গুগল প্লাস টিউটোরিয়ালঃ গুগল প্লাসে আপনার জনপ্রিয়তা পরীক্ষা করুণ!

Print Friendly, PDF & Email

গুগল প্লাস ব্যবহার করছেন বেশ কিছু দিন হলো। তাই এই পরিবেশে আপনি কতটা জনপ্রিয় তা এখন আপনার দেখবার বিষয়। আর আপনার এই জনপ্রিয়তা পরীক্ষা করতে বেশি কষ্ঠ করতে হবে না। অনলাইনেই পাবেন জনপ্রিয়তা পরীক্ষা করার টুলস! তেমনি একটি টুলস হচ্ছে সোস্যালস্টাটিক্সস। চলুন কিভাবে আপনার জনপ্রিয়তা পরিমাপ করবেন তা দেখি…

১. সোস্যালস্টাটিক্সস এর হোম পেজে চলে যান।
২. নিচের দেখানো Sign in With Google বাটনে ক্লিক করেন লগিন করুণ।

৩. তারপর এপ্লিকেশন এক্সেস চাইবে। Allow access করুণ।

৪. সোস্যালস্টাটিক্সস এর হোম পেজের ব্রাউজার এর টাইটেল থেকে আপনার গুগল প্লাস এর আইডি কপি করুণ। নিচের ছবি দেখুন…

৫. এবার ডান দিক থেকে নিচের দেখানোমত দেখানো Add ID এর পাশের ফাঁকা বক্সে আপানার গুগল প্লাস এর আইডি-টি লিখুন। এবং Add ID তে ক্লিক করুণ।

৬. এবার দেখতে পারবেন আপনার জনপ্রিয়তার ফলাফল। ঠিক নিচের মতো গ্রাফ আকারে…

আজ এ পর্যন্ত!

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.