ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “ফীভার” টিউটোরিয়াল – দ্বিতীয় পর্ব !

Print Friendly, PDF & Email

ফ্রীলান্সিং মার্কেটপ্লেস ফীভার নিয়ে এটা আমার দ্বিতীয় টিউটরিয়াল। গত পর্বে আলোচনা করেছিলাম কিভাভে ফিভারে সাইন আপ করবেন এবং আপনার প্রোফাইল সাজাবেন। আজকে দেখানো হবে কিভাবে গিগ পোষ্ট করতে হবে ।

গিগ পোস্টিং :

প্রথমে ফীভারে লগইন করে নিচে দেখানো ছবির মত Seller থেকে My Gigs এ ক্লিক করুন ।

Add New Gig এ ক্লিক করুন ।

এবার নিচের ছবির মত গিগ পোষ্টিং পেজ আসবে । এখানে আপনার গিগ লিখতে হবে । নিচের ছবিটি অনুসরন করুন ।

I will এর পরবর্তী অংশে আপনার গিগের টাইটেলটি লিখুন, উদাহরণস্বরূপ আমি লিখলাম I will give you 1000 Twitter Follow for 5$. উল্লেখ্য যে এখানে 5$ ফিক্সড । আপনি এটা কম কিংবা বেশি করতে পারবেন না ।

Description: এখানে আপনার গিগ সম্পর্কে বিস্তারিত লিখুন । এটি সবথেকে গুরুত্বপূর্ণ কেননা বায়ার আপনার গিগে অর্ডার করবে আপনার গিগ Description দেখে ।

Instruction to Buyer: আপনার গিগ এর অর্ডার ভালোভাবে সম্পূর্ণ করার জন্য বায়ারের কাছ থেকে কি কি তথ্য প্রয়োজন সেটা এখানে লিখুন । উদাহরণস্বরূপঃ আপনার গিগ যদি হয় I will give you 1000 Twitter Follow for 5 তাহলে Instruction to Buyer এর ঘরে লিখতে পারেন Give Me Your Twitter Username. যদি কোন তথ্যের দরকার না হয় তাহলে লিখতে পারেন Order Me To Start Working` । উল্লেখ্য যে এই ঘরটি আপনি কখোনোই ফাকা রাখতে পারবেন না । আপনার গিগে অর্ডার আসার পরে বায়ারকে আপনার Instruction অনুযায়ী তথ্য দিতে হবে নতুবা আপনার অর্ডার ডেলিভারি দিতে পারবেন না এবং নিদৃষ্ট সময় পরে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে ।

Tags: এখানে গিগ রিলেটেড কিছু শব্দ লিখুন । যত ইচ্ছা ট্যাগ ব্যাবহার করতে পারেন কিন্তু তা যেন গিগ রিলেটেড হয় । একাধিক ট্যাগ কমা দিয়ে আলাদা করে রাখতে হবে ।

Maximum Days To Complete: আপনি আপনার অর্ডারটি কত সময়ের মাঝে শেষ করতে পারবেন তা লিখুন ।

Add Image: এখানে গিগ রিলেটেড একটি ছবি আপলোড করুন (অবশ্যই JPEG ফরম্যটের) । Add More Image অপশনটি ব্যাবহার করে চাইলে একাধিক ছবি আপলোড করতে পারেন ।

Gig Extras: এই সুবিধাটি সবার জন্য নয় , এটি ব্যাবহার করতে হলে আপনাকে অন্তত First Level Seller হতে হবে ( Seller Level নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে)। এটি ব্যাবহার করে আপনি আপনার গিগের সাথে এক্সট্রা গিগ জুড়ে দিতে পারেন  . এক্সট্রা গিগের দাম 5$ , 10$ , 20$ যেকোনো একট দিতে পারেন । এক্সট্রা গিগ এড করলে যদি কেউ আপনার গিগে ক্লিক করে তাহলে মুল গিগের সাথে এক্সট্রা গিগটিও দেখতে পাবে এবং একসাথে দুটোই অর্ডার করতে পারবে ।

সব কিছু ঠিকভাবে হয়ে থাকলে সেভ এ ক্লিক করুন । নিচের মত পেজ দেখতে পাবেন । এখানে আপনাকে ভিডিও আপলোড করলে বলা হবে । আপনি চাইলে এটি Skip  করে দিতে পারেন ।

ব্যস হয়ে গেল গিগ পোষ্টিং । প্রতিদিন যত ইচ্ছা গিগ পোষ্ট করতে পারবেন । তবে বেশি বেশি গিগ দিলে যে বেশি অর্ডার পাবেন তা হয় আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন ধরনের গিগের চাহিদা বেশি তার দিকে । কিভাবে বেশি অর্ডার পাবেন তা নিয়ে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করা হবে । সাথে থাকার জন্য ধন্যবাদ ।

8 thoughts on “ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “ফীভার” টিউটোরিয়াল – দ্বিতীয় পর্ব !

  1. ভাইয়া,গিগ জিনিসটা কি? আমি একাউন্ট খুলেছি, কিন্তু গিগ সম্পর্কে ধারনা না থাকায় আটকে গেছি,প্লিজ একটু বলেন গিগ কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.