রংপুরসোর্স থেকে চালু করা হল হাই কোয়ালিটি প্রোফেসনাল ভিডিও টিউটোরিয়াল প্রোজেক্ট!

রংপুরসোর্স প্রোজেক্টঃ হাই কোয়ালিটি প্রোফেসনাল ভিডিও টিউটোরিয়াল!

বর্তমান ফ্রীলান্সিং জগতে যেকোনো ডিজাইনার এবং প্রোগ্রামারদের জয়জয়কার। যেকোনো ফ্রীলান্স সাইট ওপেন করলেই দেখা মিলে ডিজাইন এবং প্রোগ্রামিং-এর ওপরে অজস্র প্রোজেক্ট পোস্ট করা হচ্ছে প্রতি মুহূর্ত। কিন্তু দক্ষ কর্মীর অভাবে ৫০ শতাংশ কাজও বায়াররা তাদের চাহিদা এবং পছন্দ মত করিয়ে নিতে পারছেন না।

আমাদের দেশের প্রেক্ষাপটকে চিন্তা করলেই দেখা যায়, গত কয়েক বছর ধরেই ফ্রীলান্সিংয়ের জয়জয়কার। অনেকেই ওয়েবসাইট ডিজাইনার হিসেবে ফ্রীলান্সিং জগতে প্রবেশ করেন সামান্য কিছু কাজ জেনে যাকে বলা হয় “lack of knowledge”। ফলাফল, বায়ারের চাহিদা এবং পছন্দ মত কাজ করে দিতে না পারায় পরবর্তীতে তেমন কাজের মুখ দেখেন না অনেকেই। পক্ষান্তরে, দক্ষ কর্মী হলে এই সমস্যাগুলো ফেস করতে হত না।

কিন্তু, দক্ষভাবে হাতে কলমে শিখার মত তেমন ভাল কোন প্রতিষ্ঠান আমাদের দেশে খুব বেশি নেই। যা আছে, তার প্রায় সবগুলোই রাজধানী-তেই। যা দূরের শহর থেকে এসে অনেকের জন্যই শিখা সম্ভব হয়না। তারপর, ইংরেজি ভাষায় বাহিরের দেশের ডিজাইনার বা ডেভেলপার বা প্রোগ্রামারদের তৈরি করা ভিডিও টিউটোরিয়াল দেখেও ভাল কিছু শিখা সম্ভব। কিন্তু, ইংরেজিতে আমাদের জ্ঞানের সংকীর্ণটার জন্য তাও হয়ে উঠে না। অনেকেই ইংরেজিকে ভয় পেয়ে ফ্রীলান্সিং থেকে পিছু হাঠে, যা আমাদের জন্যই ক্ষতিকর!

রংপুরসোর্স থেকে চালু করা হল হাই কোয়ালিটি প্রোফেসনাল ভিডিও টিউটোরিয়াল প্রোজেক্ট!

এই প্রেক্ষাপটগুলোর দিকে খেয়াল রেখে আমরা রংপুরসোর্স, আপনাদের জন্য বাংলা ভাষায় যেমনঃ ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং সহ আরও বিভিন্ন বিষয়ের ওপর প্রোফেসনাল মানের ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করতে শুরু করেছি। শুধু মাত্র ফ্রীলান্সিংয়ের জন্যই না, আপনি যেন ফ্রীলান্সিং ছাড়াও দেশে এবং দেশের বাহিরের যেকোনো আইটি ফার্মের সাথে কাজ করার মত দক্ষতা অর্জন করতে পারবেন।

আপাতত আমাদের এই ভিডিও টিউটোরিয়াল প্রোজেক্টটিঃ

১। ভিডিও টিউটোরিয়ালঃ প্রোফেসনাল স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন! এবং

২। ভিডিও টিউটোরিয়ালঃ প্রোফেসনাল ডেক্সটপ অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট!

ভিডিও টিউটোরিয়াল দিয়ে শুরু করা হল। সময়ের সাথে সাথে নতুন বিষয়ে প্রোফেসনাল মানের আরও টিউটরিয়াল গুলো প্রকাশ হতে থাকবে।

যে কারনে আপনি অবশ্যই আমাদের টিউটোরিয়াল দেখা আবশ্যকঃ
১। একদম বিগেনার লেভেল থেকে প্রোফেসনাল লেভেলে কোডিং করা পদ্ধতি দেখানো হয়েছে,
২। প্রতিটি বিষয় নিয়ে পরিপূর্ণ এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে,
৩। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রেজেন্টেশন দিয়ে বুঝানো হয়েছে,
৪। প্রয়োজনীয় রিসোর্স ফাইল এবং লিঙ্ক শেয়ার করা হয়েছে এবং
৫। প্রতিটি টপিকের কোডিং সরাসরি হাতে করে দেখানো হয়েছে, যা আপনাকে সহজেই কোড বুঝতে সহায়তা করবে।

জেনে রাখবেন, আমাদের কোন টিউটরিয়ালই সম্পূর্ণ বিনা মূল্যে পারবেন না। একমাত্র আমরা রংপুরসোর্সের কপিরাইটে একটি পুরো ভিডিও কোর্সের ৩০ শতাংশ ভিডিও আপনি বিনামূল্যে আমাদের কোর্সের রিসোর্স ডিরেক্টরি থেকে ডাউনলোড করে দেখতে পারবেন। এবং বাকি ৭০ শতাংশ আপনাকে অবশ্যই আমাদের থেকে ভিডিও টিউটরিয়াল সিডি/ডিভিডি ক্রয় করতে হবে। আমাদের প্রতিটি কোর্স ডিস্কের মূল্য ৫০০ টাকা মাত্র।

যেভাবে পেমেন্ট পাঠাতে পারবেনঃ

১। আপনার সুবিধা মত যেকোনো কুরিয়ার সার্ভিসে,
২। ডাচ বাংলা ব্যাংক এবং
৩। বিকাশ।

বিঃদ্রঃ যেকোনো সার্ভিস অথবা পরিবহণ চার্জ অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে।

পেমেন্ট এবং টিউটোরিয়াল সংগ্রহ করার নিয়ে আরও বিস্তারিত জানাতে অর্ডার পাতায় ভিজিট করুন।

আরও বিস্তারিত জানতে কমেন্ট করুন অথবা জয়েন করুন আমাদেরঃ

ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/rangpursource/

ফেসবুক পেজঃ https://www.facebook.com/RangpurSource

টুইটার প্রোফাইলঃ https://twitter.com/RangpurSource

সবাই ভাল থাকুন।
মান সম্পন্ন কাজ শিখতে রংপুরসোর্সের সাথেই থাকুন! 🙂

16 thoughts on “রংপুরসোর্স প্রোজেক্টঃ হাই কোয়ালিটি প্রোফেসনাল ভিডিও টিউটোরিয়াল!

  1. ভাই,
    আমি এখানে coures করতে চাই । আপনারা কি কোন course করান ।
    আমি ওয়েব ডিজাইন, ACO শিখে outsouscing করতে চাই । যদি করান তাহলে please জানাবেন ।.

  2. "প্রফেশনাল স্ট্যাটিক ওয়েব ডিজাইন" এইখানে কি সম্পূর্ণ কোর্স আছে? আর এই কোর্সটির মূল্য কত?

    1. ভাইয়া ৩০% কোন চার্জ ছাড়াই দেখতে পারছেন ডাউনলোড করে। বাকি ৭০% + ৩০% এই ১০০% আপনি ডিভিডিতে পাবেন সব। 🙂

    2. "প্রফেশনাল স্ট্যাটিক ওয়েব ডিজাইন" এটি ওয়েবডিজাইন কিন্তু ওয়েবসাইট প্রোগ্রামিং নয় , তাইতো?

  3. আরিফ ভাই আমি কিভাবে আপনার তৈরি করা ওয়েব ডিজাইনের ডিভিডি সিডিগুলো পবো। এই ব্যাপারে আপনি বিস্তারিত জানাবেন কি? আমি বর্তমানে রাফি আইটি বিডি ব্লগ সাইটের এ্যাডমিন আছি। িআমার সাইট নিংক হলো http://www.rafiitbd.com/ কিন্তু আমার সাইটটি আরো সুন্দর করে সকলের মাঝে তুলে ধরতে চাই। তাই আপনার একান্ত সহযোগিতা কামনা করছি।

  4. আমি HTML, CSS, JAVASCRIPT জানি এবং PHP এর PRIMARY অংশ জানি এখন আমি কি করব?

    1. সবগুলো মিলে নিজের ইচ্ছা মত প্রোজেক্ট করেন। কি করবেন এতাও যদি অন্যকে বলে দিতে হয় তাহলে আপনার শেখার সার্থকতা কথা থাকলো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.