গত ১ ডিসেম্বর রংপুরের মাহিগঞ্জস্থ রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হয়ে গেল ইনফরমেশন টেকনোলজিতে ক্যারিয়ার গঠন মূলক সেমিনার। সেমিনারের আয়োজন করেন রংপুরসোর্স নামক সফটওয়্যার ও ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি। সকাল ১১ টার দিকে সেমিনারের উদবোধন করেন রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আশারাফুল আল আমিন। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নিরব বরন নাথ ও অন্যান্য শিক্ষকগণ।
সেমিনারের প্রথম অংশে আইটি সেক্টর ও জব অপরচুনিটি নিয়ে আলোচনা করেন রংপুরসোর্সের প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ আরিফুল ইসলাম শাওন। দ্বিতীয় অংশে ক্যারিয়ার নিয়ে আলোচনা করেন রংপুরসোর্সের ব্রান্ড এম্বাসাডর লাব্বী আহসান। এরপর কুইজ অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সেমিনারে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আয়োজকরা বলেন এরকম সেমিনার আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।