এমএস ওয়ার্ড দিয়েই .pdf ফাইল তৈরী করুন!

Print Friendly, PDF & Email

ছোট একটি টুল শেয়ার করতে আজকের এই পোষ্টি লিখতে বসা। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পিডিএফ তৈরী করতে ইচ্ছুক কিন্তু এটি তৈরী করতে প্রায়শই দেখা যায় এই সফটওয়্যার, ঐ সফটওয়্যার এর খোঁজ করেই সমঁয় পার করেন কিন্তু কাজের কাজ করা হয়না। তার কারন হিসেবে বলা যায় যদি ফ্রী সফটওয়্যার(আমরা ফ্রী মাল নিতে বেশি পছন্দ করি তাই) ভাগ্যক্রমে খুঁজেও পাই তার নিজেস্ব বিজ্ঞাপন, জটিল পদ্ধতিগত কৌশল ইত্যাদির কারনে দেখা যায় আসল কাজ হয়।

যাক ওসব কথা, আমি আজ যেটি শেয়ার করবো, হয়তো অনেকে
ব্যবহারও করেন বা নাও করতে পারেন। কোন সফট ছাড়া মাত্র ৯১৫কেবি এর এমএস ওয়ার্ড টুল ব্যবহার করে পিডিএফ করতে পারবে একদম ঝামেলাহীন ভাবে। ভাবছেন কিভাবে? চলুন দেখি…

মাইক্রোসফট এর ওয়েব সাইট থেকে টুলটি ডাউললোড করতে নিচের ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন।

ডাউনলোড

টুলটি শুধুমাত্র অফিস ২০০৭ ভার্সনে কাজ করবে, সেটি ইন্সটাল না থাকলে ইন্সটাল করে নিন। যদি মনে করেন আপনি অন্য অফিস ভার্সন(২০০০ বা ২০০৩) এবং ২০০৭ একই সাথে ব্যবহার করবেন এবং শুধু মাত্র পিডিএফ করতে অফিস ২০০৭ ব্যবহার করবেন তাহলে আমার ব্যক্তিগত ব্লগের পোষ্টি দেখুন। এবার টুলটি সাধারন যেকোন সফটওয়্যারের মত করে ইন্সটাল করুন পিসিতে। ইন্সটল হবার সাথে সাথে এটি স্বয়ংক্রীয়ভাবে অফিস ২০০৭ এর ওয়ার্ডের সাথে লিঙ্ক হয়ে যাবে অফিস ট্যাবে।

এবার আপনার ইচ্ছামত যেকোন লিখা এবং ইমেজ দিয়ে অফিস ওয়ার্ড ২০০৭ ভার্সনে একটি ডকুমেন্ট তৈরী করুন। তারপর নিচের দেখানো ছবিরমত পদ্ধতিগুলো অনুসরন করুন…

১. অফিস বাটনে ক্লিক করুন।
২. Save As> PDF or XPS ক্লিক করুন।

৩. এবার লোকেশন দেখায় দিন। তারপর সেভ করুন।

ব্যস! আপনার পিডিএফ তৈরী।

আজ এই পর্যন্তই!

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.