চলতি ফেব্রুয়ারী মাস জুড়ে রংপুরসোর্স.কম এর সকল প্রকার ওয়েব সার্ভিসের উপরে ১৫% এবং বিশেষ কুপনের মাধ্যমে ২০% পর্যন্ত ছাড় চলবে। এছাড়াও আরো কিছু সেবা চালু হবে যাচ্ছে। এ বিষয়ে রংপুরসোর্স কর্তৃপক্ষের থেকে বিস্তারিত জানানো হয়েছে…
চলতি ফেব্রুয়ারী মাস জুড়ে রংপুরসোর্স তাদের প্রতিটি ওয়েব গ্রাহক সেবার উপরে ১৫% ছাড় এবং বিশেষ কুপন কোডের মাধ্যমে সার্ভিস নেয়া গ্রাহক সেবাতে প্রথম ৭জন কুপন ব্যবহারকারীকে ২০% ছাড় দিবে। কুপন কোডঃ “RSFEB21”। ব্যক্তিগত শেয়ারড হোস্টিং এর পাশাপাশি রিসেলার হোস্টিং কিনে আপনিও হোস্টিং ব্যবসায় শুরু করতে পারেন। এছাড়াও ফ্রিলান্সিং, ব্লগিং, ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন এর উপরে পেশাগত প্রশিক্ষন গ্রহনের উপরে ভর্তি এবং সাথে মাসে জুড়ে থাকছে চলতি এসএসসি পরীক্ষার্থীদের জন্য থাকছে কম্পিউটারের ব্যসিক কোর্সসহ বিভিন্ন মেয়াদে বিভিন্ন কোর্সে প্রশিক্ষনের জন্য ভর্তি হবার সুযোগ।
ওয়েব সার্ভিস এর বিস্তারিত জানতে ব্লগের ওয়েব সল্যুশন পাতা অথবা সরাসরিঃ www.rangpursource.com ই-মেইলঃ info@rangpursource.com। সরাসরি মোইবালঃ ০১৭২৩৭৬৬৪৭৫, ০১৯২১৪১৮৫১৮।