internet-conections

বিটিসিএল ইন্টারনেট সমস্যা এবং সম্ভাব্য সমাধান!

Print Friendly, PDF & Email

বিটিসিএল ইন্টারনেট চালাই প্রায়ই ২ বছর হচ্ছে। অল্প খরচে ভালো স্পীড এবং ডাটা ইউজেস সার্ভিস নিয়ে ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট! কিন্তু গত প্রায়ই ৬ মাস যাবত নেট লাইন নিয়ে ভালই বিপাকে পড়ে ছিলাম। প্রবলেম হল, কখনও লাইন থাকেনা, লাইন থাকলেও ঘনঘন লাইন ড্রপ করে, স্পীড আপ-ডাউন করে ইত্যাদি। প্রায়ই ডজন খানিকবার বিটিসিএল অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ওদের পিছে সময়ই দিয়েও কোন সমাধান পাইনি ৬ মাসেও। এই ভালো থাকে তো এই খারাপ! 🙁

চেনাজানা বিটিসিএল এডিএসএল নেট ইউজারদের দিয়ে ফেসবুকে একটি গ্রুপও ওপেন করা হয়েছে যাতে করে কমন-আনকমন সব সমস্যা গুলোর সমাধান বের করা যায়। কিন্তু সেখানে থেকে আমি কোন সল্যুশন পাচ্ছিলাম না। তবে আজ হঠাত করেই শ্রদ্ধেয় মামুন ভাই এবং শাহ্‌রিয়ার ভাইয়ের দেয়া সল্যুশনে ১০০% সমস্যার সমাধান পেয়ে গেলাম। সকাল থেকে প্রায়ই ৮-১০ ঘন্টার মত নেট ব্রাউজিং, ডাউনলোড করলাম ননস্টপ!

এবার আসি সমাধান দিয়ে,

আপনার ব্রাউজার ওপেন করুন, অ্যাড্রেসবারে লিখুনঃ http://192.168.1.1/, ইউজার আইডিঃ admin পাসওয়ার্ডঃ admin লিখে এন্টার করেই আপনি TP Link ADSL Modem Configuration প্যানেল পাবেন নিচের মত-TP-Link-ADSL-Modem-Configuration

এবারে Advance Setup থেকে ADSL সিলেক্ট করুন। নিচের মত স্ক্রিন পাবেনঃ

TP-Link-ADSL-Modem-Mode

ADSL Mode থেকে G.lite সিলেক্ট করে SAVE করুন। এবং মডেম + পিসি রি-স্টার্ট দিন।

সব সময় G.lite ADSL Mode সবার জন্য কাজ করবে এমনটা নয়, আপনি মুড পরিবর্তন করে দেখতে পারেন আপনার জন্য কোনটি কাজ করে।

পরিশেষে মামুন ভাই এবং শাহ্‌রিয়ার ভাইয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। 🙂

আপনার এডিএসএল নেট সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানের জন্য জয়েন করতে পারেন আমাদের BTCL ADSL Internet Users গ্রুপে।

আজ এই পর্যন্তই!

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 🙂

One thought on “বিটিসিএল ইন্টারনেট সমস্যা এবং সম্ভাব্য সমাধান!

  1. For 1mbps or above speed G.lite work well and for 512kbps or less G.dmt. Yes if everything is ok, BTCL ADSL way better.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.