ডাউনলোড করুন একটি পরিপূর্ণ “ফ্রীলান্সার” টিউটোরিয়াল ই-বুক!

বলা বাহুল্য, ফ্রীলান্সিং করার শুরুর দিকে যতটা কাঠখড় পাড়ি দিতে হয়েছে এবং এখনও দিতে হচ্ছে, তা এখনকার বেশির ভাগ নতুন ছেলে/মেয়ে, যারা এই লাইনে আসছে প্রতিনিয়তই তাদের এমন ধৈর্য্য ধরে কাজ শিখে নিজেকে এগিয়ে যাবার মানুষিকতা নেই। তাই অল্প কিছুদিনের মধ্যেই যেকোন কাজে অজ্ঞতা বশতঃ তাদের থেকে আয় করার আসল ইচ্ছাটাই দূরে চলে যায়। ফলে অনেকেই কম জেনে বা একে বারেই না জেনে এই লাইনে কাজ করতে এসে সফল হতে না পেরে তাদের মূল্যবান প্রতিটি মূহুর্তকে বিলিয়ে দিচ্ছে।

একটি কথা যারা আসলেই অনলাইনে আয় করছেন তাদের প্রতিটি মানুষের সফলতার পিছনে অনেক সময়, শ্রম এবং অধ্যাবসায় এবং চরম শিখার মানুষিকতাই তাদেরকে সাফল্যের দাঁড়প্রান্তে পৌছাতে সহায়তা করেছে। তাই এখনও যারা শিখার মানুষিকতা ছাড়া ইন্টারনেটে আয় করার স্বপ্নে বিভোর তারা এমন অর্থহীন স্বপ্নগুলোকে দূর করুন এবং সময় ব্যয় করে পুঙ্খানুপুঙ্খ কাজ শিখতে শুরু করুন।

অনেকেই আছে কাজ জানেন কিন্তু কিভাবে ফ্রীলান্সিং সাইটগুলোতে কাজের জন্য আবেদন করবেন তা জানেন না বা আপনার আশে পাশের এমন কেউই নেই যাদের থেকে আপনি সাহায্য সহায়তা নিবেন। আবার এমনও আছেন হাজার হাজার টাকা খরচ করেও শিখতে পারে নাই আসলেই কিভাবে এই সাইটগুলোতে কাজ করতে হয়। না পারার কারন হিসেবে বলবো আপনি প্রোফেশনালী কাজগুলো দেখায় নেবার মত এমন কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে পান নাই যারা আপনাকে হাতে কলমে এই কাজ গুলো শিখায় দিবে। তাই নিজের পিছনের সময়গুলোর কথা চিন্তা করে এবং অন্যরা যেন সহজেই কাজে নামতে পারে এই প্রয়াস নিয়ে সবার জন্য মাতৃভাষায় চিত্রভিক্তিক পূর্ণাঙ্গ ফ্রীলান্সিং গাইড “ফ্রীলান্সার” টিউটোরিয়াল প্রকাশ করছি।

নিজে কাজ করে বাস্তবিকতার আলোকে লিখা এই পিডিএফ বইটি পড়ে এবং শিখে যদি একজন-ও সফলতা অর্জন করতে পারে, তবেই আমার লিখার স্বার্থকতা।

পিডিএফ বইটির টিউটোরিয়াল সূচীপত্রঃ

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ১

বিষয়বস্তুঃ যেভাবে ব্যবহারকারী নিবন্ধন এবং প্রোফাইল সাজাবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ২

বিষয়বস্তুঃ যেভাবে ফ্রীলান্সারে প্রোজেক্ট বিড করবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ৩

বিষয়বস্তুঃ ফ্রীলান্সার এর সবগুলো মেন্যু পরিচিতি।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ৪

বিষয়বস্তুঃ যেভাবে প্রোজেক্ট জয়লাভ করতে পারবেন

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ৫

বিষয়বস্তুঃ যেভাবে মানিবুকার্স দিয়ে টাকা উত্তোলন পদ্ধতি।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ৬

বিষয়বস্তুঃ যেভাবে মানিবুকার্স থেকে ফ্রীলান্সার একাউন্টে ডলার ডিপোজিট/জমা করবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ৭

বিষয়বস্তুঃ যেভাবে ফ্রীলান্সারে বায়ার হবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ৮

বিষয়বস্তুঃ যেভবে প্রোভাইডার/ওয়ার্কারকে মাইলস্টোন পেমেন্ট দিবেন এবং তা কাজ শেষে রিলিজ করবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ৯

বিষয়বস্তুঃ যেভাবে বায়ার এবং প্রোভাইডার/ওয়ার্কারকে ফিডব্যাক/রিভিউ দিবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ১০

বিষয়বস্তুঃ যেভাবে নিচের কাজের মূল্য এবং চাহিদা ঠিক রেখে বায়ারের কাজ করবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ১১

বিষয়বস্তুঃ নতুন ফ্রীলান্সারদের সচারচর জিজ্ঞাসা প্রশ্ন (সজিপ্র) এবং তার উত্তর।

বইটির সকল সর্বস্বত্ত্ব বিজ্ঞানপ্রযুক্তি ব্লগের। ২০১১-তে যখন লিখতে শুরু করি তখন আর এখনের ফ্রীলান্সার সাইটের ইন্টারফেসগত কিছু পরিবর্তণ এসেছে। তাই কিছু কিছু ক্ষেত্রে হয়তো মিল নাও থাকতে পারে। তারপরেও চেষ্ঠা করেছি নতুন ফিচারগুলোকে সংযুক্ত কর বার। সাথে বানানগত যেকোন ভুল থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বাধিত করবেন। বইটি নিয়ে সামনে আরো কাজ করবার ইচ্ছা রয়েছে। কিন্তু তা পাঠকগণের চাহিদা এবং আগ্রহের উপরে নির্ভর করবে পরবতীর্তে ই-বুকটি আপডেট হবে কিনা।
বিশেষ দ্রষ্ঠব্যঃ বইটি সবা্র জন্য উম্মুক্ত এবং বিনামূল্যে বিতরনের উদ্দেশ্যে তৈরী করা হয়েছে। কেউ নিজের স্বার্থান্বষে পিডিএফ বইটি কারও নিকট হস্তান্তর করতে বিনিময়ে অর্থ বা অন্য কিছু দাবি কবার মত নোংরামি করবেন না।

বইটি ডাউনলোড করুন নিচে থেকে সম্পূর্ণ ফ্রি-তে! এবং ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। 🙂

পোষ্টি একই সাথে আমার ব্যক্তিগত ব্লগে প্রকাশিত।

29 thoughts on “ডাউনলোড করুন একটি পরিপূর্ণ “ফ্রীলান্সার” টিউটোরিয়াল ই-বুক!

  1. আপনাকে অনেক ধন্যবাদ দেশের ফ্রিল্যান্সিংকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আপনার এই বইটি। শুভ কামনা আপনার জন্য।

    1. সরি ব্রাদার … ব্যস্ত ছিলাম তাই উত্তর দিতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ পাওয়া যারে.. সেটা নিয়ে কাজ করছি….. পাবেন হয়তো শীগ্রই।

  2. Pingback: | Pidhim.com
  3. শাওন ভাই, আপনার ই-বুক ডাউনলোড দিলাম। ওডেস্ক নিয়ে লিখলে জানাবেন, অপেক্ষায় থাকলাম। আর এইটার জন্য ধন্যবাদ।

    মজার ব্যাপার কি জানেন, যদিও আমার চাকরির সেক্টর টা ভিন্ন কিন্তু শুধুমাত্র নিজের আগ্রহ আর ভালো লাগা থেকে আমি আপনাদের সাথে। ইচ্ছা আছে সাথে থাকার।

  4. আপনার এ প্রয়াশ বাস্তবতা পাবে বলে আশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.