Ginger it! – ইংলিশ ট্রান্সলেশন চেকার!

Print Friendly, PDF & Email

আমরা সচারচর যারা ইংরেজিতে ব্লগ লিখি অথবা নিজের প্রয়োজনীয় কাজ গুলো ইংরেজিতে লিখার প্রয়োজন অনুভব করি তারা প্রায়শই ইংলিশ এর ব্যকরনগত সমস্যায় ভুক্তভুগি। কারন আমরা ভাষাগত ভাবে ইংরেজ না এবং বেশির ভাগ-ই ইংরেজি ভাইরাসে আক্রান্ত কারনটা হয়ত এখন আর বলার অপেক্ষা রাখে না। যারা এধরনের সমস্যায় পড়ছেন সচারচর তাদের জন্য একটি অসাধারন সফটওয়্যার হচ্ছে “Ginger it!”

প্রথমে সফটয়্যাটি ডাউনলোড করুন ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তারপর সফটয়্যারটি ইন্সটাল করুন। এখন MS Word এর ইংলিশ কোনো ডকুমেন্ট ওপেন করুন, তারপর ডেস্কটপ অথবা স্টার্ট মেন্যু আইকন থেকে সফটয়্যারটি ওপেন করুন। এবার দেখুন MS Word ডকুমেন্ট উইন্ডোর ঠিক টাইটেল বারে Ginger it! নামের বাটন আসবে। এবার MS Word এর ইংলিশ ডকুমেন্টটি ওপেন রেখেই Ginger it! বাটন এ ক্লিক করুন, আর দেখুন যদি আপনার ডকুমেন্ট এ কোনো গ্রামাটিক্যাল ভুল থাকলে তা লাল রঙ দিয়ে মার্ক করে দেখাবে নিচের মত…

আপনার প্রয়োজনীয় স্থানে ভুল পেলে শুধু বাম পাশের Approve বাটনে ক্লিক করেই ট্রান্সলেশন ঠিক করে নিতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি বাংলিশ লিখেন মানে আমার নাম ইংলিশেঃ “Ariful Islam Shaon” এই ক্ষেত্রে ট্রান্সলেটরটি বাংলিশকে ভুল হিসেবে ধরবে। এই ধরনের ভুলগুলো ইগনর করবেন। তাহলে সমস্যা হবে না। 🙂

আজ এই পর্যন্তই!
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন! 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.