রংপুরসোর্সের পক্ষ থেকে অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দীর্ঘ ৩ মাসের বেশি সময় ধরে কাজ করার পর আজ আমাদের দ্বিতীয় ইবুকটি প্রকাশ করতে পেরে। আমাদের প্রথম ইবুকটি ছিল ফ্রীলান্সার ডট কম দিয়ে লিখা, যেটি সর্বসাধারণের জন্য বিনামূল্যে ডাউনলোডের ব্যবস্থা ছিল এবং যেটি এখন পর্যন্ত ২৮ হাজার বারের বেশি ডাউনলোড হয়েছে। 🙂
নতুন এই বইটির কভার পাতা নিম্নরূপঃ
২৯০ পাতার এই ইবুকটির নাম রাখা হয়েছে এইচটিএমএল, সিএসএস এবং ফটোশপ – পরিপূর্ণ ওয়েবসাইট তৈরির কৌশল। ১৮টি অধ্যায়ে বিভক্ত এই বইটিতে এইচটিএমএল সিএসএস একদম শুরু থেকে এডভান্স লেভেল পর্যন্ত উদাহরণ সহ শেখানো হয়েছে এবং ফটোশপ শেখানো হয়েছে ওয়েব ডিজাইনের কাজের প্রয়োজনীয়তা হিসেবে।
বইটির ১৮টি অধ্যায় নিম্নলিখিতভাবে সাজানো হয়েছেঃ
এইচটিএমএলঃ
অধ্যায়ঃ ১ – এইচটিএমএল ‘ব্যসিক’
এ অধ্যায়ে আলচনা করা হয়েছে এইচটিএমএলের একদম বেসিক ব্যাপারগুলো নিয়ে, যাতে করে যে কেউ সহজেই এইচটিএমএল সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারে।অধ্যায়ঃ ২ – এইচটিএমএল ‘ইন্টারমেডিয়েট’
এই অধ্যায়টি বিস্তারিতভাবে সাজানো হয়েছে এইচটিএমএলের টেক্সট এবং এইগুলোর ফরম্যাটিং নিয়ে।অধ্যায়ঃ ৩ – এইচটিএমএল ‘এডভান্স’
এই অধ্যায়ে দেখানো হয়েছে এইচটিএমএল টেবিল, লিস্ট এবং ফরম সহ অন্যান্য মেটা ইনফো গুলো।অধ্যায়ঃ ৪ – এইচটিএমএল ‘প্রো’!
এইচটিএমএলের লেটেস্ট ভার্সন html5, এইচটিএমএল মাল্টিমিডিয়া, এইচটিএমএলে দ্রুত কোড লিখার পদ্ধতি নিয়ে এই অধ্যায় সাজানো।সিএসএস
অধ্যায়ঃ ৫ – সিএসএস ‘ব্যসিক’
এইচটিএমএলের মতই সিএসএসের এই অধ্যায়ে সিএসএস সিলেক্টর সহ অন্যান্য ব্যসিক নিয়ে আলোচনা করা করা হয়েছে।অধ্যায়ঃ ৬ – সিএসএস ‘ইন্টারমেডিয়েট’
সিএসএস দিয়ে কিভাবে টেক্সটের ফরম্যাটিং করা যায়, কিভাবে কালারাইজ করা যায় সেই সব বিষয়গুলো এই অধ্যায়ে বিস্তারিতভাবে দেখানো হয়েছে।অধ্যায়ঃ ৭ – সিএসএস ‘এডভান্স’
সিএসএস দিয়ে কাস্টম লিস্ত স্টাইল, টেবিল ডিজাইন, ব্যাকগ্রাউন্ড সহ অন্যান্য আর কিছু বিষয় দেখানো হয়েছে।অধ্যায়ঃ ৮ – সিএসএস ‘প্রো’!
সিএসএস পজিশন, সুডো ক্লাস, বক্স মডেলের মত সিএসএসের ইম্পরট্যান্ট টপিকগুলো নিয়ে এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।অধ্যায়ঃ ৯ – সিএসএস ‘৩!
সিএসএসের নতুম ভার্সন css3 এর নতুন সব সিলেক্টর, টেক্সট ইফেক্ট, কলাম নিয়ে আলোচনা করা হয়েছে।ফটোশপ – ফর ওয়েব ডিজাইনার
অধ্যায়ঃ ১০ – ফটোশপ ‘ব্যসিক’
এই অধ্যায়ে ফটোশপ টুলস, প্যালেট, লেয়ার, মেন্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।অধ্যায়ঃ ১১ – ফটোশপ ‘প্রোজেক্ট’
ওয়েব ডিজাইনের কাজের জন্য ফটোশপের যেসব টুলস, প্যালেট সবচেয়ে বেশি দরকার হয়, সেগুলো নিয়ে ছোট ছোট প্রোজেক্ট দেখানো হয়েছে। এতে করে যেকেউ ফটোশপের প্রাথমিক ধারনা পাবে এবং পিএসডি ওয়েবসাইট সহজেই কোডে রুপান্তর করতে পারবে।প্রাক্টিক্যাল প্রোজেক্ট
অধ্যায়ঃ ১২ – পিএসডি স্লাইসিং
একটি স্ট্যান্ডার্ড পিএসডি টেমপ্লেটকে কিভাবে ফটোশপের সাহয্যে স্লাইসিং করা যায় সেই পদ্ধতির বিস্তারিত আলোচনা এবং প্রাক্টিক্যাল দেখানো হয়েছে।অধ্যায়ঃ ১৩ – এইচটিএমএল মার্কআপ তৈরি
পিএসডি টেমপ্লেট স্লাইস করার পর সেইটিকে এইচটিএমএল কোডে মাধ্যমে সাইটের স্ট্রাকচার তৈরি করার পদ্ধতি দেখনো হয়েছে।অধ্যায়ঃ ১৪ – সিএসএস স্টাইলিং
স্লাইস করা পিএসডি এবং এইচটিএমএল মার্কআপ তৈরির পর সিএসএস দিয়ে সেটিকে হুবহু পিএসডি টেম্পলেটের মত করে তৈরি করার কৌশল দেখানো হয়েছে।অধ্যায়ঃ ১৫ – কোড ভ্যালিডেশান
এইচটিএমএল এবং সিএসএস কোডে কোন ভুল বা অজান্তে কোন মিসিং হয়ে গেলে সেটি কিভাবে ভ্যালিড করতে হবে, সেই পদ্ধতি এই অধ্যায়ে দেখানো হয়েছে।ডোমেইন এবং হোস্টিং
অধ্যায়ঃ ১৬ – ডোমেইন
ডোমেইন কি এবং কেনও, কিভাবে ডোমেইন রেজিস্ট্রেশান করা যায়, সেগুলো এই অধ্যায়ে সচিত্র দেখানো হয়েছে।অধ্যায়ঃ ১৭ – হোস্টিং
ডোমেইনের মত হোস্টিং নিয়েও আলোচনা এবং রেজিস্ট্রেশান পদ্ধতি এই অধ্যায়ে সচিত্র দেখানো হয়েছে।অনপেজ এসইও
অধ্যায়ঃ ১৮ – ওয়েব এ্যাক্সেসিবিলিটি টেকনিক
অন পেজ এসইও কিভাবে করতে হয়, সেই পদ্ধতি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে।
বইটির ক্রয় করার পর আমাদের থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন। সাপোর্ট ইন্সট্রাকশন ইবুকের ভেতরেই দেয়া আছে। তাই আপনার সাপোর্ট নিশ্চিত করে পেতে বইয়ের ডাউনলোড লিঙ্ক মেইলটিতে দেয়া আপনার কাস্টমার আইডিটি সংগ্রহে রাখবেন।
এছাড়াও যেকোনো ইন্সট্রাকশন বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন নিচের লিঙ্কগুলোতে –
টেক ব্লগঃ http://www.blog.rangpursource.com
ফেসবুক পেজঃ https://www.facebook.com/RangpurSource
ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/rangpursource/
টুইটার প্রোফাইলঃ https://twitter.com/rangpursource
ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/user/rangpursource
তো শুরু করে দিন আপনার ওয়েবসাইট ডিজাইন ক্লাস আমাদের সাথে!
সবার সর্বাঙ্গীণ উন্নতি কামনা করে আজ এখানেই শেষ করছি।
ধন্যযোগ!
আরিফুল ইসলাম শাওন vai apnar RangpurSource(রংপুরসোর্স) ar thikana ta kothai ami akjon html5, css3, javascript, jQuery, wordpress kaj pari ami rangpur dhap a thaki.
Have you video tutorial of javascript,jquerym and wordpress developement?
আপাতত নেই। ফেব্রুয়ারি’২০১৫-র মধ্যে পেয়ে যাবেন। 🙂
বইটা ছাপানোর পরিকল্পনা আছে?
হ্যাঁ আছে। আগামী বই মেলায়! 🙂
free ni
Akhon koto kisuito free pawya jay.Aponake bikash korte hobe? Aktu daran google vaire bole dichsi!!!.Google jante parle khub mind korbe??Vai free diyen ami new learner….Valo
Nice & informative ebook i guess, but brother today anyone can find this info from websites… thousands of website are out there, anyway thx