ফেসবুক পেজে চালু হল “সিডিউল স্ট্যাটাস” শেয়ার সার্ভিস!

Print Friendly, PDF & Email

সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের নিত্য নতুন সার্ভিসের কথা কারও আর অজানা নেই। দিন গড়ানোর সাথে সাথে তাদের গ্রাহকের চাহিদার দিকে নজর রেখে চালু করে চলছে নতুন সব ফিচার। এরই ধারাবাহিকতায় কয়েক দিন আগে ফেসবুক এবার চালু করলো “সিডিউল পেজ স্ট্যাটাস শেয়ার” সার্ভিস। যেকোন পেজ এডমিন এই সার্ভিসটি যখন ইচ্ছা ব্যাবহার করতে পারবেন।

নিচের স্টেপ গুলো অনুসরন করে শিখে নিন কিভাবে পেজ এর স্ট্যাটাস সিডিউল্ড করবেন…

১. আপনি এডমিন এমন একটি পেজ এর প্রবেশ করে নরমালি যেভাবে স্ট্যাটাস লিখে সেভাবে লিখুন।
২. শেয়ার দেয়ার আগে খেয়াল করুন নিচের ইমেজ এর মত Schedule or backdate your post আইকনে ক্লিক করুন…

এবার, প্রথমে বছর নির্বাচন করুন, বছর নির্বাচন হয়ে গেলে + Add month ক্লিক করে মাস নির্বাচন করুন, ঠিক একই ভাবে দিন, ঘন্টা এবং মিনিট নির্বাচন করা হয়ে গেলে Schedule বাটনে ক্লিক করুন…

৩. Schedule বাটনে ক্লিক করার সাথে সাথে একটি উইন্ডো আসবে নিচের মত। সেখানে থেকে View Activity Log ক্লিক করন…

৪. View Activity Log পেজ এ আপনার আগে থেকে তৈরি করা অথবা সদ্য তৈরি করা সিডিউল্ড স্ট্যাটাসটি দেখতে পাবেন সেটার প্রকাশের সময়সহ…

৫. আপনি চাইলে সিডিউল্ড করা স্ট্যাটাস/ পোস্টটির সময়, তারিখ পরিবর্তন করতে পারবেন। চাইলে পোস্ট / স্ট্যাটাসটি সাথে সাথে পাবলিশ অথবা ডিলিটও করতে পারবেন দান পাশের অপশন থেকে…

ফেসবুকের নতুন এই ফিচারালাপ এখানেই শেষ!

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন! 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.