HTML টিউটোরিয়াল: ৯ম পর্ব (URL Redirection)

This entry is part 9 of 15 in the series ওয়েব ডিজাইন

সহজ ভাষায় ইউআরএল রিডাইরেকশন হচ্ছে, ধরুন আপনার একটি ওয়েবসাইট ছিল www.something.com নামে। এখন আপনার কোন কারণ বসত ওয়েবসাইট এর ডোমেইন নাম পরিবর্তন করে নতুন ডোমেইন www.anything.com করতে হবে। কিন্তু ব্যাপার হল আপনার ওয়েবসাইট এর ভিজিটরকে এক এক করে জানানো পসিবল না! এদিকে আপনি আগের ভিজিটরও হারাতে চাচ্ছেন না। এই কারণেই ওয়েব মাস্টারগণ এইচটিএমএল ডকুমেন্ট এরএর মাঝে মেটা ট্যাগের মধ্যে ইউআরএল রিডাইরেকশন অ্যাট্রিবিউট ব্যবহার করেন। মধ্যে ইউআরএল রিডাইরেকশন অ্যাট্রিবিউটটি হচ্ছে http-equiv=”refresh” এবং কন্টেন্টে সময় এবং আপনি নতুন যা সাইটের এড্রেস দিতে চান সেইটি নিচের মতো উল্লেখ করতে হবে…

<html>

<head>

<meta http-equiv=”refresh” content=”0/5/10; url=http:/www.rangpursource.com” />

</head>

</body>

<p> Sorry Audience! We have moved! Wait until we redirect you. </p>

</body>

</html>

Note: উপরেরসেকশনের কোডের মধ্যে content=”0/5/10; দ্বারা আপনি কত সময় পর পুরাতন সাইট থেকে ভিজিটরদের নতুন সাইটের ঠিকানায় নিয়ে যাবেন সেটা এখানে উল্লেখ করতে হবে। 0 মানে পুরাতন সাইট ব্রাউজ করার সাথে সাথে অপেক্ষা না করেই নতুন সাইটের ঠিকানায় চলে যাবে। এভাবে 0 এর স্থানে 5, 10 এভাবে যে মানই ব্যবহার করবেন তত সেকেন্ড পর পুরাতন সাইট থেকে ভিজিটরদের নতুন সাইটের ঠিকানায় নিয়ে যাবে। উল্লেখ, মান হিসেবে যেকোনো একটি ইউজ করতে হবে 0 অথবা 5 অথবা 10।

এবার, উপরের কোড টুকুর আউটপুট ব্রাউজার এ প্রদর্শনের জন্য উইন্ডোজের Notepad অথবা Notepad++ সফটওয়্যারটি ওপেন করে কোডটুকু কপি-পেস্ট করুন। ফাইলের নাম দিন urlredirection.html বা আপনার পছন্দ মতো এবং Save as type নির্বাচন করুন .html। এবার Save করুন।

বুঝতে কোথাও সমস্যা হলে আমার ফেসবুক গ্রুপেপেজে অথবা ব্লগের জিজ্ঞাসা পাতা’য় জানাতে পারেন। 🙂

Series Navigation<< HTML টিউটোরিয়াল: ৮ম পর্ব (Form & Input ট্যাগ) পার্ট – ২HTML টিউটোরিয়াল: ১০ম পর্ব (Character Entities) >>

One thought on “HTML টিউটোরিয়াল: ৯ম পর্ব (URL Redirection)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.