মাইক্রওয়ার্কার নিয়ে আগের টিউটোরিয়াল গুলো আরিফুল ইসলাম শাওন ভাই লিখেছিলেন। সেই টিউটোরিয়াল গুলো মিস করে থাকলে পড়ে নিতে পারেন। 🙂 তো এই পর্ব শুরু করা যাক…
সাধারণত অনলাইন বুকমার্ক করা আর কোন Web Browser এর বুকমার্ক করা এক নয়। সেটা আপনারাও জেনে থাকবেন। অনলাইনে এরকম অসংখ্য বুকমার্ক সাইট রয়েছে। আজ আমি এসব সাইট থেকেই একটা সাইট এর মাধ্যমে বুকমার্ক করা শিখাবো। আর সেই সাইটটি হল www.stumbleupon.com । মাইক্রোওয়ার্কারে আগে Cheetu সাধারণত এই সাইটিটেই খালি বুকমার্ক করতে দিত। কিন্তু এখন নানা সাইট এ বুকমার্ক করতে দেয়। সামান্য কিছু পরিবর্তন ছাড়া সব সাইটের বুকমার্ক করার নিয়ম একই। কিন্তু সেগুলো আপনারা নিজেই বুঝতে পারবেন। চলুন টিউটোরিয়াল শুরু করে দেই…
১. প্রথমে www.stumbleupon.com/login এ গিয়ে login করুন। Stumbleupon এ আগে থেকে রেজিস্টার করা না থাকলে এখনই Register করে নিন।
২. এবার ছবিতে যেভাবে দেখিয়েছি সেভাবে “Add a page” এ ক্লিক করুন বা এই লিঙ্ক http://www.stumbleupon.com/submit এ যান।
দেখবেন নিচের মত পেজ আসবে
৪. এবার নিচের ছবি তে Web page address অপশন এ আপনাকে যে লিঙ্ক টা Bookmark করতে বলবে সেই লিঙ্ক টা দিন। ধরুন আমাকে http://www.rangpursource.com লিঙ্ক টা বুকমার্ক করতে বলা হয়েছে। আমি তা দিলাম।
এবার Is this page Safe for work? এ Yes অপশন এ ক্লিক করুন।
এবার What’s this page about এ আপনি যে সাইট এর লিঙ্ক বুকমার্ক করছেন তার সাথে মোটামুটি মিল রেখে একটা Interest বা Category Select করুন। একদম যে সাইট এর সাথে মিল রাখা লাগবে টা কিন্তু না। আমি যেমন Business দিলাম কারন rangpursource.com একটা Business সাইট ওই।
এবার Add Tags এ আপনাকে যে Anchor Text/ Keyword দিতে বলা হয়েছে তা দিন। যেমন ধরুন আমাকে Anchor Text দিতে বলা হয়েছে “hosting plan” ।
এবার Write a comment বক্স এ আপনি যে সাইট তা বুকমার্ক করছেন তার বর্ণনা বা মিল রেখে ১৫-৩০ টা শব্দের বা তার বেশি শব্দের একটা কমেন্ট এমন ভাবে লিখুন যেন তাতে আপনার Anchor text/Keyword উল্লেখ থাকে বুকমার্ক করা লিঙ্ক টাও যেন থাকে।যেমন আমি একটা লিখছি ঃ
I got my hosting plan from this site http://www.rangpursource.com. And a domain too. Service is really cool.
উপরের কমেন্ট এ Keyword ও আছে আবার লিঙ্ক ও আছে। ব্যাস এবার Add this page এ ক্লিক করলেই আপনার বুকমার্ক হয়ে যাবে।
৫. এবার আপনার করা বুকমার্ক টি দেখতে চাইলে আপনার Profile এ যান। এবং আপনার করা বুকমার্ক টি দেখতে পাবেন। যেমন আমার করা বুকমার্ক টি দেখুন
আজ এ পর্যন্তই। কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। 🙂
আমাদের মত নতুনদের জন্য খুবই উপকারী একটি পোষ্ট, যা তামাদের খুবই উপকারে আসবে। ধন্যবাদ।
Very……. Very……. Nice Post Brother……Thanks……lot.
মাইক্রোওয়ার্কার্স” এর ভিডিও টিউটোরিয়াল আছে কি ্।
Microworkers.com-এ yahoo answer -এর কাজ করতে গেলে যে লিংকটি দেয়া হয় key phrase খোজার জন্য সেই লিংগুলিতে গেলে কাজ করেনা।তারা যে URL-এ যেতে বলে আর গেলেই show করে Malformed URL