এমপায়ারফ্লিপারসে সাইট কেনা বেচা

আপনারা অনেকেই জানেন যে এমপায়ারফ্লিপারসে সাইট কেনা বেচা হয়ে থাকে।

এমপায়ারফ্লিপারস: https://empireflippers.com/marketplace/

এখানে অনেকে তার সাইট বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকেন। তবে শুধুমাত্র সেসব সাইট বিক্রি করতে পারবেন যেগুলো থেকে ইনকাম জেনারেট করা যায়। নীচের স্ক্রীনশটে দেখুনঃ

empireflipper

প্রথম সাইটটি এপারেলস ও এক্সেসরিস বিষয়ক। এটির ইনকাম জেনারেট হয় ইকমার্সের মাধ্যমে। জানুয়ারী, ২০১৪ তে এর যাত্রা শুরু। সাইটটি থেকে মাসিক আয় গড়ে ১৩,৮৭২ । ডলার। সাইটটির মূল্য ৩৭১, ৪৮৬ ডলার।

একটু ঘাটাঘাটি করলে মাসিক ৫০০+ ডলার আয় হয় এমন সাইট পেয়ে যাবেন যার মূল্য হতে পারে ১০০০০ ডলারের মত। এখানে আয়ের উৎস হিসাবে ইকমার্স, এফিলিয়েট মার্কেটিং, গুগল এডসেন্স, আমাজন এফিলিয়েট, ড্রপশিপিং, প্রডাক্ট বিক্রি ইত্যাদি অন্যতম।

যে সাইটগুলো বিক্রি হয় তার নু্্যনতম মাসিক আয় ৫০০ ডলারের মত। আপনি যদি কোন সাইট থেকে ৫০০ ডলার বা তদুর্ধ আয় করতে পারেন তা হলে তা বিক্রির জন্য এখানে বিজ্ঞাপন দিতে পারবেন। আপনার সাইটের মাসিক আয়ের ২০ গুন দামে তা বিক্রি করতে পারবেন।

Sales Price = Monthly Net Profit X 20 + Discounted Assets (if any) + Wholesale Inventory (if any)

আপনি এখান থেকে এরকম একটি সাইট কিনে পরবর্তীতে তা আবার এখানেই বিক্রি করতে পারবেন।

এখানে বায়ার ও সেলারের করনীয় কী তা দেয়া আছে। দেখে নিন।

One thought on “এমপায়ারফ্লিপারসে সাইট কেনা বেচা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.