এবার ইন্টারনেটের স্পীড বাড়ান কোন সফটওয়্যার ছাড়াই!

Print Friendly, PDF & Email

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট আরম্ভ করছি। বরাবরের মত এবারও একটি হ্যাকিং টিপস শেয়ার করব আপনাদের সাথে, তবে এবারের টা একটু ভিন্ন। এবার আমি আপনাদের শিখাব কেমন করে ইন্টারনেটের স্পীড বাড়ানো যাই আবার কোন সফটওয়্যার ছাড়ায়। তাহলে চলুন শুরু করা যাক……

প্রথমে আপনার কম্পিউটারের Run ওপেন করুন। Run এ cmd লিখে এন্টার দিন…

দেখুন নিচের ছবির মত একটি উইন্ডো এসেছে

 

এবার এখানে নিচের command দিন এবং এন্টার দিন

ipconfig/all

এবার দেখুন এখানে অনেক গুলু লিখা এসেছে। এবার একান থেকে আপনার DNS SERVER লাইন টা খুঁজে করুন। নিচের ছবির এর মতো DNS SERVER এর IP টা NOTRPAD এ লীখে রাখুন বা মনে রাখুন।

এবার নিচের COMMAND টা দিন।

ping

ping  এর পর আপনার আইপি টা দিন এবং -t দিন। যেমন ping 117.23.255.110-t। এবার এন্টার দিন। ব্যাস কাজ শেষ ।আবার দেখুন ইন্টারনেট এর স্পীড ইনশাল্লাহ বেড়ে গেসে। এটা মূলত আপনার DNS  server থেকে স্পীড হ্যাক করা। এবার যতক্ষন ইন্টারনেটে তাকবেন এইটা চালু রাখুন।

 

লিখাটি আগে বিডিটিউনারে প্রকাশ করেছিলাম

3 thoughts on “এবার ইন্টারনেটের স্পীড বাড়ান কোন সফটওয়্যার ছাড়াই!

  1. এই কমান্ডটি কি বারে বারে কোরতে হবে? যেমন দিছকানেক্ট কোরে আবার কানেক্ট দিলেকি এভাবে আবারো কমান্ড দিতে হবে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.