গুগল প্লাস টিউটোরিয়ালঃ যেভাবে স্ট্রীম শেয়ার এবং নিয়ন্ত্রন করবেন!

Print Friendly, PDF & Email

গুগল প্লাসের চতূর্থ টিউটোরিয়ালে স্বাগতম সবাইকে! পোষ্টির টাইটেল দেখে হয়তো অনেকেই ভাববেন স্ট্রীম দেয়াটা আবার এমন কি আহামরি ব্যাপার। আহামরি অবশ্যই রয়েছে। আরেক টি কথা, জি+ এ স্টাটাস দেয়াকে বলে “স্ট্রীম”। তো চলুন শুরু করি…

সচরচর ফেসবুকে আমরা যেভাবে স্টাটাস লিখি ঠিক সেভাবেই স্ট্রীম লিখবো, তবে… ফেসবুকে স্টাটাস এবং জি+ এ স্ট্রীম শেয়ারিং এর সময় কিছু ভিন্নতা রয়েছে। যেগুলো আপনি ফেসবুকে প্রাইভেসি সেটিংসে কিছু পাবেন আর বাকীগুলো ফেসবুকের অন্তর্ভূক্ত নাই।

১. আপনার জি+ আইডিতে লগইন করুন।
২. হোম পেজে আসুন।
৩. স্ট্রীম হিসেবে যা শেয়ার করতে চান তা স্ট্রীম এরিয়াতে লিখুন। যেমনঃ আমি লিখেছি “গুগল প্লাসের চতূর্থ টিউটোরিয়ালে স্বাগতম সবাইকে!” এখন আমি যদি চাই যে আমার জি প্লাস সার্কেলের শুধু মাত্র ‘বাংলা ব্লগার’ সার্কেলকেই স্ট্রীমটি দেখাবো তবে, স্ট্রীম এরিয়া থেকে ‘বাংলা ব্লগার’ সার্কেল বাদে অন্যান্য সার্কেলগুলোর পাশের ক্রস বাটনে ক্লিক করে সেগুলো মুছে দিন তারপর Share বাটনে ক্লিক করুন। দেখুন আমার স্ট্রীমটি কেমন দেখাচ্ছে…

উপরের চিত্রে দেখুন আমার স্ট্রীমটি লিমিটেড প্রদর্শণ করছে। এটা এই কারনেই যে আমি শুধু মাত্র ‘বাংলা ব্লগার’ সার্কেলকেই এই স্ট্রীমটি প্রদর্শণ করার জন্য সেট করেছি। আর যদি সব সার্কেলকে দেখাতে চাই তাহলে সব সার্কলের নাম উল্লেখ করে দিতে হতো। আর যদি সবার জন্য(সার্কেল+ননসার্কেল)দিতাম তাহলে স্ট্রীম লিখে Share করতে গেলেই ড্রপডাউন মেন্যু আসবে এবং সেখানে থেকে Public সিলেক্ট করে শেয়ার করলে তা আমার ফেন্ড না হয়েও অন্যরা দেখতে পারবে। নিচের চিত্রে দেখুন…

এবার আপনি যদি ইচ্ছা করেন আপনার স্টাটাসটি আপনার সার্কেলে বন্ধুদের(যাদের শেয়ার করবেন) তাদের মেইল এর মাধ্যমে জানাবেন তাহলে যে সার্কেলের বন্ধুদের মেইল নোটিফাই করবেন সেই সার্কেল সিলেক্ট করে সার্কেল নামের উপরে মাউস হোভার করুন। নিচের ছবির মত একটি নোটিফাই বক্স পাবেন সেখানে থেকে নিচের দেখানে লেখায় চেক করুন তারপর শেয়ার স্ট্রীমটি করুন। এর ফলে আপনার সার্কেলের বন্ধুরা জি+ এর পাশাপাশি তাদের মেইলেও নোটিফাই পাবে।

৪. এতো গেল টেক্সট স্টাটাস শেয়ার করার পালা। এবার দেখুন লিখার সাথে ছবি বা ভিডিও কিভাবে এবং কত ভাবে দিতে পারবেন…
আপনি চাইলে হার্ডডিক্স থেকে, অথবা সরাসরি আপনার মোবাইল থেকে ছবি আপলোড করতে পারবেন। তবে মোবাইল থেকে সরাসরি আপলোড করতে হলে আপনাকে এন্ড্রয়েড সমর্থিত মোবাইল ব্যবহার করতে হবে এবং তার জন্য এন্ড্রয়েব এ্র্যাপ ব্যবহার করতে হবে। নিচের চিত্রে দেখুন…

৫. ভিডিও শেয়ারিং এ আছে সরাসরি হার্ডডিক্স, মোবাইল, ইউটিউব এবং ওয়েব ক্যাম দিয়ে সরাসরি রেকর্ড করে শেয়ার করতে পারবেন। নিচের চিত্রে দেখুন…

৬. লিঙ্ক এবং লোকশন শেয়ার করতে স্ট্রীম এরিয়ার ফটো এবং ভিডিও এর পাশের দুটি অপশন ব্যবহার করতে হবে। নিচের চিত্রে দেখুন…

৭. ফেসবুকে একটি সমস্যা ছিল কোন স্টাটাস দিলে তা ডিলিট না করলে বা শেয়ার করার আগে কাউকে রেস্ট্রিকটেড না করলে তা যে কেউ-ই(ফ্রেন্ড লিস্টের) মন্তব্য এবং শেয়ার করতে পারে। এমনকি কোন স্টাটাস লিখতে ভুল হলে তা ডিলিট না করে সম্পাদন করা যতে না। কিন্তু জি প্লাসে আপনি চাইলে আপনার স্ট্রীমকে শেয়ার করার পর স্ট্রীম শেয়ার ডিজেবল, মন্তব্য লক এবং পোষ্ট সম্পাদান করতে পারবেন। নিচের চিত্রে দিখুন স্ট্রীম এর পাশের Option menu ব্যবহার করে আপনি পোষ্ট সম্পাদন, প্রয়োজনে ডিলিট, মন্তব্য লক এবং পোষ্ট লক করতে পারবেন। নিচের চিত্রটি দেখুন…

মন্তব্য এবং শেয়ার করা বন্ধ করে দিলে আপনার স্ট্রীমটি নিচের মত দেখাবে…

৮. ফেসবুকের মত কোন পোষ্টে কাউকে মেনশন করতে পারবেন @ সাইনের পাশাপাশি + দিয়েও।

আজ এ পর্যন্তই!

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। 🙂

One thought on “গুগল প্লাস টিউটোরিয়ালঃ যেভাবে স্ট্রীম শেয়ার এবং নিয়ন্ত্রন করবেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.