৪৫টি উপায়ে আপনার ব্লগের জন্য কোয়ালিটি ব্যাকলিঙ্ক সংগ্রহ করুন

১। অন্য ব্লগে গেস্ট পোষ্ট লিখুন। যে সব ব্লগে গেস্ট পোষ্ট করবেন

২। ডু ফ্লো ব্লগে কমেন্ট করুন। আগেই নিশ্চিত হউন যে ব্লগটি আপনার ব্লগের সাথে মিল রয়েছে।

৩। একইভাবে সামঞ্জস্যপূর্ণ ফোরামে থ্রেড লিখুন সাথে আপনার ব্লগ পোষ্টের লিঙ্ক দিন।

৪। ফোরাম সিগনেচারে আপনার ব্লগের লিঙ্ক দিন।

৫। সোশ্যাল বুকমার্ক করুন বিশেষ করেঃ গুগল প্লাস, টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট একয়েকটিতে।

৬। ডিসকাশন বোর্ডে আপনার ব্লগ পোস্টের লিঙ্ক দিন থ্রেডে। Quora হল এমন একটি ডিসকাশন বোর্ড।

৭। ব্লগিং কমিউনিটিতে আপনার ব্লগ পোস্ট সাবমিট করুন। শুরু করার জন্য Blog EngageInbound ভাল।

৮। উত্তর প্রদানকারী সাইটে প্রশ্নের উত্তর দিন সাথে আপনার ব্লগ পোস্টের লিঙ্ক দিন। Yahoo Answers

৯। যখন ব্লগ লিখবেন তখন ব্লগগুলোর মধ্যে ইন্টারলিঙ্ক করুন।

১০। আপনার নিশ মোতাবেক অন্যান্য ব্লগারের সাথে লিঙ্ক ইন্টারচেঞ্জ করুন। লিঙ্ক পিরামিড তৈরী করুন।

১১। ব্লগিং ডিরেক্টরীতে আপনার ব্লগ সাবমিট করুন। list of Blog directories

১২। একই বিষয়ের উপর লিখছেন এমন ব্লগারকে মেইল করুন এবং সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করার জন্য উতসাহিত করুন।

১৩। নিশ ডিরেক্টরীতে আপনার ব্লগ সাবমিট করুন।

১৪। আপনার নিশ মোতাবেক লিখাছেন এমন অন্যান্য ব্লগারদের সাথে নেটওয়ার্ক গড়ে তুলুন।

১৫। সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে আপনার ব্লগ পোস্ট সাবমিট করুন।

১৬। stumbleupon এ আপনার আর্টিকেল পাব্লিশ করুন।

১৭। প্রেস রিলিজ করুন। press release sites

১৮। আরএসএস ডিরেক্টরীতে আরএসএস ফিড সাবমিট করুন। rss directories

১৯। ওয়েবসাইট রিভিউ ফোরামে আপনার ব্লগের রিভিউ লিখুন।

২০। আপনার ব্লগ পোস্টগুলো পিডিএফ ফাইলে রুপান্তর করে ডকুমেন্ট শেয়ারিং সাইটে সাবমিট করুন। list of document sharing sites

২১। squidoo এর মত ওয়েব ২ সাইটের সাহায্য নিয়ে ব্লগ প্রমোট করুন।

২২। high quality content  লিখুন।

২৩। সংবাদধর্মী পোস্ট লিখুন এবং চেস্টা করুন সংবাদটি সবার আগে প্রদান করতে।

২৪। সিএসএস ডিরেক্টরীতে ব্লগ সাবমিট করুন।

২৫। linkbait পোস্ট লিখুন।

২৬। top list posts লিখুন।

২৭। Dmoz এ আপনার ব্লগ সাবমিট করুন।

২৮। .edu এবং.gov ফোরাম ও ব্লগে আপনার ব্লগ সাবমিট করুন।

২৯।  Google Groups এবং Yahoo Groups ব্যাবহার করুন।

৩০। নিজের জন্য একটি উইকিপিডিয়া পেজ তৈরী করুন এবং রিসোর্সে আপনার ব্লগের লিঙ্ক দিন।

৩১। ব্লগিং কন্টেস্টে স্পন্সর করুন।

৩২। সেলিব্রিটিদের নিয়ে ব্লগ লিখুন।

৩৩। আপনার থীম ডিজাইনারের সাথে যোগাযোগ করুন এবং তাকে বলুন তার পোর্টফোলিওতে আপনার ব্লগটি যুক্ত করতে।

৩৪। ম্যানুয়াল বা টিউটোরিয়াল তৈরী করুন।

৩৫। How to জাতীয় পোস্ট লিখুন।

৩৬। সংখ্যা দিয়ে শুরু যেমনঃ ৭টি উপায়ে – এরকম পোস্ট লিখুন।

৩৭। লোকাল বিজনেস ডিরেক্টরীতে আপনার ব্লগ সাবমিট করুন।

৩৮। about.com এ লিখুন এবং আপনার ব্লগটি লিঙ্ক করে দিন।

৩৯। “Apple has bought Google for $260Billion” এরকম রসিকতামূলক পোস্ট লিখুন।

৪০। একটি ইউটিউব ভিডিও তৈরী করুন এবং আপনার ব্লগটির লিঙ্ক দিন।

৪১। ফ্রী ডাউনলোড অফার করুন আপনার ব্লগে।

৪২। আপনার ব্লগ নিয়মিত আপডেট করুন।

৪৩। অনেক ছবি যুক্ত করুন আপনার লেখা ব্লগটিতে।

৪৪। “top 10 myths” অথবা “top 10 mistakes” জাতীয় ব্লগ লিখুন।

৪৫। পেইড লিস্ট সাইট Yahoo Directory এবং BOTW directory  এ যুক্ত হউন।

 

3 thoughts on “৪৫টি উপায়ে আপনার ব্লগের জন্য কোয়ালিটি ব্যাকলিঙ্ক সংগ্রহ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.