বর্ণ সিএমএস [পর্ব – ২] – যেভাবে লোকালহোষ্টে বর্ণ সিএমএস ইনষ্টল করবেন

Print Friendly, PDF & Email

আমার আগে টিউনে আমরা বর্ণ সিএমএস সম্পর্কে জেনেছি । এ টিউনে দেখব কিভাবে বর্ণ সিএমএস লোকালহোষ্টে ইনষ্টল করতে হয়।

বর্ণ সিএমএস লোকালহোষ্টে ইনষ্টল করতে আপনার দরকার:-

  • একটি লোকাল সার্ভার : যা আপনি ম্যানুয়ালি তৈরী করে নিতে পারেন বা xampp / wamp / ampps দিয়ে তৈরী করে নিতে পারেন । আমি এক্সাম ব্যবহার করে লোকাল সার্ভার তৈরী করার পরামর্শ দিচ্ছি । এখান থেকে এক্সাম ডাউনলোড করে নিন ।
  • বর্ণ সিএমএস এর সোর্স ফাইল

এখন এক্সাম ডাউনলোড হওয়ার পর ইনষ্টল করুন । ইনষ্টেলশন প্রক্রিয়া শেষে যে ড্রাইভে এক্সাম ইনষ্টল দিয়েছেন সে ড্রাইভের নিচের লোকেশনে যান

drive c:\xampp\apache\conf

এখানে httpd নামে একটি ফাইল দেখতে পাবেন যা নোটপ্যাড দিয়ে ওপেন করুন এবং নিচের লাইনটি সার্চ করুন

LoadModule rewrite_module modules/mod_rewrite.so

যদি উক্ত লাইনটির আগে # চিন্হ থাকে তবে উঠিয়ে দিয়ে সেভ করবেন আর এই চিন্হ না থাকলে কিছুই করতে হবে না ।

আমি এখানে এক্সামের mod_rewrite এনাবল করার নিয়ম দিয়েছি । একই ভাবে ওয়াম্প কিংবা আম্প এ rewrite_mod এনাবেল করতে পাবেন , apache ফোল্ডার থেকে ।

এখন এক্সাম এর mysql and apache ষ্টার্ট করুন । তারপর localhost/phpmyadmin থেকে একটা ডাটাবেজ খুলুন

এবার বর্ণ সিএমএস এর সোর্স ফাইলটি এক্সাপ এর htdocs ফোল্ডার ব ওয়াম্প হলে www ফোল্ডারে পেষ্ট করুন । এখন ব্রাউজারে localhost/bornocms ব্রাউজ করুন । নিচের মতন একটি ইনষ্টল ফর্ম দেখতে পাবেন ।

এখন উক্ত ফর্মটি পুরন করতে হবে :-

Database Name : পুর্বে যেই ডাটাবেজটি খোলা হয়েছিল তার নাম এখানে দিতে হবে ।

Database user: লোকালসার্ভারগুলোর ইউজারনেম ডিফল্টভাবে root দেওয়া থাকে

Database Pass: ডিফল্টভাবে ব্লান্ক থাকে । তাই এই ইনপুটটি ব্লাক রাখুন

Database host: localhost

Prefix : এখানে ষ্ট্রং কোনো প্রিফিস্ক দিতে হবে যাতে হ্যাকার সহজে আপনার সাইটের টেবিল খুজে না পায় । যেমন : x93ss_

Username : এখানে আপনার পছন্দমত ইউজারনেম রাখুন

Email: আপনার ইমেইল দিন

Password: একটা নিদিষ্ট পাসওয়ার্ড দিন । এই ইমেইল ও পাসটি পরে লগইন এর জন্য লাগবে ।

এখন ইনষ্টল বাটনে ক্লিক করুন । সবকিছু ঠিক থাকলে ব্যাস হয়ে গেল ইনষ্টল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.