ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “ফীভার” টিউটোরিয়াল – তৃতীয় পর্ব !

ফ্রীলান্সিং মার্কেটপ্লেস ফীভার নিয়ে এটা আমার তৃতীয় টিউটরিয়াল। গত পর্বে আলোচনা করেছিলাম কিভাবে ফিভারে গিগ পোষ্ট করবেন । আজকে দেখানো হবে অর্ডার কমপ্লিট করবেন । তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল…

অর্ডার পাওয়া:

গিগ পোষ্ট করার পরে কোনো বায়ার যদি আপনার গিগে অর্ডার করেন তাহলে ফীভার থেকে আপনার ইমেইলে এবং ফীভার একাউন্টে নোটিফিকেশন দেয়া হবে ।

অর্ডার কমপ্লিট করা:

প্রথমে আপনার ফীভার একাউন্টে লগইন করে Seller থেকে Manage Sales এ ক্লিক করুন ।

এখানে আপনার চলমান অর্ডার গুলো দেখতে পাবেন । 

অর্ডারের উপরে ক্লিক করে ওপেন করুন । বায়ারের দেয়া নির্দেশনা দেখতে পাবেন ।

এবার বায়ারের নির্দেশনা অনুযায়ী কাজ করতে শুরু করে দিন। 🙂

অর্ডার ডেলিভারি করা:

অর্ডার এর কাজ শেষ হয়ে গেলে আপনাকে অর্ডার বায়ারকে ডেলিভারি করে দিতে হবে । চলুন দেখা যাক কিভাবে অর্ডার ডেলিভারি করবেন ।

পূর্বের মত Seller – Manage Sales থেকে অর্ডার পেজটি ওপেন করুন । অর্ডার বক্সের নিচে “Deliver Completed Work” অপশন পাবেন ।

এখানে বায়ারকে তার কাজের প্রমান লিখুন। ইচ্ছা হলে Upload অপশন ব্যাবহার করে কোনো ফাইল আপলোড করে দিতে পারেন । সবকিছু ঠিক থাকলে Send অপশনে ক্লিক করে আপনার প্রমান সেন্ড করে দিন ।

সকিছু ঠিক থাকলে আপনার প্রুফ বায়ারের কাছে চলে যাবে এবং অর্ডারটি “Delivered” হিসেবে মার্ক হয়ে থাকবে । আপনাই অর্ডার ডেলিভারি করার পরে বায়ারকে আপনার কাজের রেটিং দিতে হবে । এখানে কোনো স্টার এর ব্যাবস্থা নেই । আপনার কাজ যদি বায়ারের ভালো লাগে তবে আপনাকে পজিটিভ রেটিং এবং খারাপ লাগলে নেগেটিভ রেটিং দিতে পারবেন । আর আপনার বায়ার যদি আপনার কাজের উত্তর না দেন তাহলে তিন দিনে পরে আপনার অর্ডারটি নিজে থেকে এপ্রুভ হয়ে যাবে তবে সেক্ষেত্রে আপনি কোনো রেটিং পাবেন না ।

কিভাবে পেমেন্ট পাবেন এবং টাকা উত্তোলন করবেন সেটা নিয়ে পরবর্তী পরে আলোচনা করা হবে ।

সাথে থাকার জন্য ধন্যবাদ 🙂 ।

6 thoughts on “ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “ফীভার” টিউটোরিয়াল – তৃতীয় পর্ব !

  1. হুম ভাল হচ্ছে… বাকি পোষ্ট গুলো দ্রুত প্রকাশ করো। তোমার পোষ্ট পড়ে অনেকেই উপকৃত হচ্ছে। তোমার জন্যও শুভকামনা। 🙂

    1. ধন্যবাদ । বাকি পোষ্টগুলো তারাতাড়ি দেইতে চেষ্টা করবো 😀

  2. যদি কোনো ডিজাইনের কাজ হয় তাহলে ডিজাইনটি কি এখানেই ডেলিভারী দিতে হবে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.