- HTML টিউটোরিয়ালঃ তৃতীয় পর্ব (ফরম্যাটিং ট্যাগ – পার্ট ১)
- HTML টিউটোরিয়াল: পঞ্চম পর্ব (টেবিল ট্যাগ – পার্ট ১)
- সিএসএস টিউটোরিয়ালঃ ১৪তম পর্ব(Unordered List)
- HTML টিউটোরিয়াল: ষষ্ঠ পর্ব (টেবিল ট্যাগ – পার্ট ২)
- সিএসএস টিউটোরিয়ালঃ ১৫তম পর্ব(Custom List)
- HTML টিউটোরিয়াল: ৭ম পর্ব (HTML List ট্যাগ)
- HTML টিউটোরিয়াল: ৮ম পর্ব (Form & Input ট্যাগ) পার্ট – ১
- HTML টিউটোরিয়াল: ৮ম পর্ব (Form & Input ট্যাগ) পার্ট – ২
- HTML টিউটোরিয়াল: ৯ম পর্ব (URL Redirection)
- HTML টিউটোরিয়াল: ১০ম পর্ব (Character Entities)
- HTML টিউটোরিয়াল: ১১তম পর্ব (HTML5 Tags)
- HTML টিউটোরিয়াল: ১২তম পর্ব (HTML5 Tags)
- HTML টিউটোরিয়াল: ১৩তম পর্ব (HTML5 Tags)
- HTML টিউটোরিয়াল: ১৪তম পর্ব (HTML URL)
- HTML টিউটোরিয়াল: ১৫তম পর্ব (HTML Zen Coding)
সহজ ভাষায় ইউআরএল রিডাইরেকশন হচ্ছে, ধরুন আপনার একটি ওয়েবসাইট ছিল www.something.com নামে। এখন আপনার কোন কারণ বসত ওয়েবসাইট এর ডোমেইন নাম পরিবর্তন করে নতুন ডোমেইন www.anything.com করতে হবে। কিন্তু ব্যাপার হল আপনার ওয়েবসাইট এর ভিজিটরকে এক এক করে জানানো পসিবল না! এদিকে আপনি আগের ভিজিটরও হারাতে চাচ্ছেন না। এই কারণেই ওয়েব মাস্টারগণ এইচটিএমএল ডকুমেন্ট এরএর মাঝে মেটা ট্যাগের মধ্যে ইউআরএল রিডাইরেকশন অ্যাট্রিবিউট ব্যবহার করেন। মধ্যে ইউআরএল রিডাইরেকশন অ্যাট্রিবিউটটি হচ্ছে http-equiv=”refresh” এবং কন্টেন্টে সময় এবং আপনি নতুন যা সাইটের এড্রেস দিতে চান সেইটি নিচের মতো উল্লেখ করতে হবে…
<html>
<head>
<meta http-equiv=”refresh” content=”0/5/10; url=http:/www.rangpursource.com” />
</head>
</body>
<p> Sorry Audience! We have moved! Wait until we redirect you. </p>
</body>
</html>
Note: উপরেরসেকশনের কোডের মধ্যে content=”0/5/10; দ্বারা আপনি কত সময় পর পুরাতন সাইট থেকে ভিজিটরদের নতুন সাইটের ঠিকানায় নিয়ে যাবেন সেটা এখানে উল্লেখ করতে হবে। 0 মানে পুরাতন সাইট ব্রাউজ করার সাথে সাথে অপেক্ষা না করেই নতুন সাইটের ঠিকানায় চলে যাবে। এভাবে 0 এর স্থানে 5, 10 এভাবে যে মানই ব্যবহার করবেন তত সেকেন্ড পর পুরাতন সাইট থেকে ভিজিটরদের নতুন সাইটের ঠিকানায় নিয়ে যাবে। উল্লেখ, মান হিসেবে যেকোনো একটি ইউজ করতে হবে 0 অথবা 5 অথবা 10।
এবার, উপরের কোড টুকুর আউটপুট ব্রাউজার এ প্রদর্শনের জন্য উইন্ডোজের Notepad অথবা Notepad++ সফটওয়্যারটি ওপেন করে কোডটুকু কপি-পেস্ট করুন। ফাইলের নাম দিন urlredirection.html বা আপনার পছন্দ মতো এবং Save as type নির্বাচন করুন .html। এবার Save করুন।
বুঝতে কোথাও সমস্যা হলে আমার ফেসবুক গ্রুপে, পেজে অথবা ব্লগের জিজ্ঞাসা পাতা’য় জানাতে পারেন। 🙂
useeful posst