিবে। ভাবছেন কিভাবে? দেখুন নিচের…

আপনি যে পেজ এর এডমিন সেই পেজ এর হোমে জান। পেজ এর হোম থেকে উপরের ফেসবুক ন্যাভিগেশন মেন্যু Profile Name আর Home এর মাঝেই পাবেন Voice। ক্লিক করুন Voice এ। নিচের মতো পাবেন…

You are posting, commenting, and liking as Your Page — Change to Your Name আপনি যদি আপনার পেজ নাম দিয়েই পেজে কমেন্ট করতে চান তবে ডিফল্ট সেটিং এ রাখবেন। আর যদি আপনার প্রোফাইল নাম দিয়ে কমেন্ট করতে চান তবে শুধু Change to Your Name এ ক্লিক করে প্রোফাইল সেটিং পরিবর্তন করে নিবেন আপনার প্রয়োজনের সময় মতো।

নোট: এই ফিচারটি চালুর আগে পর্যন্ত ফেসবুক পেজ সেটিং এর উপরের পরিবর্তন গুলো করা যেত। নতুন ফিচারটি চালুর পর থেকে পেজ সেটিংসে আর আগের সেটিং পাবেন না।

বুঝানোর জন্য একটু বিস্তারিত লিখলাম। কেমন লাগলো পেজ এর এই নতুনত্ব, জানাতে ভুলবেন না কিন্তু! 

আজ এই পর্যন্ত!

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন! 🙂

4 thoughts on “ফেসবুক ফান পেজে নতুন সংযুক্তি, ছোট তবে কাজেরও বটে!

  1. ফেসবুক সম্পর্কিত এত সুন্দর পোষ্ট আগে দেখিনি। অনেক ভাল লাগলো। ধন্যবাদ লেখককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.