সার্চ ইন্জিন অপটিমাইজেশনে হাতে খড়ি: পর্ব-৭

আজকের পর্বে আমরা আলোচন করব এসইও’র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হল Keyword Research। এর মাধ্যমে আমরা কোন কি-ওয়ার্ড নিয়ে প্রতি মাসে কি পরিমান সার্চ পরে তা সহজেই জানতে পারবো এবং   প্রাত্যহিক সার্চ ভ্যালু সম্পর্কেও ক্লিয়ার ধারনা লাভ করতে পারবো। এর ফলে আমাদের ওয়েবসাইটের জন্য সঠিক কি-ওয়ার্ড নির্বাচন করা সহজ হবে। ইউজার এবং ওয়েবসাইটের কন্টেণ্ট এর উপর ভিত্তি করে কি-ওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কি-ওয়ার্ড রিসার্চ করার জন্য অনেকগুলো টুলস রয়েছে। এর মধ্যে আপনি যেটাতে সুবিধা মনে করেন সেটা নিয়েই করতে পারেন। তবে একটি কথা বলা বাহুল্য যেগুলো পেইড কি-ওয়ার্ড রিসার্চ টুলস অর্থাৎ টাকা দিয়ে করা সেগুলো দিয়ে একটু বেশিই সুবিধা পাওয়া যায়। কিন্তু এসব পেইড ছাড়াও নন পেইড আরো কিছু কি-ওয়ার্ড টুল আছে যেগুলোর মাধ্যমে ভাল কি-ওয়ার্ড রিসার্চ করা যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি টুল হল Google Adword Tools যার বর্তমান নাম হচ্ছে Google Keyword PlannerTools। এর ব্যবহার সম্পর্কে জানতে হলে গুগলে গিয়ে Google Adword Tools লিখে সার্চ দিবেন। তখন এমন একটি পেজ চলে আসবে-

Adword Tools

চিত্রে দেখুন সবার উপরেই রয়েছে Google Adword: Keyword Planner। তো এখন এটার উপর ক্লিক করলেই এই ওয়েবসাইটের পেজ চলে আসবে। প্রথম বার আপনার জি-মেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। তারপর এর ভিতরে প্রবেশ করতে পারবেন। এই Google Adword থেকে আমরা কি-ওয়ার্ড রিসার্চের যে টুলটা আছে এর ব্যবহার জানতে পারব। তো এর হোম পেজে লগ ইন করলে উপরের দিকে Opportunities লেখা দেখা যাবে। সেখানে ক্লিক করলে তখন Keyword Planner Tips এর একটি পেজ পাবেন। যার বাম পাশে লেখা আছে-  Search for a new keyword and ad ideas। এখন এর উপর ক্লিক করলেই নিচের মত একটি পেজ দেখতে পাবেন-

Get Ideas

চিত্রে উপরে গোল বৃত্তে চিহ্নিত জায়গাটিতে আপনার পছন্দের যেকোন কি-ওয়ার্ড লিখে সার্চ দিলেই দেখতে পাবেন গত কয়েক মাসে কি পরিমান সার্চ হয়েছে এই কি-ওয়ার্ড নিয়ে তার একটা ফলাফল। আরো সহজ করে বলি চিত্রের উপরের গোল বৃত্তের জায়গাটিতে কি-ওয়ার্ড লিখে নিচের দিকে দেখুন আরকটি চিহ্নিত বৃত্তে Get Ideas লিখাটি রয়েছে তার উপর ক্লিক করবেন। মাঝখানে যা দেখতে পাচ্ছেন তা আপাতত না পুরন করলেও চলবে। এর ফলে ওই কি-ওয়ার্ডের সার্চ রেজাল্ট দেখতে পাবেন। যেমন আমরা যদি HIV AIDS লিখে সার্চ দেই তবে এরকম একটি পেজ চলে আসবে-

AIDS

উপরের সার্চ রেজাল্টে দেখা যাচ্ছে HIV AIDS নিয়ে সাম্প্রতিক সময়ে কি পরিমান সার্চ পরেছে। এখানে সবুজ দাগ গুলোর উপর মাউসের কারজার রাখলেই দেখতে পাবেন কোন মাসে কত লক্ষ বার সার্চ হয়েছে এই কি- ওয়ার্ডটি নিয়ে। এভাবে আপনার পছন্দের যেকোন কি- ওয়ার্ড নিয়ে আপনি রিসার্চ করতে পারবেন। আর এভাবে যে কি-ওয়ার্ড নিয়ে বেশি সার্চ পরে কিন্তু প্রতিযোগীতা তুলনামূলক কম এমন একটি কি- ওয়ার্ড আপনার ওয়েবসাইটের জন্য নির্বাচন করবেন। এটি করতে পারলে খুব তাড়াতাড়ি আপনার ওয়েবসাইটকে সার্চ রেজাল্টে নিয়ে আসতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.