২০১৫ তে ওয়েব ডিজাইনে কিছু নতুন ধারা পরিলক্ষিত হয়েছে যা এখানে তুলে ধরা হলঃ
ঘোস্ট বাটন
এই বাটনগুলো ট্রান্সপারেন্ট কিন্তু আকার বোঝা যায়। বর্ডার তৈরী করা হয় সরু লাইন দিয়ে এবং টেক্সট লেখা হয় স্যান্স শেরিফ ফন্ট দিয়ে।
হিডেন মেনু
নেভিগেশন মেনুকে হাইড করে রাখার চল ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ডায়নামিক/এনিমেটেড চার্ট
স্ট্যাটিক ইমেজের জায়গা দখল করে নিয়েছে এনিমেটেড চার্ট
একই রং এর বিভিন্ন শেডের ব্যাবহার
একটি নির্দ্দিস্ট রং বেছে নিয়ে তার বিভিন্ন শেড ব্যাবহার করে দারুন সব ইন্টারফেস বানানো হচ্ছে আজকাল।
সুপার নেভিগেশন
এখনকার প্রতিটি বড় বড় ওয়েবসাইটে সরু স্থায়ী নেভিগেশন মেনু দেয়া হয়। মাল্টি পেজের ওয়েবসাইটে এরকম মেনু ব্যাবহার করার ফলে ইউজাররা সহজেই নেভিগেট করতে পারেন।